Tamilnadu: শিশুদের ভিক্ষাবৃত্তি নেটওয়ার্ক আটকাতে তামিলনাড়ুতে পুলিশি অভিযান, আটক ১,৩০০

রাজ্যের সাধারণ মানুষ পুলিশ কর্তৃক প্রদত্ত ০৪৪-২৮৪৪৭৭০১ নম্বরে এই বিষয়ে অভিযোগ জানাতে পারে। এই বিষয়ে প্রদত্ত তথ্য গোপনীয় রাখা হবে এবং যারা তথ্য দিয়ে সহায়তা করবেন তাদের নগদ পুরস্কারে পুরস্কৃত করা হবে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি সৌজন্য - ইন্ডিয়া ল
Published on

তামিলনাড়ু পুলিশ শিশুদের ভিক্ষাবৃত্তিতে বাধ্য করে এমন সংগঠিত নেটওয়ার্কগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। এই নেটওয়ার্ক আটকাতে রাজ্য জুড়ে জনসাধারণের জন্য একটি হেল্পলাইন তৈরি করা হয়েছে যাতে তারা শিশুদের ভিক্ষা চাইতে বাধ্য করে এমন কোনো নেটওয়ার্ক খুঁজে পেলে অভিযোগ করতে পারে৷

রাজ্যের সাধারণ মানুষ পুলিশ কর্তৃক প্রদত্ত ০৪৪-২৮৪৪৭৭০১ নম্বরে এই বিষয়ে অভিযোগ জানাতে পারে। জানানো হয়েছে এই বিষয়ে প্রদত্ত তথ্য গোপনীয় রাখা হবে এবং যারা তথ্য দিয়ে সহায়তা করবেন তাদের নগদ পুরস্কারে পুরস্কৃত করা হবে।

তামিলনাড়ু পুলিশ রাজ্যে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে অভিযানে নেমে শনিবার এবং রবিবার ১,৩০০ ভিক্ষুককে গ্রেপ্তার করেছে।

পুলিশের মহাপরিচালক (ডিজিপি), সি. সিলেন্দ্রবাবু জানিয়েছেন, কারুরে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে 'বিভূতি সিদ্ধার' (পবিত্র ছাই দিয়ে ঢেকে দেওয়া ব্যক্তি) হিসাবে চারজন লোক ব্যবহার করছিল এবং সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছিল। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই ব্যক্তিকে এই কাজে নিয়োগ করার আগে গত দশ বছর ধরে তিনি করুর জেলার অরুভারকুরিচির মালাইকোভিলুরে ঘুরে বেড়াতেন। পরে ওই ব্যক্তিকে একদল সমাজকর্মী আশ্রয় দেয়।

পুলিশ সূত্র আইএএনএসকে জানিয়েছে, কয়েক মাস আগে কারুরের কয়েকজন লোক এই ব্যক্তিকে সরকারের একটি পরিত্যক্ত জমিতে নিয়ে যায় এবং সেখানে একটি অস্থায়ী শেড তৈরি করে। এরপর তাকে সম্পূর্ণ ছাই দিয়ে ঢেকে দেওয়া হয় এবং তাঁকে 'বিভূতি সিদ্ধার' নাম দিয়ে তার পক্ষে অর্থ সংগ্রহ করা শুরু করে।

এই ঘটনা জানতে পেরে সমাজকর্মীরা এক অভিযোগ দায়ের করে এবং ওই ব্যক্তিকে উদ্ধার করে। পুলিশ তদন্তে জানতে পারে যে, চারজন ব্যক্তি তাঁর উপর 'বিভূতি' প্রয়োগ করে তাঁর নামে অর্থ সংগ্রহের চেষ্টা করছে। আটক ওই ব্যক্তির মেডিক্যাল পরীক্ষা করা হয় এবং দেখা যায় তিনি মানসিকভাবে অসুস্থ।

- with inputs from IANS

আরও পড়ুন

ছবি প্রতীকী
Lay Off: বিশ্বব্যাপী মন্দা - তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বেলাগাম ছাঁটাই, স্থায়ী কর্মী নিয়োগ কমেছে ৬১%
ছবি প্রতীকী
Arunachal Pradesh: চাকমা, হাজংদের আবাসিক শংসাপত্র বাতিল - অরুণাচলের উপজাতি গোষ্ঠীদের বিক্ষোভ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in