দেশের বড় বড় রেলস্টেশনগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সহ 3D সেলফি পয়েন্ট তৈরি করা হয়েছে ভারতীয় রেলওয়ের তরফ থেকে। এই প্রতিটি সেলফি পয়েন্ট তৈরি করতে ৬ লাখ ২৫ হাজার টাকা খরচ করেছে রেল। সম্প্রতি এক আরটিআই-এর উত্তরে একথা জানা গেছে।
এছাড়াও বিভিন্ন রেল স্টেশনে প্রধানমন্ত্রীর ছবিসহ অস্থায়ী সেলফি বুথও তৈরি করা হয়েছে। এই অস্থায়ী সেলফি বুথ পিছু ১ লাখ ২৫ হাজার টাকা খরচ করা হয়েছে।
অজয় বোস নামের এক অবসরপ্রাপ্ত রেলওয়ে অফিসার RTI-এর অধীনে এই সেলফি পয়েন্টের বিষয়ে জানতে চেয়েছিলেন। সেই আরটিআই-এর জবাবে সেন্ট্রাল রেলওয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার অভয় মিশ্র জানিয়েছেন, মুম্বাই, ভুসাওয়াল। , নাগপুর, পুনে এবং সোলাপুর – এই পাঁচটি বিভাগের ৫০ টি রেল স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3D সেলফি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছত্রপতি শিবাজি টার্মিনাস, কল্যাণ, বেতুল সহ ৩০টি জায়গায় অস্থায়ী সেলফি পয়েন্ট করা হবে। এই স্টেশনগুলিকে ‘ক্যাটাগরি এ’ হিসেবে চিহ্নিত। এবং ২০টি ক্যাটাগরি সি স্টেশন যেমন কারজাত, কাসারা, লাতুর, কোপারগাঁওয়ে স্থায়ী সেলফি পয়েন্ট করা হবে।
আরটিআই-এর উত্তরে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন এই প্রতিটি কাজের জন্য অর্থ অনুমোদন করেছে। সি ক্যাটাগরির স্টেশনে প্রতিটি স্থায়ী 3ডি সেলফি বুথের জন্য ৬ লাখ ২৫ হাজার টাকা এবং এ ক্যাটাগরির স্টেশনের প্রতিটি অস্থায়ী 3ডি সেলফি বুথের জন্য ১ লাখ ২৫ হাজার টাকা করে অনুমোদন করা হয়েছে।
এই সব সেলফি বুথের জন্য মোট ১ কোটি ৬২ লক্ষ টাকা খরচ হবে ভারতীয় রেলের। এর মধ্যে স্থায়ী বুথের জন্য খরচ হবে ১ কোটি ২৫ লক্ষ এবং অস্থায়ী বুথের জন্য খরচ হবে ৩৭ লাখ।
এই আরটিআই রিপোর্টকে হাতিয়ার করে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিরোধীরা। অর্থের বেলাগাম অপব্যয় বলে দাবি তাঁদের। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজের এক্স হ্যান্ডেলে এই আরটিআই রিপোর্ট শেয়ার করে লিখেছেন, “এর আগে আমাদের সাহসী সৈন্যদের আত্মবলিদানকে ব্যবহার করে সেনাবাহিনীকে ৮২২ টি জায়গায় মোদীজির একটি বিশেষ কাটআউট লাগানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এটি এমন সময়ে করা হয়েছিল যখন বিভিন্ন রাজ্যে খরা এবং বন্যা হয়েছি, কিন্তু সরকার সেখানে ত্রাণ সরবরাহ করেনি। বিরোধী-শাসিত রাজ্যগুলির জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের তহবিলও মুলতুবি রয়েছে এখনও।“
এই 3ডি সেলফি বুথগুলি টেকসই 3D ফাইবার ভাস্কর্য, এক্রাইলিক বোর্ড, গ্লাস দিয়ে তৈরি করা হচ্ছে। সাথে মামানসই এলইডি আলো ঠাকছে। বুথগুলিতে প্রধানমন্ত্রীর ছবি সহ কেন্দ্র সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন স্কিল ইন্ডিয়া, উজ্জ্বলা যোজনা এবং চন্দ্রযান মিশনের কথা তুলে ধরা হয়েছে।
মধ্য রেলওয়ের পাশাপাশি উত্তর, দক্ষিণ, পশ্চিম রেলওয়ের বিভিন্ন স্টেশনেও এই সেলফি বুথ তৈরির কাজ শুরু হয়েছে। একাধিক স্টেশনে একের বেশিও সেলফি বুথ তৈরি করা হচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন