রবিবার রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। সাথে ৭২ জন নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁদের মধ্যে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। পোর্টফোলিও পরে ঘোষণা করা হবে। ৭২ মন্ত্রীর মধ্যে ১১ জন শরিক দলের।
এক নজরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীর তালিকা -
অমিত শাহ (বিজেপি) - গুজরাতের গান্ধীনগরের সাংসদ
রাজনাথ সিং (বিজেপি) - উত্তরপ্রদেশের লখনউ লোকসভা কেন্দ্রের সাংসদ
জে পি নাড্ডা (বিজেপি) - রাজ্যসভার সদস্য
নির্মলা সীতারমন (বিজেপি) - রাজ্যসভার সাংসদ
নীতিন গড়কড়ি (বিজেপি) - মহারাষ্ট্রের নাগপুরের সাংসদ
শিবরাজ সিং চৌহান (বিজেপি) - মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্রের সাংসদ
এস জয়শঙ্কর (বিজেপি) - রাজ্যসভার সদস্য
মনোহর লাল খট্টর (বিজেপি) - হরিয়ানার কার্নাল লোকসভা কেন্দ্র থেকে জয়ী
এইচ ডি কুমারস্বামী (জেডিএস) - কর্নাটকের মাণ্ড্য কেন্দ্র থেকে জয়ী হয়েছেন
পীযূষ গোয়েল (বিজেপি) - মুম্বাই উত্তর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন
ধর্মেন্দ্র প্রধান (বিজেপি) - ওড়িশার সম্বল্পুর কেন্দ্রের সাংসদ
সর্বানন্দ সোনোয়াল (বিজেপি) - আসামের ডিব্রুগড় কেন্দ্র থেকে জয়ী
জিতন রাম মাঝি (HAM) - বিহারের গয়ার সাংসদ
লালন সিং (জেডিইউ) - বিহারের মুঙ্গের আসন থেকে জয়ী
রাম মোহন নাইডু (টিডিপি) - অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম লোকসভা কেন্দ্র থেকে জয়ী
বীরেন্দ্র কুমার (বিজেপি) - দেশের টিকমগড়ের সাংসদ
জুয়েল ওরাওঁ (বিজেপি) - ওড়িশার সুন্দরগড়ের সাংসদ
প্রহ্লাদ জোশী (বিজেপি) - কর্ণাটকের ধারওয়াড় কেন্দ্রের সাংসদ
অশ্বিনী বৈষ্ণব (বিজেপি) - রাজ্যসভার সাংসদ
গিরিরাজ সিংহ (বিজেপি) - বিহারের বেগুসরাই কেন্দ্রের সাংসদ
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (বিজেপি) - মধ্যপ্রদেশের গুনা কেন্দ্রের সাংসদ
ভূপেন্দ্র যাদব (বিজেপি) - রাজস্থানের অলওয়াড় কেন্দ্রের সাংসদ
গজেন্দ্র শেখাওয়াত (বিজেপি) - রাজস্থানের যোধপুর থেকে জয়ী
অন্নপূর্ণা দেবী (বিজেপি) - ঝাড়খণ্ডের কোডারমা থেকে জয়ী হয়েছেন
কিরেন রিজিজু (বিজেপি) - অরুণাচল পশ্চিম কেন্দ্রের সাংসদ
হরদীপ সিংহ পুরী (বিজেপি) - পঞ্জাব থেকে রাজ্যসভার সাংসদ
মনসুখ মান্ডব্য (বিজেপি) - গুজরাতের পোরবন্দর কেন্দ্রের সাংসদ
জি কিষান রেড্ডি (বিজেপি) - তেলঙ্গানার সেকেন্দরাবাদ কেন্দ্রের সাংসদ
চিরাগ পাসোয়ান (এলজেপি রামবিলাস) - বিহারের হাজিপুর থেকে জয়ী
সিআর পাতিল (বিজেপি) - গুজরাটের নবসারি কেন্দ্র থেকে জয়ী
স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর তালিকা -
রাও ইন্দ্রজিৎ সিংহ (বিজেপি)
জিতেন্দ্র সিং (বিজেপি)
অর্জুন রাম মেঘওয়াল (বিজেপি)
প্রতাপরাও যাদব (শিবসেনা - শিন্ডে)
জয়ন্ত চৌধুরী (আরএলডি)
৩৬ জন প্রতিমন্ত্রীর তালিকা -
নিত্যানন্দ রাই (বিজেপি)
জিতিন প্রসাদ (বিজেপি)
শ্রীপদ নায়েক (বিজেপি)
পঙ্কজ চৌধুরী (বিজেপি)
কিষান পাল (বিজেপি)
রামদাস অঠওয়ালে (রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া - অঠওয়ালে)
রামনাথ ঠাকুর (জেডিইউ)
অনুপ্রিয়া প্যাটেল (আপনা দল - সোনেলাল)
ভি সোমান্না (বিজেপি)
চন্দ্রশেখর পেম্মাসানি (টিডিপি)
এস পি সিং বাঘেল (বিজেপি)
শোভা করন্দলজে (বিজেপি)
কীর্তিবর্ধন সিং (বিজেপি)
বিএল ভর্মা (বিজেপি)
শান্তনু ঠাকুর (বিজেপি)
সুরেশ গোপী (বিজেপি)
এল মুরুগান (বিজেপি)
অজয় তামটা (বিজেপি)
বন্দী সঞ্জয় (বিজেপি)
কমলেশ পাসোয়ান (বিজেপি)
ভগীরথ চৌধুরী (বিজেপি)
সতীশচন্দ্র দুবে (বিজেপি)
সঞ্জয় শেঠ (বিজেপি)
রভনীত সিং বিট্টু (বিজেপি)
দুর্গাদাস উইকে (বিজেপি)
রক্ষা খাড়সে (বিজেপি)
সুকান্ত মজুমদার (বিজেপি)
সাবিত্রী ঠাকুর (বিজেপি)
তোক্ষান সাহু (বিজেপি)
রাজভূষণ চৌধুরী (বিজেপি)
রাজু শ্রীনিবাস বর্মা (বিজেপি)
হর্ষ মালহোত্র (বিজেপি)
নিমুবেন বামভানিয়া (বিজেপি)
মুরলীধর মহল (বিজেপি)
জর্জ কুরিয়ান (বিজেপি)
পবিত্র মারঘেরিতা (বিজেপি)
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন