১০ থেকে ৭ - কমল মোদীর মন্ত্রিসভায় মহিলা সদ্যসের সংখ্যা! কারা রইলেন, কারাই বা বাদ পড়লেন?

People's Reporter: ৭২ জন মন্ত্রীর মধ্যে মহিলা সদ্যসের সংখ্যা সাতজন। গতবার যে সংখ্যাটা ছিল দশ। স্মৃতি ইরানি সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নাম বাদ গেছে মোদীর নতুন মন্ত্রিসভা থেকে।
নির্মলা সীতারমন (বাঁদিকে), অন্নপূর্ণা দেবী (মাঝে) এবং অনুপ্রিয়া প্যাটেল (ডানদিকে)
নির্মলা সীতারমন (বাঁদিকে), অন্নপূর্ণা দেবী (মাঝে) এবং অনুপ্রিয়া প্যাটেল (ডানদিকে) ছবি - সংগৃহীত

রবিবার সন্ধ্যায় গঠিত হল নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভা। ৭২ জন মন্ত্রীর মধ্যে মহিলা সদ্যসের সংখ্যা মাত্র সাতজন। গতবার যে সংখ্যাটা ছিল দশ। স্মৃতি ইরানি সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নাম বাদ গেছে মোদীর নতুন মন্ত্রিসভা থেকে। যোগ হয়েছে বেশ কয়েকটি নতুন নাম।

দেখে নেওয়া যাক মোদীর নতুন মন্ত্রিসভায় মহিলা সদ্যসদের তালিকা –

নির্মলা সীতারমন – বিজেপির রাজ্যসভার সাংসদ তিনি। চলতি লোকসভাতে লড়েননি। ছিলেন অর্থমন্ত্রীর দায়িত্বে। রবিবার পূর্ণমন্ত্রী হিসাবেই শপথ নিলেন তিনি। এই নিয়ে তৃতীয়বার মোদীর মন্ত্রিসভায় মন্ত্রী হলেন নির্মলা সীতারমন।

অন্নপূর্ণা দেবী – ঝাড়খন্ডের অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) সম্প্রদায়ের নেত্রী। ঝাড়খণ্ড এবং অবিভক্ত বিহারের মন্ত্রী ছিলেন তিনি। রবিবার পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন ঝাড়খণ্ডের কোডারমা কেন্দ্রের সাংসদ অন্নপূর্ণা দেবী।  

অনুপ্রিয়া প্যাটেল – উত্তরপ্রদেশের মির্জাপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এনডিএ শরিক আপনা দলের প্রধান অনুপ্রিয়া প্যাটেল। আগের মন্ত্রিসভায় বাণিজ্য বিভাগের প্রতিমন্ত্রী ছিলেন। চলতি বছরও প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি।

রক্ষা খাডসে – মহারাষ্ট্রের প্রবীণ নেতা একনাথ খাডসের পুত্রবধূ তিনি। মহারাষ্ট্রের রাভার কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে তিনবারের সাংসদ তিনি। রবিবার প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি।

সাবিত্রী ঠাকুর – মধ্যপ্রদেশের আদিবাসী নেত্রী তিনি। চলতি লোকসভায় ধার কেন্দ্র থেকে জয়লাভ করেছেন তিনি। রবিবার প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি।

শোভা করন্দলাজে – কর্ণাটকের দু’বারের সাংসদ শোভা করন্দলাজে আগের লোকসভায় কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। নতুন মন্ত্রিসভাতেও প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি।

নিমুবেন বাম্ভনিয়া - গুজরাতের ভাবনগর কেন্দ্র থেকে এ বারের লোকসভা নির্বাচনে সাড়ে চার লক্ষের বেশি ভোটে জিতেছেন নিমুবেন বাম্ভনিয়া। এর আগে ভাবনগরের মেয়র হিসাবে কাজ করেছেন তিনি। রবিবার প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি।

অন্যদিকে, মোদীর নতুন মন্ত্রিসভায় বাদ পড়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম। তাঁর মধ্যে অন্যতম স্মৃতি ইরানি। এবারের লোকসভায় আমেঠি থেকে বিজেপির প্রতীকে লড়েছিলেন তিনি। কিন্তু কংগ্রেসের কিশোরী কুমার শর্মার কাছে পরাজিত হন।

এছাড়া, মোদীর তৃতীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন - ভারতী পওয়ার, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, দর্শনা জরদোশ, মিনাক্ষী লেখি এবং প্রতিমা ভৌমিক।

নির্মলা সীতারমন (বাঁদিকে), অন্নপূর্ণা দেবী (মাঝে) এবং অনুপ্রিয়া প্যাটেল (ডানদিকে)
৭২ জনের মন্ত্রিসভায় যোগীরাজ্যের ১০, বিহারের ৮; বাকি কোন রাজ্যের কত? দেখে নিন সম্পূর্ণ তালিকা
নির্মলা সীতারমন (বাঁদিকে), অন্নপূর্ণা দেবী (মাঝে) এবং অনুপ্রিয়া প্যাটেল (ডানদিকে)
PM Modi: ৭২ জনের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী ৩০, কোন শরিকের ক'টি মন্ত্রিত্ব? দেখে নিন সম্পূর্ন তালিকা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in