Maharashtra: সিন্ধের মন্ত্রীসভার ৭৫ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা - ADR

মহারাষ্ট্রের ২০ মন্ত্রীই কোটিপতি। এরমধ্যে, সবচেয়ে ধনী হলেন BJP-র মঙ্গল প্রভাত লোধা। তাঁর মোট স্থাবর সম্পত্তির মূল্য ৪৪১.৬৫ কোটি টাকা। এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ মূল্য ২৮৩.৩৬ কোটি টাকা।
একনাথ সিন্ধে
একনাথ সিন্ধেগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

সম্প্রতি ক্ষমতার পালাবদল হয়েছে মহারাষ্ট্রে। BJP-র সঙ্গে জোট বেঁধে ২০ জনের মন্ত্রীসভা তৈরি করেছেন একনাথ সিন্ধে। আর তাতে দেখা যাচ্ছে, নয়া মন্ত্রীদের ৭৫ শতাংশের নাম রয়েছে ‘অপরাধীদের তালিকায়’। মোট ১৫ জনের বিরুদ্ধে আদালতে চলছে ফৌজদারি মামলা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

বৃহস্পতিবার, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (Association for Democratic Reforms) এবং মহারাষ্ট্র ইলেকশন ওয়াচ (Maharastra Election Watch) একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে জানা গেছে, যে ১৫ জনের বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে, তাতে BJP-র ৮ জন মন্ত্রী, শিবসেনা (সিন্ধে গোষ্ঠী)-র ৭ জন মন্ত্রী রয়েছেন।

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের মন্ত্রীসভার ৬৫ শতাংশের বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি মামলা। এর মধ্যে সিন্ধে গোষ্ঠীর ৭ জন এবং BJP-র ৬ জন মন্ত্রী আছেন।

মহারাষ্ট্রে যে ১৩ জন মন্ত্রীর নামে ‘গুরুতর ফৌজদারি মামলা’ (Serious Criminal Cases) রয়েছে, তাঁরা হলেন-

  • BJP-র বিজয়কুমার কৃষ্ণরাও গাভিত (Vijaykumar Krushnarao Gavit)। বিধানসভা কেন্দ্র- নন্দুরবার। তাঁর নামে ৩৭ টি গুরুতর ফৌজদারি মামলা (Serious IPC) আছে। অন্যান্য ফৌজদারি মামলার সংখ্যা- ৯ টি।

  • BJP-র মঙ্গল প্রভাত লোধা (Mangal Prabhat Lodha)। বিধানসভা কেন্দ্র- মালাবার হিল। তাঁর নামে ১২ টি গুরুতর ফৌজদারি মামলা আছে। অন্যান্য ফৌজদারি মামলার সংখ্যা- ৫ টি।

  • Shiv Sena (সিন্ধে গোষ্ঠী)-র ভূমরে সন্দীপনরাও আসারাম (Bhumare Sandipanrao Asaram)। বিধানসভা কেন্দ্র- পৈথান। তাঁর নামে ৯ টি গুরুতর ফৌজদারি মামলা আছে। অন্যান্য ফৌজদারি মামলার সংখ্যা- ৯ টি।

  • BJP-র রবীন্দ্র দত্তাত্রয় চ্যাবন (Ravindra Dattatray Chavan)। বিধানসভা কেন্দ্র- ডম্বিভালি। তাঁর নামে ৮ টি গুরুতর ফৌজদারি মামলা আছে। অন্যান্য ফৌজদারি মামলার সংখ্যা- ৩ টি।

  • Shiv Sena (সিন্ধে গোষ্ঠী)-র আবদুল সাত্তার আব্দুল নবী (Abdul Sattar Abdul Nabi)। বিধানসভা কেন্দ্র- সিল্লোদ। তাঁর নামে ৫ টি গুরুতর ফৌজদারি মামলা আছে। অন্যান্য ফৌজদারি মামলার সংখ্যা- ৮ টি।

  • মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী, BJP-র দেবেন্দ্র গঙ্গাধররাও ফড়নবীস (Devendra Gangadharrao Fadnavis)। বিধানসভা কেন্দ্র- নাগপুর-দক্ষিণ। তাঁর নামে ৪ টি গুরুতর ফৌজদারি মামলা আছে। এছাড়া, ৪ টি অন্যান্য ফৌজদারি মামলাও আছে তাঁর নামে।

  • Shiv Sena (সিন্ধে গোষ্ঠী)-র তানাজি জয়বন্ত সাওয়ান্ত (Tanaji Jaywant Sawant)। বিধানসভা কেন্দ্র- পারন্দা। তাঁর নামে ৩ টি গুরুতর ফৌজদারি মামলা আছে। এছাড়া, ১১ টি অন্যান্য ফৌজদারি মামলা আছে।

  • BJP-র ড. সুরেশ দাগাডু খাদে (Dr. Suresh Dagadu Khade)। বিধানসভা কেন্দ্র- মিরাজ। তাঁর নামে ৩ টি গুরুতর ফৌজদারি মামলা আছে। এছাড়া, আরও ৩ টি ফৌজদারি মামলা আছে তাঁর নামে।

  • Shiv Sena (সিন্ধে গোষ্ঠী)-র রাঠোর সঞ্জয় দুলিচাঁদ (Rathod Sanjay Dulichand)। বিধানসভা কেন্দ্র- দিগ্রাস। তাঁর নামে ২ টি গুরুতর ফৌজদারি মামলা আছে। তাঁর নামে আরও ৪ টি ফৌজদারি মামলা আছে।

  • Shiv Sena (সিন্ধে গোষ্ঠী)-র গুলাবরাও রঘুনাথ পাতিল (Gulabrao Raghunath Patil)। বিধানসভা কেন্দ্র- জলগাঁও। তাঁর নামে ২ টি গুরুতর ফৌজদারি মামলা আছে। তাঁর নামে আরও ১ টি ফৌজদারি মামলা আছে।

  • মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, Shiv Sena-র একনাথ সম্ভাজি সিন্ধে (Eknath Sambhaji Shinde)। বিধানসভা কেন্দ্র- কোপরি-পাচপাখাদি। তাঁর নামে ১ টি গুরুতর ফৌজদারি মামলা আছে। এছাড়া, ১৮ টি অন্যান্য ফৌজদারি মামলাও আছে তাঁর নামে।

  • BJP-র চন্দ্রকান্ত বাচ্চু পাতিল (Chandrakant Bachhu Patil)। বিধানসভা কেন্দ্র- কোথরুদ। তাঁর নামে ১ টি গুরুতর ফৌজদারি মামলা এবং ২ টি ফৌজদারি মামলা আছে।

  • Shiv Sena (সিন্ধে গোষ্ঠী)-র ভূসে দাদাজি দাগডু (Bhuse Dadaji Dagdu)। বিধানসভা কেন্দ্র- মালেগাঁও। তাঁর নামে ১ টি করে গুরুতর এবং অন্যান্য ফৌজদারি মামলা আছে।

এছাড়া, বাকি যে ২ জন মন্ত্রীর নামে ফৌজদারি মামলা আছে, তাঁরা হলেন-

  • BJP-র অতুল মোরেশ্বর সেভে (Atul Moreshwar Save)। বিধানসভা কেন্দ্র- ঔরঙ্গাবাদ-পূর্ব। তাঁর নামে ৬ টি ফৌজদারি মামলা (iPC) আছে।

  • BJP-র মুনগান্টিওয়ার সুধীর সচ্চিদানন্দ (Atul Moreshwar Save)। বিধানসভা কেন্দ্র- বল্লারপুর। তাঁর নামে ২ টি ফৌজদারি মামলা (iPC) আছে।

অন্যদিকে, মহারাষ্ট্রের যে ৫ জন নতুন মন্ত্রীর নামে ফৌজদারি (IPC) বা গুরুতর ফৌজদারি মামলা’ (Serious Criminal Cases) নেই, তাঁরা হলেন-

  • BJP-র গিরিশ দত্তাত্রয় মহাজন (Girish Dattatraya Mahajan)। বিধানসভা কেন্দ্র- জামনার।

  • BJP-র ভিখে পাতিল রাধাকৃষ্ণ একনাথরাও (Vikhe Patil Radhakrishna Eknathrao)। বিধানসভা কেন্দ্র- শিরডি।

  • Shiv Sena (সিন্ধে গোষ্ঠী)-র দীপক বসন্তরাও কেসরকার (Deepak Vasantrao Kesarkar)। বিধানসভা কেন্দ্র- সাওয়ান্তওয়াড়ি।

  • Shiv Sena (সিন্ধে গোষ্ঠী)-র দেশাই শম্ভুরাজ শিবাজিরাও (Desai Shambhuraj Shivajirao)। বিধানসভা কেন্দ্র- পাটান।

  • Shiv Sena (সিন্ধে গোষ্ঠী)-র উদয় রবীন্দ্র সামন্ত (Uday Ravindra Samant)। বিধানসভা কেন্দ্র- রত্নাগিরি।

শুধু তাই নয়- মহারাষ্ট্রের ২০ মন্ত্রীই কোটিপতি। এরমধ্যে, সবচেয়ে ধনী হলেন BJP-র মঙ্গল প্রভাত লোধা। তাঁর মোট স্থাবর সম্পত্তির মূল্য ৪৪১.৬৫ কোটি টাকা। এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ মূল্য ২৮৩.৩৬ কোটি টাকা।

আর সম্পত্তির হিসাবে সবথেকে কম ধনী হলেন BJP-র ভূমরে সন্দীপনরাও আসারাম। তাঁর সম্পদের মূল্য ২.৯২ কোটি টাকা।

ADR মন্ত্রীদের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে জানিয়েছে, মহারাষ্ট্রে মন্ত্রীদের গড় সম্পদের পরিমাণ ৪৭ কোটি টাকা। আবার, পার্টি হিসাবে BJP-র মন্ত্রীরা এগিয়ে আছেন Shiv Sena (সিন্ধে গোষ্ঠী)-র থেকে। BJP-র মন্ত্রীদের গড় সম্পদের পরিমাণ ৫৮ কোটি টাকা, অন্যদিকে সিন্ধে গোষ্ঠী ৩৬ কোটি টাকা।

একনাথ সিন্ধে
Presidential Election: রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানকারী MP/MLA-র ৪৪% বিরুদ্ধে ফৌজদারি মামলা - ADR

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in