Manipur: বিচ্ছিন্নতাবাদী শক্তি রাজনৈতিক উদ্দেশ্যে মণিপুরের জাতিগত বিরোধকে ইন্ধন দিয়েছে - CPIM

সান্তা বলেন, RSS রাজ্যে 'ঘর ওয়াপসি' বাস্তবায়নের চেষ্টা করেছিল। বিচ্ছিন্নতাবাদী শক্তি রাজনৈতিক উদ্দেশ্যে ৩মে থেকে শুরু হওয়া জাতিগত বিরোধে ইন্ধন দিয়েছিল। তিনি বলেন, ধর্ম এই অশান্তির মূল কারণ ছিল না।
সিপিআইএম মণিপুর রাজ্য সম্পাদক ক্ষেত্রমায়ুম সান্তা
সিপিআইএম মণিপুর রাজ্য সম্পাদক ক্ষেত্রমায়ুম সান্তাফাইল ছবি, গ্রাফিক্স আকাশ
Published on

মণিপুরের উপজাতীয় পাহাড়ে ষষ্ঠ তফসিল কার্যকর করতে হবে এবং আদিবাসী ভূমি আইন সংশোধন করতে হবে। এই দাবি জানিয়েছেন, সিপিআই(এম) মণিপুর রাজ্য সম্পাদক ক্ষেত্রমায়ুম সান্তা। তিনি আরও বলেন, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মতো এই রাজ্যেও পোস্ত চাষকে বৈধতা দিতে হবে।

সান্তা আরও বলেন, আরএসএস রাজ্যে 'ঘর ওয়াপসি' বাস্তবায়নের চেষ্টা করেছিল। তাঁর মতে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি রাজনৈতিক উদ্দেশ্যে ৩ মে থেকে শুরু হওয়া জাতিগত বিরোধকে ইন্ধন দিয়েছিল।

সিপিআই(এম) রাজ্য সম্পাদক স্পষ্ট ভাষায় জানান, যদিও দাঙ্গার সময় অনেক গির্জা ধ্বংস করা হয়েছে কিন্তু ধর্ম এই অশান্তির মূল কারণ ছিল না। জোরের সঙ্গে তিনি বলেন, মেইতেইরা খ্রিস্টানদের বিরুদ্ধে কোনও আক্রমণ করেনি। যদিও তাদের গীর্জা পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষের সময় নাগা খ্রিস্টান এবং তাদের গির্জাগুলিতেও কোনও আক্রমণ হয়নি বলে তাঁর দাবি।

তাঁর মতে, দাঙ্গা হয়েছে মূলত সংরক্ষণ ইস্যুতে। মেইতেই সম্প্রদায়ের সদস্য হওয়া সত্ত্বেও, মেইতেই কুকি ইস্যুতে সান্তার অবস্থান সাধারণ মেইতেই রাজনৈতিক বর্ণনা থেকে সম্পূর্ণ ভিন্ন।

তিনি বলেন, "একজন কমিউনিস্ট হিসাবে, আমি কোন নির্দিষ্ট সম্প্রদায়ের সাথে পরিচিত হতে চাই না। মণিপুরের পরিস্থিতি খুবই জটিল এবং সাহসের সাথে সত্য কথা বলার সময় এসেছে।"

সান্তা বলেন, “মণিপুরে ন্যায়বিচার দিতে সরকারের ব্যর্থতা পরিস্থিতিকে আরও খারাপ করেছে। গোয়েন্দাদের সম্পূর্ণ ব্যর্থতা ছাড়াও, সরকার দাঙ্গা দমনে প্রথম দিকে কোনো পদক্ষেপ নেয়নি। একটি গুলিও ছোড়া হয়নি, কাঁদানে গ্যাসের শেলও ব্যবহার করা হয়নি। দাঙ্গার একদিন আগে, ২ মে, বিজেপি সমর্থকদের একটি বিশাল সমাবেশ হয়েছিল, সেই সময় তারা আদিবাসীদের হুমকি দিয়েছিল বলে জানা গেছে।"

