২০২৪ লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজ্যের প্রায় সব কেন্দ্রেই ইভিএম-এ প্রাপ্ত ভোট এবং গণনা করা ভোটের মধ্যে ব্যাপক বৈসাদৃশ্য ধরা পড়েছে। এমনই পরিসংখ্যান তুলে ধরেছে নির্বাচন সংক্রান্ত বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)।
ন্যাশনাল হেরাল্ডের এক প্রতিবেদন অনুযায়ী, সোমবার দিল্লির প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে পরিসংখ্যান প্রকাশ করেছে এডিআর। তাতে দেখা যাচ্ছে সবথেকে বেশি বৈসাদৃশ্য ধরা পড়েছে অন্ধ্রপ্রদেশে। দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িশা, তৃতীয় স্থানে উত্তরপ্রদেশ, চতুর্থ স্থানে তামিলনাড়ু, পঞ্চম স্থানে আসাম। এরপর রয়েছে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ। এছাড়াও, ঝাড়খণ্ড, কেরালা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিহার, তেলেঙ্গানার মতো রাজ্যগুলিও রয়েছে।
অন্ধ্রপ্রদেশ -
এডিআর-র রিপোর্ট অনুযায়ী অন্ধ্রপ্রদেশের ২৫টি আসনের মধ্যে ২১টি আসনে প্রাপ্ত ভোটের থেকে ৮্৫,৭৭৭টি ভোট কম গোনা হয়েছে। বাকি ৪টি আসনে ইভিএম মেশিনে প্রাপ্ত ভোটের থেকে ৩,৭২২টি ভোট বেশি গোনা হয়েছে। অর্থাৎ মোট ৮৯,৪৯৯টি ভোটের পার্থক্য রয়েছে।
ওড়িশা -
ওড়িশার ক্ষেত্রেও ছবিটি এক। ওড়িশার ২১ আসনের মধ্যে ১৮টি আসনে প্রাপ্ত ভোটের থেকে ৬৩,১২৩টি ভোট কম গোনা হয়েছে। বাকি ৩টি আসনে ইভিএম মেশিনে প্রাপ্ত ভোটের থেকে ২১৪৬টি ভোট বেশি গোনা হয়েছে। মোট ৬৫,২৬৯টি ভোটের গরমিল আছে।
উত্তরপ্রদেশ -
তালিকায় তৃতীয় স্থানে থাকা উত্তরপ্রদেশের ৮০টি আসনেই গরমিল হয়েছে। ৫৫টি আসনে প্রাপ্ত ভোটের থেকে ৫৩,৯৬০টি ভোট কম গোনা হয়েছে। বাকি ২৫টি আসনে ইভিএম মেশিনে প্রাপ্ত ভোটের থেকে ৬,১২৪টি ভোট বেশি গোনা হয়েছে। মোট ৬০০৮৪টি ভোটের পার্থক্য দেখা গেছে।
তামিলনাড়ু -
তামিলনাড়ুর ৩৯টি আসনেও একই পার্থক্য ধরা পড়েছে। তামিলনাড়ুতে ২৭টি আসনে ৫১,৯৩৫টি ভোট কম গোনা হয়েছে। ১২টি আসনে ২৪৮৫টি ভোট বেশি গণনা করা হয়েছে। ইভিএম-এ প্রাপ্ত ভোট ও মোট গণনা করা ভোটের পার্থক্য হচ্ছে ৫৪,৪২০।
আসাম -
আসামেও একই দৃশ্য ধরা পড়েছে। আসামের ১৪টি আসনের মধ্যে ১২টি আসনে ৩৮,৮৭২টি ভোট কম গোনা হয়েছে এবং বাকি ২টি আসনে ৩৮৫৬টি ভোট বেশি গণনা করা হয়েছে। ফলে এই রাজ্যে ইভিএম মেশিনে প্রাপ্ত ও ভোট ও গণনা করা ভোটের পার্থক্য ৪২,৭২৮।
মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গেরও একই ছবি। মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে ৩৫টি আসনে প্রাপ্ত ভোটের থেকে ৩৮,৭১০টি ভোট কম গোনা হয়েছে। ১৩টি আসনে ১৬৪২টি ভোট বেশি গোনা হয়েছে।
পশ্চিমবঙ্গের ৪২টি আসনের সবকটিতেই গরমিল ধরা পড়েছে। পশ্চিমবঙ্গের ৩১টি আসনে ৩৪,৮৫৬টি ভোট কম গোনা হয়েছে। অন্যদিকে বাকি ১১টি আসনে ১০৩৭টি ভোট বেশি গোনা হয়েছে।
উল্লেখ্য, বিরোধীরা বার বার ইভিএম-র গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল। লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টেও ইভিএম নিয়ে মামলা দায়ের হয়েছিল। শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়েছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন