সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচন থেকে নির্বাচিত ৫৪৩ জন সাংসদের গড় সম্পদের পরিমাণ ৪৬.৩৪ কোটি টাকা। সর্বাধিক সম্পদের মালিক ডঃ চন্দ্রশেখর পেম্মাসানি। অন্ধ্রপ্রদেশের গুন্টুর থেকে নির্বাচিত তেলেগু দেশম-এর এই সাংসদের মোট সম্পদের পরিমাণ ৫,৭০৫ কোটি টাকা। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস-এর (এডিআর) করা এক সমীক্ষায় একথা জানা গেছে।
এডিআর-এর সমীক্ষা অনুসারে, এবারের নির্বাচিত সাংসদদের মধ্যে ২২৭ জনের মোট সম্পদের পরিমাণ ১০ কোটি টাকা বা তার ঊর্ধ্বে। ১০৩ জন সাংসদের মোট সম্পদের পরিমাণ ৫ থেকে ১০ কোটি টাকা। ১৭৪ জন সাংসদের মোট সম্পদের পরিমাণ ১ কোটি থেকে ৫ কোটি টাকার ভেতরে। ৩৫ জন সাংসদের মোট সম্পদের পরিমাণ ২০ লক্ষ থেকে ১ কোটি টাকার মধ্যে এবং ৪ জন সাংসদের মোট সম্পদের পরিমাণ ২০ লক্ষ টাকার কম।
অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম-এর ডঃ চন্দ্রশেখর ছাড়া সর্বাধিক সম্পদের তালিকায় অন্য দুই সাংসদ হলেন তেলেঙ্গানার চেভেল্লা কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি সাংসদ কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি এবং হরিয়ানার কুরুক্ষেত্র থেকে নির্বাচিত বিজেপি সাংসদ নবীন জিন্দাল। যাদের মোট সম্পদের পরিমাণ যথাক্রমে ৪,৫৬৮ কোটি টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১,২৪১ কোটি টাকা।
সব থেকে কম সম্পদের অধিকারী এইরকম তিন সাংসদ হলেন পশ্চিমবঙ্গের পুরুলিয়া থেকে নির্বাচিত বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, আরামবাগ থেকে নির্বাচিত তৃণমূল সাংসদ মিতালী বাগ এবং উত্তরপ্রদেশের মাচ্ছিলিশহর থেকে নির্বাচিত সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ। এঁদের সম্পদের পরিমাণ যথাক্রমে ৫ লক্ষ, ৭ লক্ষ এবং ১১ লক্ষ টাকা।
এবারের নির্বাচিত সাংসদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এডিআর জানিয়েছে ১০৫ জন বা ১৯ শতাংশ সাংসদের শিক্ষাগত যোগ্যতার মান পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী। ৪২০ জন বা ৭৭ শতাংশ স্নাতক বা তদূর্ধ্ব এবং ১৭ জন সাংসদ ডিপ্লোমার অধিকারী। ১ জন সাংসদ নিজেকে শুধু সাক্ষর বলে জানিয়েছেন।
এবারের নির্বাচিত সাংসদদের মধ্যে ৭৪ জন বা ১৪ শতাংশ মহিলা নির্বাচিত হয়েছেন। এডিআর ৫৩৯ জন সাংসদের হলফনামার ভিত্তিতে একথা জানিয়েছে। ২০১৯-এ যে সংখ্যা ছিল ৭৭ ((১৪%) এবং ২০১৪ সালে যে সংখ্যা ছিল ৬২ (১১%)।
২০২৪ সালে ২১৪ জন সাংসদ পুনঃনির্বাচিত হয়েছেন। ২০১৯ সালে এই ২১৪ জন সাংসদের নীট সম্পদের পরিমাণ ছিল ১৮.৬৪ কোটি টাকা। যা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ২৬.১৪ কোটি টাকা। ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে এই সাংসদদের গড় সম্পত্তির বৃদ্ধি হয়েছে ৭.৫০ কোটি টাকা বা ৪০ শতাংশ।
এডিআর-এর পক্ষ থেকে নির্বাচিত সাংসদদের হলফনামা পরীক্ষা করে এই সমীক্ষা করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন