Shinzo Abe: শুধু শিনজো আবেই নন, জাপানে আততায়ীর হাতে নিহত আরও ৫ প্রধানমন্ত্রীর তালিকা

তাৎপর্যপূর্ণভাবে শিনজো আবেই প্রথম জাপানী প্রধানমন্ত্রী নন যিনি আততায়ীর হাতে নিহত হলেন। এর আগে জাপানের আরও ৫ জন প্রধানমন্ত্রী আততায়ীর হাতে নিহত হয়েছেন। এক নজরে দেখে নেওয়া নাক তাঁদের নাম।
জাপানে আততায়ীর হাতে নিহত ৬ প্রধানমন্ত্রী
জাপানে আততায়ীর হাতে নিহত ৬ প্রধানমন্ত্রীফাইল ছবি, গ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

শুক্রবার সকালে নির্বাচনী প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। গুরুতর আহত আবেকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর।

তাৎপর্যপূর্ণভাবে শিনজো আবে-ই প্রথম জাপানী প্রধানমন্ত্রী নন যিনি আততায়ীর হাতে নিহত হলেন। এর আগে জাপানের আরও ৫ জন প্রধানমন্ত্রী আততায়ীর হাতে নিহত হয়েছেন। এক নজরে দেখে নেওয়া নাক তাঁদের নাম।

১) ইতো হিরোবুমি - ২৬ অক্টোবর ১৯০৯ (হারবিন রেলওয়ে স্টেশনে অ্যান জুং গিউন নামের এক ব্যক্তি গুলি করে হত্যা করেন)।

ইতো হিরোবুমি
ইতো হিরোবুমি ফাইল ছবি, উইকিপিডিয়ার সৌজন্যে

২) হারা তাকাশি – ৪ নভেম্বর, ১৯২১ (আততায়ীর নাম নাকাওকা কোনিচি তাঁকে ছুরি মেরে হত্যা করেন।)

হারা তাকাশি
হারা তাকাশিফাইল ছবি - দ্য জাপান টাইমসের সৌজন্যে

৩) হামাগুচি ওশাচি – ১৪ নভেম্বর ১৯৩০ তাঁর ওপর হামলা করে সাগোয়া টোমিও নামের এক ব্যক্তি। যে আঘাতের কারণে ৯ মাস পরে তাঁর মৃত্যু হয়।

হামাগুচি ওশাচি
হামাগুচি ওশাচিছবি উইকিপিডিয়ার সৌজন্যে

৪) তাকাহাসি কোরেকিও – ২৬ ফেব্রুয়ারি, ১৯৩৬ (সামরিক বাহিনীর হাতে মৃত্যু হয়েছিল)।

তাকাহাসি কোরেকিও
তাকাহাসি কোরেকিওছবি উইকিপিডিয়ার সৌজন্যে

৫) ইনুকাই সুয়োশি – ১৫ মে, ১৯৩২ (১১জন জুনিয়র অফিসার তাঁকে হত্যা করেন)

ইনুকাই সুয়োশি
ইনুকাই সুয়োশিছবি উইকিপিডিয়ার সৌজন্যে

৬) শুক্রবার ৮ জুলাই নিহত হয়েছেন শিনজো আবে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in