আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরকারি পুরস্কার ফেরাচ্ছেন রাজ্যের বিশিষ্ট লেখক, অভিনেতা, সুরকার, ক্রীড়াবিদ, চিত্রকরেরা। তালিকায় রয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় দীপু ঘোষ থেকে শুরু করে অভিনেতা সুপ্রিয় দত্ত। সকলেই আর জি কর কাণ্ড নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় হতাশ।
৮৫ বছর বয়সী দীপু ঘোষ রাজ্যের বর্তমান পরিস্থিতিতে বিরক্ত। রাজ্য সরকারের দেওয়া গৌরব পুরস্কার ফেরত দেওয়ার কথা জানিয়েছেন এই ব্যাডমিন্টন খেলোয়াড়। পুরস্কারের সঙ্গে পাওয়া ১ লক্ষ টাকাও ফেরাতে চান তিনি। উল্লেখ্য, দেশের হয়ে বহুবার আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছেন তিনি। সাতবার জাতীয় চ্যাম্পিয়নও হয়েছেন দীপু।
অন্যদিকে, আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকারের চারুকলা পর্ষদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন বিশিষ্ট চিত্রকর সনাতন দিন্দা। তিনি জানিয়েছেন, “আমি একজন সহ নাগরিক, একজন পিতা হিসাবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।“
আর জি কর কাণ্ডের প্রতিবাদে চারুকলা পর্ষদের পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিত্রশিল্পী প্রদোষ পালও। বর্তমানে কলকাতার বাইরে রয়েছেন তিনি। শহরে ফিরে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করবেন তিনি।
অন্যদিকে, রাজ্য সরকারের বাংলা অ্যাকাডেমি প্রদত্ত সোমেন চন্দ স্মারক পুরস্কার ফেরালেন সাহিত্যিক শমীক ঘোষ। উল্লেখ্য, ২০১৯ সালে শমীক ঘোষ এই পুরস্কার পান। অ্যাকাডেমি সচিবের কাছে পাঠানো বার্তায় সাহিত্যিক জানিয়েছেন, “আর জি করের নারকীয় ঘটনা এবং তার পরবর্তী সময়ে রাজ্য প্রশাসনের ভুমিকায় আমি গভীর ভাবে ব্যাথিত। পাশাপাশি, আন্দোলনরত জুনিয়র ডাক্তার এবং জনসাধারণের প্রতি রাজ্য সরকারের ব্যবহারের তীব্র নিন্দা জানাই।“
এছাড়া, শম্ভু মিত্র পুরস্কার ফিরিয়ে দিয়ে তথ্য ও সংস্কৃতি সচিবকে চিঠি দিয়েছেন বিশিষ্ট সুরকার শুভদীপ গুহ। ২০২১ সালে পাওয়া ‘পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার’ ফিরিয়ে দিয়েছেন অভিনেতা সুপ্রিয় দত্ত।
অন্যদিকে, জানা যাচ্ছে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে আগাম ৭ সেপ্টেম্বর সারারাত্রীব্যাপী নাটকের আয়োজন করেছে ‘ইচ্ছেমতো’ নাটকের দল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন