Electric bill Hike: ভোটের মধ্যেই বৃদ্ধি পেলো বিদ্যুতের দাম! চিন্তায় গ্রাহকরা

People's Reporter: তবে সিইএসসি এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন তরফ থেকে জানানো হচ্ছে বিদ্যুতের দাম বৃদ্ধি হয়নি।
Electric bill Hike: ভোটের মধ্যেই বৃদ্ধি পেলো বিদ্যুতের দাম! চিন্তায় গ্রাহকরা
ছবি - প্রতীকী
Published on

আচমকাই বেড়ে গেলো ইউনিট প্রতি বিদ্যুতের দাম। তবে সিইএসসি এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন তরফ থেকে জানানো হচ্ছে বিদ্যুতের দাম বৃদ্ধি হয়নি। বরং স্ল্যাব কমানো হয়েছে। যার ফলে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।

নির্বাচন চলাকালীনই বিদ্যুতের দামবৃদ্ধি হয়েছে বলে জানা যাচ্ছে। সাম্প্রতিক একটি বিদ্যুৎবিলে এনার্জি ডিটেইলস’এ ওল্ড ট্যারিফ এবং নিউ ট্যারিফ দেখে জানা যাচ্ছে, অতীতে ৩০০ ইউনিটের জন্য তিন মাসের বিল ট্যারিফ অনুযায়ী দিতে হতো ১৬৯৯.৫০ টাকা। বর্তমানে স্ল্যাব পরিবর্তনের ফলে আপনাকে দিতে হবে ১৯৫৯.০৩ টাকা। ২৫০ ইউনিট খরচ হলে বিল দিতে হতো ১৫০০ টাকার কিছু বেশি। বর্তমানে দিতে হবে ১৭০০ টাকার বেশি।

বিদ্যুৎ বিলে আগে ৭২ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটে ৫ টাকা, ১২৮ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৬.২৪ টাকা, ২১৩ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটে দিতে হতো ৬.৮৯ টাকা, ৪২৬ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৭.৪৪ টাকা, ৬৩৯ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৭.৪৮ টাকা এবং ৯২৮.২৬ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৯.২২ টাকা দিতে হতো। কিন্তু বর্তমানে এই স্ল্যাব পিছু প্রতি ইউনিটের দামে কিছু পরিবর্তন হয়েছে।

স্ল্যাব পরিবর্তনের পরে দেখা যাচ্ছে ৩০ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৫ টাকা, ৫২ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৬.২৪ টাকা, ৮৭ ইউনিট পর্যন্ত ৬.৮৯ টাকা, ১৭৪ ইউনিট পর্যন্ত ৭.৪৪ টাকা, ২৬১ ইউনিট পর্যন্ত ৭.৬১ টাকা, ২৬১ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৭.৬১ টাকা এবং ৩৭৯ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৯.২২ টাকা করা হয়েছে।

Electric bill Hike: ভোটের মধ্যেই বৃদ্ধি পেলো বিদ্যুতের দাম! চিন্তায় গ্রাহকরা
দ্বিগুণ বেড়েছে হিমালয়ের ৬৭৬টি হ্রদের আয়তন, জলবায়ু নিয়ে উদ্বেগ প্রকাশ ইসরোর
Electric bill Hike: ভোটের মধ্যেই বৃদ্ধি পেলো বিদ্যুতের দাম! চিন্তায় গ্রাহকরা
বিশ্বজুড়ে অবাধে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার, দূষণ কমাতে কানাডায় বৈঠকে বসল ১৭৬টি দেশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in