"কৃষক এবং কৃষক আন্দোলনের বিরুদ্ধে সবথেকে বড় অপরাধী আশিষ মিশ্র এলাহাবাদ হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন, যা দুর্ভাগ্যজনক। এই ঘটনা ন্যায়বিচারকে হত্যা। যেখানে সুপ্রিম কোর্টের নেতৃত্বাধীন এসআইটি পরিষ্কার বলেছে লখিমপুর খেরির ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র, সেখানে এই ঘটনার মূল অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়া ন্যায়বিচারকে হত্যার সমান।" - কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশীষ মিশ্রের জামিন মঞ্জুর প্রসঙ্গে এই মন্তব্য করলেন কৃষক নেতা হান্নান মোল্লা।
বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ লখিমপুর খেরি কান্ডের মূল অভিযুক্ত আশিষ মিশ্রের জামিন মঞ্জুর করেছে। তাঁর আইনজীবী সাংবাদিকদের একথা জানিয়েছেন। এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
সংযুক্ত কিষাণ মোর্চার তরফ থেকেও এই ঘটনার নিন্দা করা হয়েছে। লড়াইয়ের জন্য কৃষকদের প্রস্তুত থাকার বার্তা দিয়ে মোর্চার ট্যুইটারে বলা হয়েছে, "বন্ধুরা, লড়াইয়ের জন্য প্রস্তুত হও। লখিমপুর খেরি মামলায় একদিকে কৃষকদের জামিন বাতিল হয়ে যাচ্ছে, অন্যদিকে জামিন পেয়ে যাচ্ছেন মূল আসামী অজয় মিশ্রের ছেলে আশিষ মিশ্র। কৃষকদের ন্যায় বিচার না দিয়ে তাদের ক্ষতস্থানে নুন ছেটাচ্ছে বিজেপি। এটা বিজেপির ক্ষমতার দাম্ভিকতা।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন