এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পেগাসাস সংক্রান্ত খবর প্রকাশিত হবার আরও একবার মাথা চাড়া দিলো নজরদারি বিতর্ক। শনিবার কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলা হয়েছে, মোদি সরকার পুরো ঘটনার সাথে জড়িত এবং বিরোধীদের ওপর নজরদারি চালিয়েছে, যা রাষ্ট্রদ্রোহিতা।
সাংবাদিক সম্মেলনে রাজ্যসভার বিরোধী দলনেতা, মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা যৌথভাবে বলেন, নজরদারি চালানো "রাষ্ট্রদ্রোহের কাজ"। "মোদি সরকার ইসরায়েলি নজরদারি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে বেআইনি, অসাংবিধানিক ভাবে নজরদারি ও গুপ্তচরবৃত্তির র্যাকেটের নিয়ন্ত্রক এবং নির্বাহক। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি নিজে এই ঘটনায় জড়িত!" তাঁরা বলেন, "এটি গণতন্ত্রের নির্লজ্জ অপহরণ' এবং 'একটি রাষ্ট্রদ্রোহী কাজ'।"
সুরজেওয়ালা বলেছেন, মোদি সরকার ২০১৭ সালে "সেন্ট্রপিসেস" হিসাবে পেগাসাস স্পাইওয়্যার এবং অন্যান্য সামরিক প্রযুক্তি কিনেছিল। একটি প্যাকেজের মাধ্যমে " প্রায় $২ বিলিয়ন মূল্যের অস্ত্র এবং গোয়েন্দা নজরদারি সরঞ্জাম" কেনা হয়েছিলো প্রধানমন্ত্রী মোদির ইসরায়েল সফরের সময়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে ২০১৭-১৮ সালে জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের (এনএসসিএস) এনএসএ রিপোর্টিং বাজেট ৩৩ কোটি টাকা থেকে বেড়ে ৩৩৩ কোটি টাকা হয়৷
তিনি বলেন, মোদী সরকার রাহুল গান্ধী এবং তাঁর কর্মীদের উপর নজরদারি ও গুপ্তচরবৃত্তির জন্য পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করেছে। যে তালিকায় আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং কুমারস্বামী; প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া; বিজেপির ক্যাবিনেট মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল, তাঁর স্ত্রী এবং কর্মচারী; বর্তমান আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তার স্ত্রী; কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি; সাংসদ অভিষেক ব্যানার্জি; ভিএইচপি-র প্রাক্তন প্রধান প্রবীণ তোগাড়িয়া এবং অন্যরা।
কংগ্রেসের অভিযোগ, শুধু তাই নয়, পেগাসাস স্পাইওয়্যার টার্গেট তালিকায় সুপ্রিম কোর্টের বিচারকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে; ভারতের নির্বাচন কমিশন; সিবিআই ডিরেক্টর, অ্যাডভোকেট, অ্যাক্টিভিস্ট এমনকি বিশিষ্ট মিডিয়া সংস্থার সাংবাদিকরাও এই নজরদারির শিকার।
কংগ্রেস মোদী সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করার জন্য অভিযুক্ত করেছে। উল্লেখ্য, শীর্ষ আদালত সন্দেহজনক এই সফ্টওয়্যার কেনা এবং ব্যবহার নিয়ে সরাসরি প্রশ্ন করেছিল।
- with IANS inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন