প্রকাশিত Forbes 30 Under 30 Asia’র নবম সংস্করণ! এক নজরে ভারতীয়দের তালিকা

People's Reporter: ২০১১ সালে ফোর্বস প্রথম তাদের ’৩০ অনূর্ধ্ব ৩০ এশিয়া’ সংস্করণটি প্রকাশ করে। চলতি বছর প্রকাশিত হয়েছে তাদের নবম সংস্করণ।
পবিত্রা চেরি,অর্পণ কুমার চান্দেল (রাজা), কুশ জৈন
পবিত্রা চেরি,অর্পণ কুমার চান্দেল (রাজা), কুশ জৈন ছবি - সংগৃহীত
Published on

বৃহস্পতিবার বিজনেস জার্নাল ‘ফোর্বস’ তাদের ’৩০ অনূর্ধ্ব ৩০ এশিয়া’র নবম সংস্করণ প্রকাশ করেছে। এই ৩০ জনের তালিকায় জায়গা পেয়েছেন একাধিক ভারতীয়। যারা নিজ নিজ ক্ষেত্রে সফল। যাঁরা ওই তালিকায় স্থান পেয়েছেন, তাঁদের সকলের বয়স ৩০ বছরের মধ্যে।

২০১১ সালে ফোর্বস প্রথম তাদের ’৩০ অনূর্ধ্ব ৩০ এশিয়া’ সংস্করণটি প্রকাশ করে। চলতি বছর প্রকাশিত হয়েছে তাদের নবম সংস্করণ। তালিকায় রয়েছে প্রযুক্তি থেকে শুরু করে লজিস্টিক, ফ্যাশন – সহ বিভিন্ন ক্ষেত্রের বেশ কিছু উদ্যোগপতিদের।

’৩০ অনূর্ধ্ব ৩০ এশিয়া’র ভারতীয়দের তালিকাঃ

পবিত্রা চারিঃ বিনোদন বিভাগে নাম রয়েছে ভারতের গায়িকা-সুরকার পবিত্রা চারির। যিনি একজন প্রশিক্ষিত গায়িকা এবং সুরকার। যিনি অনিন্দ বোসের সঙ্গে ‘স্যাডো এবং লাইট’ অ্যালবামে জুটি করে পরিচিতি লাভ করেন। বার্কলি ইন্ডিয়ান এনসেম্বলের তাঁদের কোলাবোরেশনের জন্য ২০২৩ সালে তাঁরা সম্মানীয় গ্র্যামি অ্যাওয়ার্ডের নমিনেশন পায়। এছাড়া পবিত্রা চারি ভারতনাট্যম নৃত্যে দক্ষ। পাশাপাশি, তিনি বহু হিট ছবিতে গান গেয়েছেন।

অর্পণ কুমার চান্দেল (রাজা)ঃ ভারতীয় র‍্যাপার অর্পণ কুমার চান্দেল, যিনি কিং নামে পরিচিত। তাঁর একটি জনপ্রিয় গান ‘মান মেরি জান’ রিমিক্স করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। তারপর বিশ্বব্যাপী তিনি পরিচিত হয়ে ওঠেন। ২০১৯ সালে MTV শোয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছেন। তাঁর নিজের বহু গানের অ্যালবাম রয়েছে। সম্প্রতি তাঁর নতুন অ্যালবামে গান গেয়েছেন নিখিতা গান্ধী এবং গুচি মানের মতো জনপ্রিয় শিল্পী। এছাড়া তাঁর নিজস্ব ব্যান্ড রয়েছে ‘ব্ল্যাঙ্কো’ নামের।

কুশ জৈনঃ ২০১৮ সালে ব্যাঙ্গালোরের একটি স্কুলে একটি স্বেচ্ছাসেবী কাজের সময় অন্ধদের সঙ্গে ঘটা চ্যালেঞ্জগুলি আবিষ্কার করেছিলেন। এরপর ORama AI গঠন করেন তাঁদের সাহায্য করার জন্য। এটি অন্ধদের ব্রেইল শিখতে সাহায্য করে। ওই যন্ত্রটি মধ্যে রয়েছে ক্যামেরা, স্পিকার, আঙুলের গতিবিধি ট্র্যাক করা এবং স্পর্শ করা ব্রেইল শ্রবণযোগ্যভাবে সনাক্ত করার মতো বিভিন্ন ফিচারগুলি।

এছাড়া এই তালিকায় রয়েছেন - অর্থ চৌধুরী, দেবন্ত ভরদ্বাজ ও ঐশী কুমারী (ভারতীয় ড্রোন স্টার্টআপ InsideFPV সহ-প্রতিষ্টাতা), প্রণব মনপুরিয়া (ফ্লাক্স অটো), অরুণ শ্রেয়াস এবং গৌতম মহেশ্বরন (RACE Energy), হর্ষিত জৈন ও অভিক সাহা (ভারতীয় গেমিং স্টার্টআপ OnePlay-এর সহ-প্রতিষ্ঠাতা), কুনাল আগরওয়াল (ক্রেডফ্লো), গৌরব পীযূষ, মায়াঙ্ক ভার্শনে এবং যশ শর্মা (ব্লিটজ নামক একটি লজিস্টিক স্টার্টআপ সহ-প্রতিষ্ঠাতা), আদিত্য দাদিয়া (AIwrite), আলেশ অবলানি (CWC), শ্রীনিবাস সরকার এবং কুশাগ্র মাঙ্গলিক (Coupl), অনিকেত দামলে, যশবর্ধন কানোই (অল্টার গ্লোবাল), মনীশ মারিয়াদা (ভারত ভিত্তিক একটি ফিনটেক স্টার্টআপ ফেলো সহ-প্রতিষ্টাতা), অনুজ শ্রীবাস্তব এবং প্রিয়শ শ্রীবাস্তব (অনফাইনান্স এআই)।

এছাড়া স্বাস্থ্য এবং বিজ্ঞান বিভাগ থেকে রয়েছেন - করণ আহুজা (Google গবেষণা বিজ্ঞানী), আরিয়ান চৌহান (জিভভ), অক্ষিত বনসাল এবং রাঘব অরোরা (স্ট্যাটিক), অঙ্কিত জৈন এবং নারায়ণ লাল গুর্জার (ইএফ পলিমার), চিরাগ জৈন এবং রামা কৃষ্ণ মেন্ডু (এন্ডুরএয়ার সিস্টেম), রাহিল গুপ্ত (হপ ইলেকট্রিক মোবিলিটি)।

মিডিয়া, মার্কিটিং এবং বিজ্ঞাপন থেকে রয়েছেন - কাভান আন্তানি (IndieFolio)।

পবিত্রা চেরি,অর্পণ কুমার চান্দেল (রাজা), কুশ জৈন
UAPA: শেষ ১০ বছরে সাংবাদিক থেকে মানবাধিকার কর্মী, ইউএপিএ আইন থেকে বাদ যায়নি কেউই!
পবিত্রা চেরি,অর্পণ কুমার চান্দেল (রাজা), কুশ জৈন
Mamata Banerjee: ইন্ডিয়া মঞ্চ নিয়ে অবস্থান বদল - মমতা-র পাল্টি খাবার ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in