Sri Lanka: শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী বাম প্রার্থী আনুরা দিশানায়েকে, এক নজরে জেলাভিত্তিক ফল

People's Reporter: দ্বিতীয় পছন্দের ভোট গণনায় এগিয়ে সাজিথ প্রেমদাসা। দ্বিতীয় পছন্দের ভোট গণনায় সাজিথ প্রেমদাসা পেয়েছেন ১,৬৭,৮৬৭ ভোট এবং আনুরা দিশানায়েকে পেয়েছেন ১,০৫,২৬৪ ভোট। ২২ টি জেলাতেই তিনি এগিয়ে।
শ্রীলঙ্কায় আনুরা দিশানায়েকের নির্বাচনী প্রচার
শ্রীলঙ্কায় আনুরা দিশানায়েকের নির্বাচনী প্রচারফাইল ছবি - আনুরা দিশানায়েকের এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

শ্রীলঙ্কার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে মার্কসবাদী-লেনিনবাদী নেতা আনুরা কুমারা দিশানায়েকেকে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণা করলো। সংবাদসংস্থা এএফপি-র তথ্য অনুসারে, কমিশন তার ওয়েবসাইটে জানিয়েছে যে শনিবারের নির্বাচনে ৫৫ বছর বয়সী দিশানায়েকে ৪২.৩১ শতাংশ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন। বিরোধী নেতা সজিথ প্রেমাদাসা দ্বিতীয় স্থানে এবং রণিল বিক্রমাসিংহে তৃতীয় স্থানে আছেন। সোমবার রাষ্ট্রপতি পদে শপথ নিতে পারেন দিশানায়েকে।

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে মোট নিবন্ধীকৃত ভোটারের সংখ্যা ছিল ১,৭১,৪০,৩৫৪। যার মধ্যে ভোট দিয়েছিলেন ১,৩৬,১৯,৯১৬ জন (৭৯.৪৬%)। এর মধ্যে বাতিল হয়েছে ৩,০০,৩০০ ভোট (২.২%) এবং বৈধ ভোট ১,৩৩,১৯,৬১৬ (৯৭.৮%)। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৩৮ জন।

শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন মার্কসবাদী লেনিনবাদী দল জনতা বিমুক্তি পেরামুনার (JVP) নেতা আনুরা কুমারা দিশানায়েকে। তিনি ন্যাশনাল পিপলস পাওয়ার (NPP) জোটের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

যদিও প্রথম পছন্দের ভোটে কোনও প্রার্থীই ৫০ শতাংশ বা তার বেশি ভোট না পাওয়ায় এখন দ্বিতীয় পছন্দের ভোট গণনা চলছে। যেখানে অনেকটাই এগিয়ে সাজিথ প্রেমদাসা। প্রথম গণনার ফলাফলের সঙ্গে এই ভোট যোগ করে চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে।

শেষ পাওয়া খবর অনুসারে,দ্বিতীয় পছন্দের ভোট গণনায় এখনও পর্যন্ত সাজিথ প্রেমদাসা পেয়েছেন ১,৬৭,৮৬৭ ভোট এবং আনুরা দিশানায়েকে পেয়েছেন ১,০৫,২৬৪ ভোট। যেখানে ২২টি জেলার মধ্যে ২২টিরই ফলাফল সামনে এসেছে। যার সবকটিতেই এগিয়ে ছিলেন সাজিথ প্রেমদাসা।

উল্লেখযোগ্যভাবে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেও তামিল এবং মুসলিম অধ্যুষিত ভান্নি এবং জাফনাতে ভোটের হিসেবে প্রথম তিন জন প্রার্থীর মধ্যে আনুরা কুমারা দিশানায়েকে নেই। এছাড়াও অধিকাংশ তামিল অধ্যুষিত জেলাতেই তিনি দ্বিতীয় স্থানে আছেন। যদিও সিংহলি অধ্যুষিত জেলাগুলির ক্ষেত্রে তিনি প্রথম স্থানে আছেন।

দ্বীপরাষ্ট্রের ২২টি জেলার ভোটের ফলাফল অনুসারে ১৫টি জয়ী হয়েছেন জেভিপি প্রার্থী আনুরা দিশানায়েকে। যিনি এনপিপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অন্যদিকে ৭টি জেলায় জয়ী হয়েছেন সাজিথ প্রেমদাসা।

ফলাফল অনুসারে আনুরা কুমার দিশানায়েকে পেয়েছেন ৫৬,৩৪,৯১৫ ভোট (৪২.৩১%)। সাজিথ প্রেমদাসা পেয়েছেন ৪৩,৬৩,০৩৫ ভোট (৩২.৭৬%)। রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ২২,৯৯,৭৬৭ ভোট (১৭.২৭%) এবং নামাল রাজাপক্ষে পেয়েছেন ৩,৪২,৭৮১ ভোট (২.৫৭%)।

ভান্নি জেলায় সাজিথ প্রেমদাসা পেয়েছে ৯৫,৪২২ ভোট এবং রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ৫২,৫৭৩ ভোট। তৃতীয় স্থানে আরিয়াম পেয়েছেন ৩৬,৩৭৭ ভোট।

ত্রিঙ্কোমালিতে সাজিথ প্রেমদাসা পেয়েছেন ১,২০,৫৮৮ ভোট এবং আনুরা দিশানায়েকে পেয়েছেন ৪৯,৮৮৬ ভোট। এখানে তৃতীয় স্থানে আছেন রণিল বিক্রমসিঙ্ঘে (৪০,৪৯৬ ভোট)।

জাফনাতে সাজিথ প্রেমদাসা পেয়েছেন ১,২১,১৭৭ ভোট। আরিয়াম পেয়েছেন ১,১৬,৬৮৮ ভোট এবং রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ৮৪,৫৫৮ ভোট।

অনুরাধাপুরাতে আনুরা দিশানায়েকে পেয়েছেন ২,৮৫,৯৪৪ ভোট, সাজিথ প্রেমদাসা পেয়েছেন ২,০২,২৮৯ ভোট এবং রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ৮২,১৫২ ভোট।

পুত্তালামে আনুরা দিশানায়েকে পেয়েছেন ২,০৭,১৩৪ ভোট, সাজিথ প্রেমদাসা পেয়েছেন ১,৭৩,৩৮২ ভোট এবং রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ৬০,৭১৯ ভোট।

কুরুনেগালাতে আনুরা দিশানায়েকে পেয়েছেন ৫,৪৪,৭৬৩ ভোট, সাজিথ প্রেমদাসা পেয়েছেন ৩,৬৮,২৯০ ভোট এবং রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ১,৪৬,৫২০ ভোট।

মাতালেতে আনুরা দিশানায়েকে পেয়েছেন ১,৪০,৫৪৪ ভোট, সাজিথ প্রেমদাসা পেয়েছেন ১,২১,৮০৩ ভোট এবং রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ৫৩,৮২৯ ভোট।

পোলোন্নারুয়াতে আনুরা দিশানায়েকে পেয়েছেন ১,৩০,৮৮০ ভোট, সাজিথ প্রেমদাসা পেয়েছেন ১,০০,৭৩০ ভোট এবং রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ৩৬,৯০৮ ভোট।

বাত্তিকালোয়াতে সাজিথ প্রেমদাসা পেয়েছেন ১,৩৯,১১০ ভোট, রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ৯১,১৩২ ভোট এবং আনুরা দিশানায়েকে পেয়েছেন ৩৮,৮৩২ ভোট।

দিগামাদুল্লাতে সাজিথ প্রেমদাসা পেয়েছেন ২,০০,৩৮৪ ভোট, আনুরা দিশানায়েকে পেয়েছেন ১,০৮,৯৭১ ভোট এবং রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ৮৬,৫৮৯ ভোট।

বাদুল্লাতে সাজিথ প্রেমদাসা পেয়েছেন ২,১৯,৬৭৪ ভোট, আনুরা দিশানায়েকে পেয়েছেন ১,৯৭,২৮৩ ভোট এবং রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ১,১৫,১৩৮ ভোট।

নুয়ারা এলিয়াতে সাজিথ প্রেমদাসা পেয়েছেন ২,০১,৮১৪ ভোট, রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ১,৩৮,৬১৯ ভোট এবং আনুরা দিশানায়েকে পেয়েছেন ১,০৫,০৫৭ ভোট।

ক্যান্ডিতে আনুরা দিশানায়েকে পেয়েছেন ৩,৯৪,৫৩৪ ভোট, সাজিথ প্রেমদাসা পেয়েছেন ৩,২৩,৯৯৮ ভোট এবং রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ১,৬২,৭০৭ ভোট।

কাগাল্লেতে আনুরা দিশানায়েকে পেয়েছেন ২,৪৭,১৭৯ ভোট, সাজিথ প্রেমদাসা পেয়েছেন ১,৮৫,৯৩০ ভোট এবং রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ১,০৬,৫১০ ভোট।

গামাফাতে আনুরা দিশানায়েকে পেয়েছেন ৮,০৯,৪১০ ভোট, সাজিথ প্রেমদাসা পেয়েছেন ৩,৪৯,৫৫০ ভোট এবং রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ২,১৬,০২৮ ভোট।

কলম্বোতে আনুরা দিশানায়েকে পেয়েছেন ৬,২৯,৯৬৩ ভোট, সাজিথ প্রেমদাসা পেয়েছেন ৩,৪২,১০৮ ভোট এবং রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ২,৮১,৪৩৬ ভোট।

কালুথারাতে আনুরা দিশানায়েকে পেয়েছেন ৩,৮৭,৭৬৪ ভোট, সাজিথ প্রেমদাসা পেয়েছেন ২,৩৬,৩০৭ ভোট এবং রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ১,৪৩,২৮৫ ভোট।

গালেতে আনুরা দিশানায়েকে পেয়েছেন ৩,৬৬,৭২১ ভোট, সাজিথ প্রেমদাসা পেয়েছেন ১,৮৯,৫৫৫ ভোট এবং রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ১,০৭,৩৩৬ ভোট।

মাতারাতে আনুরা দিশানায়েকে পেয়েছেন ২,৮৭,৬৬২ ভোট, সাজিথ প্রেমদাসা পেয়েছেন ১,৪৭,৪৬২ ভোট এবং রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ৭৯,২৪৯ ভোট।

রত্নপুরাতে আনুরা দিশানায়েকে পেয়েছেন ২,৯১,৭০৮ ভোট, সাজিথ প্রেমদাসা পেয়েছেন ২,৫৭,৭২১ ভোট এবং রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ১,৪৫,০৩৮ ভোট।

হাম্বানটোটাতে আনুরা দিশানায়েকে পেয়েছেন ২,২১,৯১৩ ভোট, সাজিথ প্রেমদাসা পেয়েছেন ১,৩১,৫০৩ ভোট এবং রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ৩৩,২১৭ ভোট।

মোনেরাগালাতে আনুরা দিশানায়েকে পেয়েছেন ১,৪০,২৬৯ ভোট, সাজিথ প্রেমদাসা পেয়েছেন ১,৩৪,২৩৮ ভোট এবং রণিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন ৩৫,৭২৮ ভোট।

শ্রীলঙ্কায় আনুরা দিশানায়েকের নির্বাচনী প্রচার
Sri Lanka: দ্বীপরাষ্ট্রে পালাবদল! শ্রীলঙ্কার রাষ্ট্রপতির দৌড়ে এগিয়ে বাম প্রার্থী আনুরা দিশানায়েকে
শ্রীলঙ্কায় আনুরা দিশানায়েকের নির্বাচনী প্রচার
Sri Lanka: আর্থিক সংকট চরমে, ৭০ বছরের ইতিহাসে এই প্রথম ঋণখেলাপী শ্রীলঙ্কা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in