তিন বছরে ভারতের কৃষিজমির সীমানা জুড়ে থাকা প্রায় ৬ মিলিয়ন গাছ কাটা হয়েছে। যা দেশের দুটি গুরুত্বপূর্ণ পরিবেশগত আইন – পরিবেশ সুরক্ষা আইন ১৯৮৬ এবং বন সংরক্ষণ আইন ১৯৮০ লঙ্ঘন করেছে। সম্প্রতি এক সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল এক স্বতঃপ্রণোদিত মামলায় এমনই মন্তব্য করেছে।
গত ৪ জুলাই এনজিটির প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি অরুণ কুমার ত্যাগীর ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি। শুনানিতে ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশ রাজ্যগুলির বন বিভাগগুলিকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে নোটিশ জারি করেছে। আগামী ৩১ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।
নেচার সাসটেইনেবিলিটি জার্নালে গত ১৫ মে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সারাদেশে কৃষিজমির ট্র্যাক্টে থাকা মোট ৫.৬ মিলিয়ন বড় গাছ কাটা হয়েছে। ২০১৮ সাল থেকে ২০২২ সালের মধ্যেই এই পরিমাণ গাছ কাটা হয়েছে বলে ওই সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। স্যাটালাইট চিত্র ব্যবহার করে এই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষা অনুযায়ী উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশ এবং মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সহ মধ্য ভারতে এই ধ্বংসযজ্ঞ চলেছে।
সমীক্ষা অনুসারে, মধ্য ভারতের এই অঞ্চলগুলি তাদের কৃষিজমি সংলগ্ন গাছগুলির ৫০ শতাংশ পর্যন্ত হারিয়েছে। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং অরুণ কুমার ত্যাগীর ডিভিশন বেঞ্চ উল্লেখ করেছে যে, এটি পরিবেশ সুরক্ষা আইন, ১৯৮৬ এবং বন সংরক্ষণ আইন, ১৯৮০ লঙ্ঘন করে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন