এই বছরের শুরুতেই আসাম, পুদুচেরি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং কেরালায় অনুষ্ঠিত হয়েছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে বিজেপি ২৫২ কোটি খরচ করেছে। যার প্রায় ৬০ শতাংশ খরচ করেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই।
বাংলায় ভোটে জেতার জন্য প্রথম থেকেই মরিয়া ছিল বিজেপি। নির্বাচনের প্রচারে ঝড় তুলেছিলেন মোদী-শাহ বাহিনী। একাধিক তারকা দিয়েও প্রচার করিয়েছিল বিজেপি। বিপুল খরচ করেও শেষ রক্ষা হয়নি গেরুয়া বাহিনীর।
নির্বাচন কমিশনের জমা দেওয়া খরচের হিসাব অনুযায়ী, ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি মোট খরচ করেছে ২৫২,০২,৭১,৭৫৩ টাকা। এরমধ্যে ৪৩.৮১ কোটি টাকা আসাম নির্বাচনের জন্য এবং ৪.৭৯ কোটি টাকা পুদুচেরি বিধানসভা নির্বাচনের খরচ করেছে বিজেপি।
তামিলনাড়ুতে, যেখানে এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগম (DMK) তার চিরপ্রতিদ্বন্দ্বী AIADMK কে পরাজিত করেছে, সেখানে বিজেপি পেয়েছে মাত্র ২.৬ শতাংশ ভোট। অথচ নির্বাচনী প্রচারের জন্য খরচ করেছে ২২.৯৭ কোটি টাকা।
পশ্চিমবঙ্গে বিজেপির খরচ প্রায় ১৫২ কোটি টাকা। কেরালাতে দ্বিতীয় বারের জন্য আবারও সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফ (LDF) ক্ষমটায় আসে। সেখানে বিজেপি কোনো আসনই পায়নি। বরং একটা আসন ছিল সেটাও হারিয়েছে। সেখানে বিজেপি নির্বাচনী প্রচারের জন্য খরচ করেছে ২৯.২৪ কোটি টাকা।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী প্রচারের খরচের হিসাব জমা দিতে হয়। নির্বাচনী ব্যয়ের বিবরণী নির্বাচন কমিশনের ওয়েবসাইটেই প্রকাশ করা হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন