RG Kar Case: আরজি কর কান্ডের প্রতিবাদে রবিবারও রাজ্যজুড়ে পথে নামছে জনতা, মিছিল চিকিৎসক সংগঠনেরও

People's Reporter: আগামী ৯ সেপ্টেম্বর সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর কান্ডের পরবর্তী শুনানির আগে আরও একবার রাস্তায় নামতে চলেছে চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস।
গত ৪ সেপ্টেম্বর রাতে শ্যামবাজারে বিক্ষোভ
গত ৪ সেপ্টেম্বর রাতে শ্যামবাজারে বিক্ষোভনিজস্ব চিত্র
Published on

আগামী ৯ সেপ্টেম্বর সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর কান্ডের পরবর্তী শুনানির আগে আরও একবার রাস্তায় নামতে চলেছে চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। রবিবার বিকেল ৩টে নাগাদ এনআরএস মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত চিকিৎসকদের সংগঠনের ডাকে এই মহামিছিল হবে বলে জানা গেছে।

আগামীকাল ৯ সেপ্টেম্বর আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও হত্যাকান্ডের এক মাস পূর্ণ হবে। এই ঘটনা প্রসঙ্গে চিকিৎসকদের অভিযোগ, সিবিআই তদন্তে এখনও পর্যন্ত কোনও দিশা দেখা যায়নি। গত ৫ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবার কথা থাকলেও মাননীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অসুস্থতার কারণ তা পিছিয়ে যায়। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামীকাল।

রবিবারের মিছিল প্রসঙ্গে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে, আরজি কর কান্ডে সুবিচারের দাবিতে আওয়াজ আরো জোরালো আওয়াজ তুলতে আজ তাদের মিছিল। এই মিছিলে সিনিয়ার চিকিৎসক সহ রাজ্যের সমস্ত স্তরের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জনসাধারণ, মেডিকেল ছাত্র ও তাঁদের অভিভাবকদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, ক্লাব, সংগঠন যাঁরা গত এক মাস ধরে ‘অভয়া’র বিচারের দাবিতে শেষ এক মাস ধরে রাস্তায় নেমেছেন তাঁদেরকেও এই কর্মসূচিতে যোগদান করার আহ্বান জানানো হয়েছে।

আরজি কর কান্ডে ন্যায় বিচার চেয়ে এদিন চিকিৎসকদের মিছিলের পাশাপাশি দিনভর শহর জুড়ে একাধিক কর্মসূচি হবার কথা। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে বাম ছাত্র যুব মহিলা সংগঠনের লাগাতার ধর্নার পাশাপাশি বিকেল ৪ টেয় কলকাতার হেদুয়া থেকে কলেজস্ট্রীট পর্যন্ত এক মিছিলের ডাক দিয়েছেন শহরের রিকশাচালকরা।

এছাড়াও রাত ৮টায় সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার রাস্তা জুড়ে এক দীর্ঘ মানব বন্ধনের ডাক দিয়েছে একাধিক সংগঠন। এদিনই রাত ৯টায় গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত রাস্তায় নেমে ছবি এঁকে প্রতিবাদের ডাক দিয়েছে যাদবপুর আর্টিস্ট ফোরাম এবং আর্টিস্টস ফর হিউম্যানিটি। এছাড়াও রাজ্যের বিভিন্ন অঞ্চলে আগামীকালের শুনানিকে সামনে রেখে একাধিক জায়গায় আরজি কর কান্ডের বিচার চেয়ে রাস্তায় নামার ডাক দেওয়া হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর রাতে শ্যামবাজারে বিক্ষোভ
RG Kar Case: 'বিচারহীন একমাস!' - পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে ৯ সেপ্টেম্বর লালবাজার অভিযান CPIM-র
গত ৪ সেপ্টেম্বর রাতে শ্যামবাজারে বিক্ষোভ
RG Kar Case: 'চলুন দেখা করে আসি' - '(অ)সুস্থ' টালা থানার ওসিকে দেখতে অভিনব মিছিল কলকাতায়

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in