মুখ্যমন্ত্রীর অবস্থান প্রসঙ্গে বলতে গিয়ে সিপিআইএম নেতা বলেন, "মুখ্যমন্ত্রী বীরেন সিং আদিবাসীদের বিরুদ্ধে উসকানিমূলক অবস্থান নিয়েছিলেন। কুকিদের বিরুদ্ধে অবৈধ অভিবাসী, পোস্ত চাষি এবং বন দখলকারী, জঙ্গল ধ্বংস করছে ইত্যাদি অভিযোগ করা হয়েছিল। যদিও কুকি উপজাতিরা বন ধ্বংস করেছে এই দাবি সত্যি নয়।"

তিনি বলেন, "কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার নির্বাচনের সময় কুকি জঙ্গিদের সাহায্য নিয়েছিল। যেখানে যেখানে বিজেপি নেতৃত্বই কুকি জঙ্গিদের অর্থ দিয়েছে এবং তাদের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করেছে, সেইসব জায়গাতেই বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে।"

তিনি মনে করেন, “সমস্ত সমস্যার জন্য উদ্বাস্তুদের দায়ী করা ভুল। মায়ানমারে পরিস্থিতি আরও খারাপ হয়েছে, মানুষ জীবন বাঁচাতে সীমান্ত অতিক্রম করছে। ভারতকে মায়ানমারের শরণার্থীদের সঙ্গে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আচরণ করতে হবে। আমরা যখন বসুধৈব কুটুম্বকম (বিশ্ব একটি পরিবার) সম্পর্কে কথা বলি, তখন আমাদের সহ-মানুষের প্রতি সহানুভূতি এবং মানবতা দেখানো অপরিহার্য। সরকারের উচিত শরণার্থীদের বিষয়ে আন্তর্জাতিক চুক্তি মেনে চলা।”

সিপিআই(এম) রাজ্য সম্পাদক বলেন, সরকারের উচিত মণিপুরের পাহাড়ে পোস্ত চাষকে বৈধতা দেওয়া, যেমনটি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে করা হয়েছে।"

বর্তমানে, কুকিদের নিজস্ব আইন অনুসারে, শুধুমাত্র গ্রাম প্রধানই জমির মালিক এবং বাকিরা ভাড়াটিয়া। যেহেতু আদিবাসীরা জমির মালিকানা পাচ্ছেন না, তাই অনেকে চলে যাচ্ছেন এবং তাদের নিজস্ব জমি ক্রয় করছেন, যেগুলিতে পাট্টার মতো জমির নথিপত্র রয়েছে৷

কুকি সংগঠনগুলি দাঙ্গা শুরু হওয়ার পরে পৃথক প্রশাসনের দাবি জোরদার করেছে। যদিও সিপিআই(এম) পৃথক প্রশাসনের বিরুদ্ধে। দলের পক্ষে উপজাতীয় পাহাড়গুলিতে ষষ্ট তফশিলের পক্ষে দাবি জানানো হয়েছে, যার ভিত্তিতে উপজাতীয়দের জমিতে বৃহত্তর স্বায়ত্তশাসনের অনুমতি দেওয়া হয়।

দু’দশক আগেও, মণিপুরে সিপিআই(এম)-এর বিধায়ক থাকলেও বর্তমানে কোনও বিধায়ক নেই। একসময় ৬০ সদস্যের বিধানসভায় সিপিআই-এর পাঁচজন প্রতিনিধি ছিল। এই প্রসঙ্গে সান্তা বলেন, "আমরা পরিচিতি সত্ত্বার রাজনীতির বিরুদ্ধে। আমরা দেখাতে চাই যে আমরা একটি ভিন্ন রাজনৈতিক দল।" যদিও এখানে আমাদের সদস্য সংখ্যা কম, কিন্তু রাজ্যের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নগুলিতে আমাদের শক্তিশালী প্রভাব আছে।

সিপিআইএম মণিপুর রাজ্য সম্পাদক ক্ষেত্রমায়ুম সান্তা
Manipur: মণিপুরের জাতিগত দ্বন্দ্বের মূলে আদিবাসীদের জমির অধিকার নিয়ে লড়াই
সিপিআইএম মণিপুর রাজ্য সম্পাদক ক্ষেত্রমায়ুম সান্তা
Manipur: মণিপুর ভিডিওকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in