রাখি বন্ধন - ভাই বোনের মধ্যে অটুট ভালোবাসা ও অফুরন্ত স্নেহের প্রতীক। বছরের পর বছর ধরে বোনরা তাঁদের ভাইদের হাতে রাখি পরিয়ে তাঁদের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করে। তবে ভাই-বোনের মধ্যে আবেগের এই বন্ধন হাতে পরানো কোনও প্রতীকী সুতোর বাঁধনের চেয়ে অনেক বেশি গভীর। কিন্তু সময় বদলেছে, যুগ পাল্টেছে। আর যুগের সঙ্গে সঙ্গে বদলেছে ভাই-বোনের সম্পর্কের আধুনিকতাও। আজকাল বোনেরা শুধুমাত্র তাঁদের ভাইদের জন্য সুস্থতা কামনাই করেন না, তাঁদের ‘নতুন জীবন’-এর কারণও হয়ে ওঠেন। এমনকি উল্টোটাও খুব স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
আজকাল ভাইবোনেরা শুধুমাত্র পরস্পরের দীর্ঘায়ু কামনা করেই ক্ষান্ত থাকেন না, প্রয়োজনে অঙ্গদান করে তাঁদের নয়া সুস্থ জীবনও দেয়। এমন অনেক ভাইবোনের কাহিনী সংবাদমাধ্যম ও নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেমন বিশাখাপত্তনমের এক ৩৫ বছর বয়সী রাজমিস্ত্রী, গনেশ, বহুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে যায় এবং দীর্ঘদিন ধরে গনেশকে নির্ভর করতে হয় ডায়ালিসিসের উপর। কিন্তু সম্প্রতি তাঁর জীবনদাত্রী হয়ে এগিয়ে এসেছেন গনেশের বড় দিদি, ৪৩ বছর বয়সী চন্দ্রবর্তী। বিশাখাপত্তনমের KIMS-Icon হাসপাতালে নিজের একটি কিডনি দান করে ভাই গনেশকে নতুন জীবন দিলেন ‘লক্ষ্মী’।
একইরকমভাবে, রায়দুর্গের বাসিন্দা ৩৫ বছর বয়সী ভীরাভদ্রের ডানদিকের কিডনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় এগিয়ে আসে তাঁর ২৬ বছর বয়সী বোন গৌতমা। অনন্তপুরের KIMS সাভিরা হাসপাতালে ভর্তি দাদাকে তাঁর একটি কিডনি দান করে দাদার জন্য জীবনের কাণ্ডারি হয়ে উঠেছেন গৌতমা। তেমনই আবার ৪৩ বছর বয়সী শীতল ভাণ্ডারীও কয়েকদিন ধরে ভয়াবহ কিডনির অসুখে ভুগছিলেন। শেষে হায়দ্রাবাদের এশিয়ান ইন্সটিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজিতে শীতলের ছোট ভাই, ৩৭ বছর বয়সী দুশ্মন্থ দিদিকে নিজের কিডনি দান করেন।
আবার, সেকেন্দ্রাবাদের KIMS হাসপাতালে ভর্তি সিকিমের বাসিন্দা ৬০ বছর বয়সী অজিত শর্মা তাঁর ৫৬ বছর বয়সী বোন রমাদেবীর কাছ থেকে একইরকম রাখির উপহার পেলেন। রমাদেবীর তাঁর দাদার জন্য কিডনি দান ওই হাসপাতালের চিকিৎসকেরাও অভিবাদন জানিয়েছেন। এইভাবেই যুগের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে ভাই-বোনের সম্পর্কের সমীকরণ, পাল্টাচ্ছে রাখির উপহার। এই ঘটনাগুলিই বারবার মনে করিয়ে দেয় যে, রাখি শুধুমাত্র একটি উৎসব নয়। এটি প্রত্যেক ভাই-বোনের মধ্যে ভালোবাসা ও স্নেহের একটি প্রতীক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন