আরওয়ালের পরে, বিহারে কোভিড-১৯ এর টিকাকরণে অব্যবস্থার আরও একটি ঘটনা সামনে এলো। সহরসা জেলার নভট্টা ব্লকের এক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর তথ্য অনুসারে সেখা থেকে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, অভিনেত্রী রাখি সাওয়ান্ত, অভিনেতা রণবীর কাপুর, গায়ক রানু মণ্ডল, এসপি লিপি সিং এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা সকলেই ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন বলে দাবি করা হয়েছে।
একজন কর্মকর্তার মতে, ২৪ অক্টোবর স্বাস্থ্য বিভাগের তথ্যে এই বিশিষ্ট ব্যক্তিদের নাম নথিভুক্ত করা হয়। তাদের নামের পাশে ফোন নম্বরও উল্লেখ করা হয়েছে। যদিও সব ফোন নম্বরই ভুয়ো।
সিভিল সার্জন ডাঃ অবধেশ কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন। দপ্তরের কাছে এখনও পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।
এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, বিহারের আরওয়াল জেলার একটি স্বাস্থ্যকেন্দ্রে একই ধরনের অব্যবস্থার ঘটনা সামনে এসেছিলো। সেবার ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছিলো।
(Except for the headline, this story has not been edited by People's Reporter and is translated and published from a syndicated feed.)
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন