পদত্যাগ করলেন মধ্যপ্রদেশ মহিলা কমিশনের (এমপিডব্লিউসি) চেয়ারপার্সন শোভা ওঝা। বিভিন্ন ঘটনায় বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের হস্তক্ষেপ এবং মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের মামলা পরিচালনায় পক্ষপাতদুষ্টতার অভিযোগে তিনি পদত্যাগ করেছেন৷ সংবাদসংস্থা আইএএনএস-এর কাছে ওঝা দাবি করেছেন যে তাঁকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
ওঝা বলেন, তিনি যখন কমিশনে যোগ দিয়েছিলেন, তখন মধ্যপ্রদেশে মহিলাদের বিরুদ্ধে নৃশংসতার ১০ হাজারটি মামলা ছিল; এখন এই সংখ্যা ১৭ হাজার অতিক্রম করেছে। মধ্যপ্রদেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধ তীব্রভাবে বৃদ্ধি পেলেও কমিশন কেন নীরব ছিল এমন প্রশ্নে ওঝা বলেন, তাকে তাঁর দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়নি।
ওঝা বলেন, "কমিশনকে নিয়মানুযায়ী কাজ করার অনুমতি দেওয়া হয়নি। নারী নির্যাতনের মামলা নিষ্পত্তিতে সরকার মনোনীত সদস্যদের প্রভাব ও পক্ষপাতিত্ব রয়েছে। নিয়ম অনুযায়ী, একটি মামলার শুনানির সময় কমিশনের কমপক্ষে দুই সদস্যকে উপস্থিত থাকতে হবে। কিন্তু গত দুই বছর, শুধুমাত্র সরকার মনোনীত সদস্যই মামলা পরিচালনা করছেন। আমি ভুক্তভোগীদের ন্যায়বিচার দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু সরকার বাধা সৃষ্টি করেছে।"
তিনি আরও অভিযোগ করেন, বিজেপি নেতা বা কর্মীদের অভিযুক্ত করা মামলাগুলিতে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকার কমিশনকে চাপ দেয়। তিনি বলেন, "২০২০ সালের মার্চ মাসে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারা আমাকে কমিশন থেকে দূরে রাখার চেষ্টা করছিল৷ কিন্তু, হাইকোর্ট রাজ্য সরকারকে MPWC-এর কাজকর্মে ব্যাঘাত না করার নির্দেশ দিয়েছে।"
কেন এমপিডব্লিউসি মহিলাদের প্রতি অত্যাচারে জড়িত কর্মকর্তা বা প্রভাবশালী ব্যক্তিদের নোটিশ পাঠায়নি জানতে চাইলে তিনি বলেন, কমিশন সবসময় প্রতিটি ক্ষেত্রে স্বতঃপ্রণোদিত নোটিশ জারি করেছে, পুলিশের কাছে প্রতিবেদন চেয়েছে, কিন্তু প্রতিটি বিভাগকেই চাপের মধ্যে কাজ করতে হয়েছে।
ওঝা আরও অভিযোগ করেছেন, কংগ্রেস সরকার ক্ষমতা হারানোর পরেই এমপিডব্লিউসি-এর অফিস বিজেপি সমর্থকরা তালাবন্ধ করেছিল। "২০২০ সালের মার্চ মাসে, বিজেপি কর্মীরা কমিশনের অফিসে তালা দিয়েছিল, পদাধিকারীদের চেয়ারপারসনের নির্দেশ না মানতে চাপ দেওয়া হয়েছিল। গত দুই বছর ধরে কমিশন প্রায় নিষ্ক্রিয় ছিল। পরিস্থিতি আমাকে বুঝিয়ে দিয়েছিলো যে আমার পদত্যাগ করা উচিত। যে দায়িত্ব পালনের জন্য আমি এখানে আছি, তা যদি পালন করতে না পারি, তাহলে আমি এখানে থাকব কেন?”
ওঝা বলেন, তিনি এবার রাস্তায় মহিলাদের জন্য লড়াই করবেন। "আমি মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের বিষয়টি প্রকাশ্যে আনব এবং বিজেপি সরকারের পক্ষপাতদুষ্টতা প্রকাশ করব।"
পদত্যাগী শোভা ওঝা বলেন "এই অফিসে থাকার কারণে, আমাকে মহিলাদের কাছে পৌঁছানোর অনুমতি দেওয়া হয়নি। কিন্তু এখন আমি স্বাধীন। আমি তাদের পক্ষে আওয়াজ তুলব। মধ্যপ্রদেশ নারী পাচারের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। আমার দায়িত্ব পালনের জন্য আমার কোনো পদের প্রয়োজন হবে না।"
সদ্য পদত্যাগী শোভা ওঝা মধ্যপ্রদেশের একজন কংগ্রেস নেতা এবং দলের এক বিশিষ্ট মহিলা মুখ। যিনি ২০১৮ সালে মধ্যপ্রদেশ মহিলা কমিশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নেওয়ার আগে বিভিন্ন পদে কাজ করেছিলেন।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন