কেন্দ্রীয় সরকারের অনলাইন RTI (Right To Information) পোর্টাল থেকে উধাও হয়ে গেল প্রায় কয়েক লক্ষ আবেদন। তার সঙ্গেই হারিয়ে গেল বিগত কয়েকবছরের তথ্য। সর্বভারতীয় সংবাদপত্র ‘The Hindu’-তে এই খবর প্রকাশিত হয়েছে। পাশাপাশি দেশের বেশ কয়েকজন RTI আবেদনকারী এই খবরটি নিশ্চিত করেছেন। তবে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (DoPT)-এর অধীনে থাকা এই পোর্টালের তথ্য হারিয়ে যাওয়া নিয়ে ওই সংবাদপত্রের করা প্রশ্নের কোনও জবাব দেয়নি DoPT-এর আধিকারিকরা।
কেন্দ্রীয় সরকারের এই অনলাইন RTI পোর্টালটিতে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আওতায় দেশের যেকোনো নাগরিক সরকারের যেকোনো নীতি, সিদ্ধান্ত, পরিকল্পনা, প্রকল্প নিয়ে জানতে চেয়ে আবেদন করতে পারেন। তার জন্য এই পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং যে কেউ এই অ্যাকাউন্ট খুলে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য যেকোনো অনলাইন টাকা পাঠানোর অ্যাপ থেকে মাত্র ১০ টাকা পাঠাতে হয়। তবে সরকারের কাছে কিছু জানতে চাওয়ার আরও একটি পথ রয়েছে। যার জন্য চিঠি লিখে পোস্টাল চেকের সঙ্গে সেই চিঠি মেইল করতে হয়।
কেন্দ্রের ওই অনলাইন পোর্টালে বিহারের এক RTI কর্মী কানহাইয়া কুমার সবার আগে এই গরমিল প্রকাশ্যে আনেন। তিনি জানিয়েছেন ২০২১ সালের জানুয়ারি মাসে ওই পোর্টালে অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি। তারপর থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত তাঁর করা আবেদনগুলির মধ্যে প্রায় কয়েকশো আবেদনের আর কোনও অস্তিত্বই নেই ওই পোর্টালে।
The Hindu-তে প্রকাশিত খবর অনুযায়ী, ২০১৩ সালে কেন্দ্রীয় সরকারের তরফে ওই RTI পোর্টাল তৈরি হওয়ার পর থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ৫৮.৩ লক্ষ আবেদন জমা পড়েছে। এবং আবেদনের সংখ্যা দিনে দিনে আরও বাড়ছে বলেও জানানো হয়েছে ওই রিপোর্টে। কেবল ২০২২ সালেই ওই পোর্টালে সরকারের নীতি, পরিকল্পনা বা সিদ্ধান্ত নিয়ে জানতে চেয়ে আবেদন পড়েছে প্রায় ১২.৬ লক্ষ। প্রসঙ্গত, এই RTI পোর্টালটির রক্ষণাবেক্ষণ করে কেন্দ্রের National Informatics Centre (NIC)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন