অনাদায়ী ঋণকে NPA ঘোষণা ও ব্যাঙ্ক বেসরকারিকরণ, জনগনের সঞ্চিত অর্থ দুবার করে লুট হচ্ছে - ইয়েচুরি

ইয়েচুরি বলেন, ব্যাঙ্কে জনগণ যে অর্থ সঞ্চয় করেছে, তা কর্পোরেট সংস্থাগুলিকে লুটে নিতে দিয়ে অনাদায়ী ঋণকে এনপিএ ঘোষণা করেছে। তারপর আবার গোটা ব্যাঙ্কিং ব্যবস্থাকেই জলের দরে বেসরকারিকরণ করে দিতে চাইছে।
সীতারাম ইয়েচুরি
সীতারাম ইয়েচুরিফাইল চিত্র - সংগৃহীত
Published on

রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানগুলি থেকে জনগণের সঞ্চিত অর্থ দুবার করে লুট করেছে মোদি সরকার। এমনই অভিযোগ করলেন সীতারাম ইয়েচুরি। বুধবার দেশের ব্যাঙ্ক কর্মচারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ নেতা কমরেড আশিস সেনের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান ছিল। সেখানে ইয়েচুরি বলেন, ব্যাঙ্কে জনগণ যে অর্থ সঞ্চয় করেছে, তা কর্পোরেট সংস্থাগুলিকে লুটে নিতে দিয়ে অনাদায়ী ঋণকে এনপিএ ঘোষণা করেছে। তারপর আবার গোটা ব্যাঙ্কিং ব্যবস্থাকেই জলের দরে বেসরকারিকরণ করে দিতে চাইছে।

তাঁর দাবি, দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মালিক দেশের জনগণ। সরকার তার ম্যানেজার। এবার ম্যানেজারই যদি ঠিকমতো কাজ না করে, তাহলে তাকে বদলে ফেলা জনগণের কর্তব্য। ইয়েচুরি বলেন, বহু আন্দোলনের মধ্য দিয়ে ব্যাঙ্কের জাতীয়করণ হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যবস্থা প্রসার ঘটেছে। যখন আশিস সেন সংসদে ভাষণ দেন, তখন দেশের মানুষের অর্থনৈতিক অধিকার প্রসারের জন্য সাংবিধানিক ব্যবস্থাকে আরও উন্নত করা কথা বলতেন। আর এখন স্বাধীনতার ৭৫ বছর পর সেই সংবিধান আক্রান্ত বিজেপি, আরএসএসের হাতে।

প্রবীণ এই বাম নেতা বলেন, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধানকে শক্তিশালী করে অর্থনৈতিক সাম্য এনে ভবিষ্যৎ ভারত গঠনের দিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে কথায় বলেছিল কমিউনিস্টরা। আর আরএসএস-বিজেপি উল্টোদিকে হাঁটছে। সাম্প্রদায়িক এজেন্ডার সঙ্গে যুক্ত হয়েছে কর্পোরেট এজেন্ডা। কর্পোরেট-কমিউনাল আঁতাতে দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা নষ্ট হচ্ছে। জাতীয় সম্পদ লুট হচ্ছে। মিলিওনেয়ারদের সম্পদ বাড়ছে। গরিব আরও গরিব হচ্ছে, বেকার বাড়ছে।

সীতারাম ইয়েচুরি
Union Budget: মহামারীতে অতি মুনাফাকারীদের ওপর বেশি কর নয় কেন? কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রশ্ন ইয়েচুরির

তিনি আরও বলেন, এই কর্পোরেট এজেন্ডা পূরণে যাতে দেশবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে না পারে, তার জন্য সাম্প্রদায়িক বিভাজন কৌশল আনা হয়েছে। তোমার থেকে আমার ঈশ্বর বেশি ভালো, এমন মনোভাব নিয়ে প্রচার করছে বিজেপি। উত্তরপ্রদেশের নির্বাচনে প্রধানমন্ত্রী শ্মশান বনাম কবরস্থান নিয়ে প্রচার করছে। বিজেপি শাসিত রাজ্যে হিজাব, গরু নিয়ে মানুষের মধ্যে ভাগাভাগি হচ্ছে। সংবিধান রাষ্ট্রকে ধর্ম প্রচারের দায়িত্ব দেয়নি। সব ধর্মের মানুষ যাতে নিজের নিজের বিশ্বাসে চলার অধিকার থেকে বঞ্চিত না হয়, তা সুনিশ্চিত করার দায়িত্ব দিয়েছে।

তাঁর কথায়, ট্রেড ইউনিয়ন ধর্মঘট করেছে। মার্চ মাসে আবারও করবে। কৃষকরা দিল্লিতে আন্দোলন করে সরকারকে পিছু হটাতে বাধ্য করেছে। এক্ষেত্রেও তাই হবে।

সীতারাম ইয়েচুরি
মোদী সরকার ২০১৪ থেকে ৬.১১ লক্ষ কোটি টাকা কর্পোরেট ঋণ মকুব করেছে - সীতারাম ইয়েচুরি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in