Rail Accident: গত এক দশকে রেল দুর্ঘটনা - এক নজরে

ফ্যাক্টলি-র তথ্য অনুসারে ১৯৬০-৬১ থেকে ২০২১-২২-এর মধ্যে ২৯,৫৫৯টি ট্রেন লাইনচ্যুত হবার ঘটনা ঘটেছে। ৪৯৯০টি দুর্ঘটনা ঘটেছে লেভেল ক্রসিং-এ।
বালাসোরের কাছে করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা
বালাসোরের কাছে করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা ছবি - দীপক সিং-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

ভারতে প্রতি বছরেই বহু সংখ্যায় রেল দুর্ঘটনা ঘটে। স্ট্যাসিস্টা ২০২৩-এর তথ্য অনুসারে ২০১৪ সালে ভারতে ১১৭টি রেল দুর্ঘটনা ঘটেছিল। ২০১৫ সালে তা বেড়ে হয় ১৩১। এরপর ২০১৬ তে ১০৬, ২০১৭তে ১০৩, ২০১৮তে ৭২, ২০১৯-এ ৫৯, ২০২০ তে ৫৪, ২০২১-এ ২১ এবং ২০২২-এ ৩৪টি রেল দুর্ঘটনা ঘটেছে। যদিও ২০১১ থেকে ২০২৩-এর মধ্যে বেশ কিছু বড়ো রেল দুর্ঘটনা ঘটেছে।

ফ্যাক্টলি-র তথ্য অনুসারে ১৯৬০-৬১ থেকে ২০২১-২২-এর মধ্যে ২৯,৫৫৯টি ট্রেন লাইনচ্যুত হবার ঘটনা ঘটেছে। ৪৯৯০টি দুর্ঘটনা ঘটেছে লেভেল ক্রসিং-এ। ২,৪২০টি ট্রেন সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১,৬২০টি ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বড়ো আকারের রেল দুর্ঘটনা -

৭ জুলাই, ২০১১ - উত্তর প্রদেশের ইটা জেলার কাছে ছাপড়া-মথুরা এক্সপ্রেস-এর সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। যে ঘটনায় ৬৯ জন প্রাণ হারান এবং বহু মানুষ গুরুতর আহত হন। রাত ১টা ৫৫ মিনিটে এক রক্ষীহীন ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটেছিল।

৩০ জুলাই, ২০১২ তারিখে, নেলোরের কাছে দিল্লি-চেন্নাই তামিলনাড়ু এক্সপ্রেসের একটি কামরায় আগুন লেগে ৩০ জনেরও বেশি যাত্রীর মৃত্যু হয়।

২৬ মে, ২০১৪ তারিখে, উত্তরপ্রদেশের সন্ত কবির নগর এলাকায়, গোরখপুরের দিকে রওনা হওয়া গোরখধাম এক্সপ্রেস খলিলাবাদ স্টেশনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক মালগাড়িকে ধাক্কা মারে এবং যার ফলে ২৫ জনের মৃত্যু হয় এবং ৫০ জনেরও বেশি আহত হয়।

২০শে মার্চ, ২০১৫ তারিখে দেরাদুন থেকে বারাণসীগামী জনতা এক্সপ্রেস রায়বেরেলির বাচরাওয়ান রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের ইঞ্জিন এবং দুটি সংলগ্ন বগি লাইনচ্যুত হলে ৩০ জনেরও বেশি লোক মারা যায় এবং প্রায় ১৫০ জন আহত হয়।

২০ নভেম্বর, ২০১৬-এ ইন্দোর-পাটনা এক্সপ্রেস কানপুরের পুখরায়ানের কাছে লাইনচ্যুত হয়। যে দুর্ঘটনায় কমপক্ষে ১৫০ জন যাত্রী নিহত হয় এবং ১৫০ জনেরও বেশি আহত হয়।

১৯ আগস্ট, ২০১৭-এ, হরিদ্বার এবং পুরীর মধ্যে চলমান কলিঙ্গ উৎকল এক্সপ্রেস উত্তরপ্রদেশের মুজাফফরনগরের খাতৌলির কাছে এক দুর্ঘটনায় পড়ে। যে ঘটনায় ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে ২১ যাত্রী নিহত এবং ৯৭ জন আহত হন।

২৩ আগস্ট, ২০১৭-এ দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেসের নয়টি বগি উত্তরপ্রদেশের আউরিয়ার কাছে লাইনচ্যুত হয়, যার ফলে কমপক্ষে ৭০ জন আহত হয়।

১৩ জানুয়ারী, ২০২২-এ, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের কমপক্ষে ১২টি বগি লাইনচ্যুত হয়। যাতে ৯ জন মারা যায় এবং ৩৬ জন আহত হয়।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in