Padma Awards: 'উনি গুলাম নন, আজাদ থাকতে চান' - বুদ্ধবাবুর প্রশংসা, দলীয় নেতাকে খোঁচা জয়রাম রমেশের

কেন্দ্রের পদ্ম-সম্মান ফিরিয়ে দেওয়ার বুদ্ধদেব ভট্টাচার্যের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে নিজের দলের নেতা গুলাম নবি আজাদকে কটাক্ষ করলেন সিনিয়র কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
গুলাম নবি আজাদ, বুদ্ধদেব ভট্টাচার্য, জয়রাম রমেশ
গুলাম নবি আজাদ, বুদ্ধদেব ভট্টাচার্য, জয়রাম রমেশফাইল ছবি সংগৃহীত
Published on

কেন্দ্রের পদ্ম-সম্মান ফিরিয়ে দেওয়ার বুদ্ধদেব ভট্টাচার্যের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে নিজের দলের নেতা গুলাম নবি আজাদকে কটাক্ষ করলেন সিনিয়র কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর কথায়, বুদ্ধদেব ভট্টাচার্য 'গোলাম নয়, আজাদ থাকতে চান।'

মঙ্গলবার এবছরের পদ্ম-সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্র সরকার। দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার - পদ্মভূষণ প্রাপকের তালিকায় নাম রয়েছে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ এবং সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যর। বিজেপি সরকারের কাছ থেকে পাওয়া এই সম্মান গুলাম নবি আজাদ গ্রহণ করলেও, তৎক্ষণাৎ সবিনয়ে তা প্রত‍্যাখ‍্যান করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিবৃতি দিয়ে জানিয়েছেন, 'যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে, তাহলে আমি তা প্রত‍্যাখ‍্যান করছি।'

বুদ্ধদেব ভট্টাচার্যের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। ট‍্যুইটারে তিনি লেখেন, "সঠিক সিদ্ধান্ত। উনি স্বাধীন থাকতে চান, গুলাম নয়।"

এর কয়েক মিনিট আগে প্রাক্তন আমলা পি এন হাসকরের পদ্ম সম্মান প্রত‍্যাখ‍্যান নিয়ে লেখা বইয়ের একটি পৃষ্ঠার ছবি শেয়ার করেন তিনি। ক‍্যাপশনে তিনি লেখেন, "১৯৭৩ সালে জানুয়ারি মাসে আমাদের দেশের সবথেকে শক্তিশালী সরকারি কর্মচারীকে বলা হয়েছিল যে, প্রধানমন্ত্রীর দপ্তরের কাজ ছাড়ায় তাঁকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হচ্ছে। এখানে এই প্রসঙ্গে পি এন হাসকরের প্রতিক্রিয়া রয়েছে। এটি ক্লাসিক এবং অনুকরণযোগ‍্য‌।"

এই ঘটনায় কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ফের একবার প্রকাশ‍্যে চলে এসেছে। জয়রাম রমেশ কটাক্ষ করলেও পদ্ম পুরস্কার পাওয়ায় গুলামকে অভিনন্দন জানিয়েছেন অপর কংগ্রেস নেতা শশী থারুর।

গুলাম নবি আজাদ, বুদ্ধদেব ভট্টাচার্য, জয়রাম রমেশ
সন্ধ্যা মুখার্জি, বুদ্ধদেব ভট্টাচার্যের পর কেন্দ্রের পদ্ম সম্মান ফেরালেন পন্ডিত অনিন্দ্য চ্যাটার্জি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in