CBI-এর তদন্ত করা প্রায় ৭০০০ দুর্নীতি মামলা শুনানির অভাবে ঝুলে রয়েছে আদালতে, জানালো CVC

নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-কে সর্বোচ্চ এক বছরের মধ্যে একটি তদন্ত শেষ করতে হয়।
CBI-এর তদন্ত করা প্রায় ৭০০০ দুর্নীতি মামলা শুনানির অভাবে ঝুলে রয়েছে আদালতে, জানালো CVC
প্রতীকী ছবি
Published on

শুনানির অভাবে দেশের বিভিন্ন আদালতে ঝুলে রয়েছে সিবিআইয়ের তদন্তনাধীন প্রায় ৭ হাজার দুর্নীতির মামলা। যার মধ্যে ২০ বছরেরও বেশি সময় ধরে পড়ে রয়েছে ৩০০-এরও বেশি মামলা। সম্প্রতি এমন তথ্য প্রকাশ পেয়েছে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (CVC)-এর বার্ষিক রিপোর্টে।

নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-কে সর্বোচ্চ এক বছরের মধ্যে একটি তদন্ত শেষ করতে হয়। কিন্তু সেখানে এত হাজার হাজার মামলা ঝুলে থাকায় কেন্দ্রীয় সংস্থার কার্যক্ষমতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

কিছুদিন আগেই বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে CVC। তাতে বলা হয়েছে, “বিভিন্ন আদালতে বেশ বড় অঙ্কের তদন্তনাধীন মামলা শুনানির অপেক্ষায় আটকে রয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বরের হিসাবে মোট ৬,৮৪১টি দুর্নীতির মামলা বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। যার মধ্যে ৩১৩টি মামলা ২০ বছরেরও বেশি সময় ধরে বিচারাধীন রয়েছে।”

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, মোট বিচারাধীন মামলার নিত ২,০৩৯টি মামলা পড়ে রয়েছে ১০ থেকে ২০ বছর ধরে। পাঁচ থেকে দশ বছর ধরে পড়ে রয়েছে ২,৩২৪টি মামলা; ৮৪২টি মামলা বিচারাধীন রয়েছে ৩ থেকে ৫ বছরের জন্য এবং তিন বছরের কম সময় ধরে শুনানির অপেক্ষায় রয়েছে ১,৩২৩টি তদন্তনাধীন দুর্নীতি মামলা।

রিপোর্ট বলছে, শুধুমাত্র দেশের বিভিন্ন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেই বিচারাধীন অবস্থায় ঝুলে রয়েছে প্রায় সাড়ে ১২ হাজার দুর্নীতি মামলা সংক্রান্ত সংশোধন ও আবেদন। যার মধ্যে ৪১৭টি সংশোধন ও আবেদন ২০ বছরেরও বেশি পুরনো। আবার ৩১ ডিসেম্বর ২০২২-এর হিসাবে সিবিআইয়ের হাতেই ৬৯২টি দুর্নীতি মামলা তদন্তনাধীন অবস্থায় পড়ে রয়েছে। যার মধ্যে ৪২টি মামলা ৫ বছরেরও বেশি পুরনো। CVC-এর পর্যবেক্ষণে উঠে এসেছে, বেশিরভাগ দুর্নীতি মামলাই কোনও না কোনও কারণে বিলম্ব হওয়ায় শেষ করতে পারেনি সিবিআই।

কিন্তু তদন্তের অভাবে এত মামলা ঝুলে থাকার কারণটা ঠিক কী? রিপোর্ট জানিয়েছে, সিবিআইয়ের দাবি অনুযায়ী বিভিন্ন কারণে তদন্ত শেষ করা যায়নি। কখনও ‘অতিরিক্ত কাজের চাপ’, কখনও ‘লোকবলের অভাব’, কখনও ‘বহুদূরে বসবাসকারী সাক্ষীকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ’ করায় সমস্যা বারবার কেন্দ্রীয় তদন্তকারী দলের তদন্ত শেষ করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

CBI-এর তদন্ত করা প্রায় ৭০০০ দুর্নীতি মামলা শুনানির অভাবে ঝুলে রয়েছে আদালতে, জানালো CVC
Central Vigilance Report: সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ শাহের মন্ত্রকের কর্মীদের বিরুদ্ধে, তারপর রেল
CBI-এর তদন্ত করা প্রায় ৭০০০ দুর্নীতি মামলা শুনানির অভাবে ঝুলে রয়েছে আদালতে, জানালো CVC
MP: নির্বাচনের টিকিট না পাওয়ায় তীব্র অসন্তোষ বিজেপির একাংশে, সদর দফতরে বিক্ষোভ অনুরাগীদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in