MGNREGA প্রকল্প বা ১০০ দিনের কাজের কেন্দ্রীয় বাজেটে ২৯,৪০০ কোটি টাকার বরাদ্দ কমায়, উদ্বেগ প্রকাশ করেছে গ্রাম উন্নয়ন বিষয়ক সংসদের স্ট্যান্ডিং কমিটি।
জানা যাচ্ছে, ২০২২-২৩ অর্থবর্ষে MGNREGA প্রকল্পের জন্য প্রস্তাবিত বাজেটে (BE) ৭৩,০০০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। পরে, সংশোধিত বাজেটে (RE) তা করা হয়েছিল ৮৯,৪০০ কোটি টাকা। কিন্তু, ২০২৩-২৪ অর্থবর্ষে MGNREGA প্রকল্পের জন্য প্রস্তাবিত বাজেটে সেই অর্থ কমে দাঁড়িয়েছে ৬০,০০০ কোটি। একলপ্তে, কেন্দ্রীয় বাজেটে ২৯,৪০০ কোটি টাকার বরাদ্দ কমানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংসদের স্ট্যান্ডিং কমিটি।
বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবী জানিয়ে কমিটির ২৯ তম রিপোর্টে বলা হয়েছে, ‘এটি খুবই উদ্বেগের বিষয় যে, MGNREGA প্রকল্পে ২০২২-২৩ সালের সংশোধিত বাজেটের তুলনায় ২০২৩-২৪ সালের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ২৯,৪০০ কোটি টাকা কমানো হয়েছে। যেখানে, গ্ৰামীণ পরিবারকে ১০০ দিনের 'কাজের অধিকার' নিশ্চিয়তা প্রদান করে থাকে- মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম (আইন), সেখানে এই ধরণের পদক্ষেপের ফলে গ্রামের মানুষ বঞ্চিত হবেন।’
রিপোর্টে বলা হয়েছে, এই প্রকল্পটি বেকারদের কাছে শেষ অবলম্বন। এটি ছাড়া তাদের পরিবারের কাছে, অন্ন সংস্থানের অন্য কোনও উপায় নেই।
মহামারী করোনাকালে এই প্রকল্পের ভূমিকা ও গুরুত্ব লক্ষ্য করা গেছে। দুর্দশাকালে এটি অসহায়, বেকার মানুষদের কাছে আশার আলো হিসাবে কাজ করেছে।
রিপোর্টে বলা হয়েছে, ‘২০২০-২১ এবং ২০২১-২২ সালে এই প্রকল্পের গুরুত্বের কথা বিবেচনা করা হয়েছিল। ২০২০-২১ সালে প্রস্তাবিত বাজেট ৬১,৫০০ থেকে সংশোধিত বাজেটে ১,১১,৫০০ কোটি টাকা হয়েছিল। একইভাবে, ২০২১-২২ সালে এই প্রকল্পে প্রস্তাবিত বাজেট ৭৩,০০০ কোটি টাকা থেকে বাড়িয়ে সংশোধিত বাজেটে ৯৯,১১৭.৫৩ কোটি টাকা করা হয়েছিল। মহামারী করোনাকালে কাজের চাহিদা বৃদ্ধির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন