২০২২ সালে অতিমারির পর থেকেই আর্থিক খরচ বাঁচাতে বহুজাতিক টেক কোম্পানিগুলি কর্মী ছাঁটাইয়ের সংখ্যা বৃদ্ধি করছিল। কিন্তু ২০২৪ সালে সেই সংখ্যা অনেক বেড়েছে। শুধুমাত্র আগস্ট মাসেই ছাঁটাইয়ের সংখ্যা প্রায় ২৬ হাজার স্পর্শ করেছে। এমন তথ্যই জানা যাচ্ছে ফর ইওর ইনফর্মেশন (FYI) সংস্থার রিপোর্ট থেকে।
FYI-র তথ্য বলছে, অ্যামাজন, গুগল, মাইক্রোসফটের মতো বড় বড় টেক কোম্পানিগুলির পাশাপাশি বহু ছোটো ছোটো কোম্পানিগুলিও কর্মী ছাঁটাই করছে। কিন্তু চলতি বছরের আগস্ট মাসে কর্মী ছাঁটাইয়ের কার্যত রেকর্ড হয়েছে। শুধুমাত্র আগস্ট মাসে ২৫,৭৫২ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সবথেকে বেশি সংখ্যক ছাঁটাই হয় ইন্টেল সংস্থায়। এই সংস্থা ছাঁটাই করে ১৫ হাজার কর্মী। গত বছর আগস্ট মাসে ৯,৭৪৮ জন কর্মী ছাঁটাই হয়েছিলেন বিভিন্ন সংস্থা থেকে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে ১৯,৩৫০ জন কর্মী ছাঁটাই হয়েছে। ফেব্রুয়ারি মাসে ছাঁটাই হয়েছে ১৫,৫৮৯ জন, মার্চ মাসে ৭,৪০৩ জন, এপ্রিল মাসে ২২,১৫৩ জন, মে মাসে ৯,৮৮২ জন, জুন মাসে ১০,০৮৩ জন কর্মী এবং জুলাই মাসে ৮,৮৫১ জন কর্মীকে ছাঁটাই করেছে বিভিন্ন কোম্পানিগুলি।
২০২২ সালে ১০৬৪টি কোম্পানি থেকে মোট ১,৬৫,২৬৯ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। ২০২৩ সালে ১,১৯৩টি কোম্পানি থেকে মোট ২,৬৪,২২০ জন কর্মীকে ছাঁটাই হতে হয়েছিলেন। ২০২৪ সালে আগস্ট মাস পর্যন্ত ৪২২টি কোম্পানি ১,৩৬,৭৮২ জন কর্মীকে ছাঁটাই করেছে। বছরের প্রথম ৮ মাসেই লক্ষাধিক কর্মী ছাঁটাই হয়েছে। এখনও বেশ কয়েক মাস বাকি রয়েছে বছর শেষ হতে। বছরের শেষে টেক কোম্পানিগুলির কর্মী ছাঁটাইয়ের সংখ্যা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন