Telengana: মহিলাদের সম্মান জানাতে আন্তর্জাতিক নারী দিবসে মহিলা কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা সরকারের

কেসিআর জানিয়েছেন, বর্তমানে সব ক্ষেত্রেই নারীরা পুরুষদের সাথে সমান দায়িত্ব পালন করছেন। গৃহিণী হিসেবে পারিবারিক উন্নয়নেও নারীদের ভূমিকা অত্যন্ত মহান। তাঁরা সবসময় ত‍্যাগী হন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি সংগৃহীত
Published on

আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সমস্ত মহিলা কর্মচারীদের জন্য বিশেষ ছুটি ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার। রাজ‍্যের মুখ্যসচিব সোমেশ কুমার ছুটি ঘোষণা নিয়ে 'জিও' অর্থাৎ গভর্নমেন্ট ওর্ডার জারি করেছেন।

অন‍্যদিকে এদিন এক বিবৃতিতে সমস্ত মহিলাদের নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও যিনি কেসিআর নামে অধিক জনপ্রিয়। তিনি জানিয়েছেন, বর্তমানে সব ক্ষেত্রেই নারীরা পুরুষদের সাথে সমান দায়িত্ব পালন করছেন। গৃহিণী হিসেবে পারিবারিক উন্নয়নেও নারীদের ভূমিকা অত্যন্ত মহান। তাঁরা সবসময় ত‍্যাগী হন। আজ বিশেষ ছুটি ঘোষণা করে রাজ‍্য সরকার তার সমস্ত মহিলাদের সম্মান জানাচ্ছে।

তিনি আরও বলেন, মায়েরা যেমন মানবতা এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গির সাথে সকলের কল‍্যাণের জন্য কাজ করেন, তেলেঙ্গানা সরকারও মায়েদের এই দৃষ্টিভঙ্গি আত্মস্থ করেছে। সরকার দলিত, কৃষক, নিপীড়িত শ্রেণিদের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছে। মহিলাদের কল‍্যাণ ও উন্নয়নের জন্য বেশ কিছু পরিকল্পনা ও কর্মসূচি শুরু করেছে সরকার‌।

কেসিআর বলেন, তিনি ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত ১০ লক্ষ মা কেসিআর কিটের মাধ্যমে আর্থিক ও অন্যান্য সহায়তা পেয়েছেন। মহিলাদের প্রতি মাসে নানারকম ভাতা দেওয়া হয়। 'She Teams'-এর মাধ্যমে রাজ‍্যের প্রতিটি মহিলাকে সুরক্ষা দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। মহিলাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করতে স্থানীয় সংস্থাগুলিতে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ ঘোষণা করা হয়েছে। একমাত্র তেলেঙ্গানা সরকারই এইধরনের সংরক্ষণের কথা ঘোষণা করেছে।

-With IANS Inputs

প্রতীকী ছবি
Beti Bachao, Beti Padhao: তহবিলের ৮০ শতাংশ অর্থ ব্যয় হয়েছে বিজ্ঞাপনে, সংসদে রিপোর্ট পেশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in