গ্রামীণ শ্রমিকদের আয়ে শীর্ষস্থানে রয়েছে বাম শাসিত কেরল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদ্য প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। কেরালার গ্রামীণ শ্রমিকদের আয় জাতীয় গড়ের দ্বিগুণেরও বেশি। মহারাষ্ট্র, গুজরাটের মতো উন্নত রাজ্যের শ্রমিকদের থেকে অনেক বেশি উপার্জন করেন তাঁরা।
Handbook of Statistics on Indian States 2020-21 শীর্ষক পরিসংখ্যান অনুসারে, কেরালায় এক গ্রাম্য শ্রমিক (অকৃষি ক্ষেত্রে এক পুরুষ) ২০২০-২১ সালে দিনে গড়ে ৬৭৭.৭ টাকা উপার্জন করেছেন। যেখানে এই সময়ের মধ্যে উপার্জনের জাতীয় গড় ছিল ৩১৫.৩ টাকা। কেন্দ্রীয় সরকারের শ্রম ব্যুরোর ইন্ডিয়ান লেবার জার্নাল থেকে প্রাপ্ত তথ্য্য অনুসারে, দেশের সবথেকে শিল্পোন্নত রাজ্য মহারাষ্ট্রে গ্রামীণ শ্রমিকদের দৈনিক আয় গড়ে ২৬২.৩ টাকা।
গুজরাট, যাকে উন্নয়ন এবং শিল্পায়নের রোল মডেল হিসেবে ধরা হয়, সেখানে একজন গ্রামীণ শ্রমিক দিনে ২৩৯.৩ টাকা উপার্জন করেন। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে গ্রামীণ শ্রমিকরা দিনে পান ২৮৬.৮ টাকা করে। বিহারে গ্রামীণ শ্রমিকরা পান ২৮৯.৩ টাকা করে।
অন্যদিকে সর্বাধিক মজুরির হিসেবে কেরলের পরেই রয়েছে জম্মু-কাশ্মীর। এখানে গ্রামীণ শ্রমিকরা দৈনিক ৪৮৩ টাকা করে মজুরি পান। এরপর রয়েছে তামিলনাড়ু, হরিয়ানা, পাঞ্জাব। এই তিন রাজ্যে শ্রমিকরা দিনে মজুরি পান যথাক্রমে ৪৪৯.৫ টাকা, ৩৮৪.৪ টাকা এবং ৩৪৪.২ টাকা। কেরল সহ এই পাঁচটি রাজ্য ছাড়া বাকি সমস্ত রাজ্যে গ্রামীণ শ্রমিকদের দৈনিক উপার্জন জাতীয় গড়ের (৩১৫.৩) চেয়ে কম।
কৃষি বিভাগেও গ্রামীণ শ্রমিকদের মজুরিতে শীর্ষে রয়েছে কেরল। এখানে কৃষি খাতে দৈনিক মজুরি গড়ে ৭০৬.৫ টাকা। এরপর রয়েছে জম্মু-কাশ্মীর (৫০১.১ টাকা) এবং তামিলনাড়ু (৪৩২.২ টাকা)। গুজরাটে কৃষি বিভাগে শ্রমিকদের দৈনিক মজুরি গড়ে ২১৩.১ টাকা এবং মহারাষ্ট্রে ২৬৭.৭ টাকা। কৃষি বিভাগে জাতীয় গড় মজুরি ৩০৯.৯ টাকা।
শ্রমিকদের মজুরি বিভাগে শীর্ষস্থান অর্জন প্রসঙ্গে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, "কৃষি, অকৃষি এবং নির্মাণ বিভাগে কেরলের শ্রমিকদের মজুরি, জাতীয় গড়ের দ্বিগুণেরও বেশি। সঠিক মজুরি প্রতিটি শ্রমিকের অধিকার। এই বিষয়ে দেশের মডেল হতে পেরে কেরালা গর্বিত।"
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিসংখ্যান অনুসারে, ২০২০-২১ সালে মাথাপিছু আয়ের ভিত্তিতে শীর্ষ রয়েছে গোয়া। এখানে মাথাপিছু নেট স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট (NSDP) ৩,৭৪,০৫৫ টাকা। এরপর রয়েছে সিকিম, সেখানে NSDP ২,৫৭,৯৯৯ টাকা। এরপর রয়েছে দিল্লি (২,৫৪,০০১ টাকা)। সবথেকে শেষে রয়েছে বিহার (৩১,০১৭ টাকা) এবং উত্তরপ্রদেশে (৪১,০২৩ টাকা)। লকডাউনের কারণে একাধিক রাজ্যে মাথাপিছু NSDP হ্রাস পেয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন