Sensex & Nifty: শেয়ার বাজারে পতন অব্যাহত, এই নিয়ে একটানা ৬ দিন

People's Reporter: গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বাজারের পতন এদিনও অব্যাহত। বিগত ৬ দিনে নিফটি ৫০ ও সেনসেক্সে পতন ঘটেছে প্রায় ৫%। বৃহস্পতিবারেই বাজারে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ ৩ লক্ষ কোটি টাকা।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত
Published on

শেয়ার বাজারে ধসের ধারা অব্যাহত। গত ৬ দিন ধরে একটানা পতন ঘটে চলেছে শেয়ার বাজারে। বৃহস্পতিবারও বড়ো হারে পতনের সাক্ষী রইলো সেনসেক্স ও নিফটি। ১৩টি প্রধান সূচকের সব কটিতেও পতন ঘটেছে। প্রথম সারির ব্যাঙ্ক, আইটি ক্ষেত্রের শেয়ারের দাম পড়েছে ১ থেকে ১.৫ শতাংশ। এছাড়াও আদানি গ্রুপের সমস্ত শেয়ারের দাম ২ থেকে ৬ শতাংশ পড়েছে।

গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বাজারের পতন এদিনও অব্যাহত থেকেছে। বিগত ৬ দিনে নিফটি ৫০ এবং সেনসেক্সে পতন ঘটেছে প্রায় ৫ শতাংশ। শুধুমাত্র বৃহস্পতিবারের শেয়ার বাজারে বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে ৩ লক্ষ কোটি টাকা। বিগত ৬ দিনে বাজারের মোট মূল্য ৩২৮.৮ লক্ষ কোটি টাকা থেকে ৩০৬.৩ কোটি টাকায় পৌঁছে গেছে। অর্থাৎ এই ক’দিনে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২২.৫ লক্ষ কোটি টাকা।

এদিনের বাজারে আদানি গ্রুপের শেয়ারের দামে পতন ছাড়াও বড়ো হারে পতন হয়েছে টেক মাহিন্দ্রার শেয়ারের দামে। গত ১৬ বছরে মধ্যে এবারই প্রথম টেক মাহিন্দ্রার লাভের অঙ্ক বড়ো আকারে কমেছে। যার ফলে এদিন এই সংস্থার শেয়ারের দামে পতন হয়েছে প্রায় ৩ শতাংশ।

আদানি গোষ্ঠী প্রসঙ্গিত সাম্প্রতিক বিতর্কের জেরে এদিন আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম নেমেছে ৩.৫ শতাংশ। নিফটিতে সর্বাধিক লোকসানকারীদের তালিকায় শীর্ষে ছিল আদানি এন্টারপ্রাইজের শেয়ার।

এছাড়াও বৃহস্পতিবার রিয়েলিটি ক্ষেত্রে শেয়ারের দাম পড়েছে ২ শতাংশ এবং পাবলিক সেক্টর ব্যাঙ্কের শেয়ারের দাম পড়েছে ১ শতাংশ। স্মল ক্যাপ এবং মিড ক্যাপ শেয়ারের দামেও যথাক্রমে ৩ এবং ২ শতাংশ পতন ঘটেছে।

বুধবার বাজার বন্ধ হবার সময় সেনসেক্স ছিল ৬৪,০৪৯.০৬ পয়েন্টে। বৃহস্পতিবার বাজার বন্ধের সময় সেনসেক্স ৯০০.৯১ পয়েন্ট নেমে পৌঁছেছে ৬৩,১৪৮.১৫ পয়েন্টে। এদিনের ডে হাই ছিল ৬৩,৭৭৪.১৬ পয়েন্ট এবং ডে লো ছিল ৬৩,০৯২.৯৮।

নিফটির ক্ষেত্রে গতকাল যা বন্ধ হয়েছিল ১৯,১২২.১৫ পয়েন্টে এদিন তা ২৬৪.৯০ পয়েন্ট নেমে বন্ধ হয়েছে ১৮,৮৫৭.২৫ পয়েন্টে। নিফটিতে এদিনের ডে হাই ১৯,০৪১.৭০ এবং ডে লো ১৮,৮৩৭.৮৫ পয়েন্ট।

ভারতীয় টাকার ক্ষেত্রে ডলারের অনুপাতে এদিন ৬ পয়সা নেমে দাম দাঁড়িয়েছে ৮৩.২৩ টাকা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in