দেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমিকদের বেতন ১০ হাজার টাকার নীচে, জানাল কেন্দ্রের ই-শ্রম পোর্টাল

উল্লেখ্য, পোর্টালে নথিভুক্ত থাকা শ্রমিকদের মধ্যে ৫২.১১ শতাংশই কৃষিভিত্তিক কাজে যুক্ত, ৯.৯৩ শতাংশ গৃহসহায়তার কাজে এবং ৯.১৩ শতাংশ নির্মাণ কাজে যুক্ত আছে।
দেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমিকদের বেতন ১০ হাজার টাকার নীচে, জানাল কেন্দ্রের ই-শ্রম পোর্টাল
ফাইল চিত্র
Published on

দেশের প্রায় ৯৪ শতাংশ অসংগঠিত শ্রমিকের মাসিক আয় ১০ হাজার টাকার কম। এমনই তথ্য উঠে এলো কেন্দ্রীয় সরকারের ই-শ্রম পোর্টাল থেকে। জানা যাচ্ছে, বিপুল সংখ্যক অসংগঠিত শ্রমিকরা চরম দুর্দশা এবং দারিদ্রের মধ্যে দিয়ে দিন যাপন করছে।

কেন্দ্রীয় সরকারের ই-শ্রম পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, নথিভুক্ত ২৭.৬৯ কোটি অসংগঠিত শ্রমিকের মধ্যে ৯৪ শতাংশেরও বেশি শ্রমিকের মাসিক আয় ১০ হাজার টাকা বা তারও কম। পাশাপাশি আরও দেখা গেছে, নথিভুক্ত শ্রমিকদের ৭৪ শতাংশের বেশি অংশ তফসিলি (SC), আদিবাসী (ST), অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের (OBC)-র অন্তর্গত।

ই-শ্রম মারফত আরও জানা গেছে, ২০২১ সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে পোর্টালে নথিভুক্ত ছিল ৮ কোটির কিছু বেশি। তার মধ্যে ৯২.৩৭ শতাংশ অসংগঠিত শ্রমিকদের মাসিক আয় ছিল ১০ হাজার টাকা বা তার কম। অর্থাৎ, ই-শ্রম পোর্টালে নথিভুক্তি বাড়ার সাথে অসংগঠিত শ্রমিকদের ক্রমবর্ধমান আর্থিক দুর্দশাও পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ই-শ্রম পোর্টালে সবস্তরের অসংগঠিত শ্রমিকদের নথিভুক্ত করা হলে সমাজের ভয়ঙ্কর আর্থিক দুর্দশার ছবিটি স্পষ্ট হয়ে উঠবে। উল্লেখ্য, ২০২১ সালে পোর্টালে নথিভুক্ত অসংগঠিত শ্রমিকদের মধ্যে SC, ST, OBC ছিল ৭২.৫৮ শতাংশ।

কেন্দ্রীয় সরকারের এই ই-শ্রম পোর্টালটি চালু হয়েছে ২০২১ সালের ২৬ আগস্ট। পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, নথিভুক্ত অসংগঠিত শ্রমিকদের মধ্যে ৯৪.১১ শতাংশ শ্রমিকদের মাসিক আয় ১০ হাজার টাকা বা তারও কম। এদের মধ্যে ৪.৩৬ শতাংশ শ্রমিকের মাসিক আয় ১০ হাজার ১ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। সামাজিক বিন্যাস অনুযায়ী, পোর্টালে নথিভুক্ত ৭৪.৪৪ শতাংশ মানুষ সামাজিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। যাদের মধ্যে ২০.৯৫ শতাংশ SC, ৮.১৭ শতাংশ ST, ৪৫.৩২ শতাংশ OBC, এবং ২৫.৫৬ শতাংশ জেনারেল ক্যাটাগরির অন্তর্ভুক্ত।

পোর্টালপ্রাপ্ত তথ্য মারফত বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, এখনও পর্যন্ত নথিভুক্রদের মধ্যে ৬১.৭২ শতাংশ শ্রমিকের বয়স ১৮ থেকে ৪০-এর মধ্যে। ২২.১২ শতাংশের বয়স ৪০ থেকে ৫০-এর মধ্যে এবং ১৩.২৩ শতাংশের বয়স ৫০-এর বেশি। এছাড়াও ১৬ থেকে ১৮ বছরের মধ্যে প্রায় ২.৯৩ শতাংশ শ্রমিক পোর্টালে নাম নথিভুক্ত করেছে। পোর্টালে থাকা অসংগঠিত শ্রমিকদের মধ্যে ৫২.৮১ শতাংশ পুরুষ এবং ৪৭.১৯ শতাংশ মহিলা।

পোর্টালে নথিভুক্ত থাকা শ্রমিকদের মধ্যে ৫২.১১ শতাংশই কৃষিভিত্তিক কাজে যুক্ত, ৯.৯৩ শতাংশ গৃহসহায়তার কাজে এবং ৯.১৩ শতাংশ নির্মাণ কাজে যুক্ত আছে।

অসংগঠিত শ্রমিকদের আর্থিক দুর্দশার বিষয়টি পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞদের বক্তব্য, প্রধানত কোভিড পরিস্থিতিতে লকডাউন, নোট বাতিল, জি এস টি-এর মত মোদী সরকারের একের পর এক পদক্ষেপ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সমস্যা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তার পাশাপাশি বেকারত্ব, বেসরকারিকরণ, বিভিন্ন কর্মসংস্থান থেকে কর্মী ছাঁটাই, মজুরি হ্রাস পাওয়া, কর্মক্ষেত্রে অস্বাভাবিক পরিবেশ ইত্যাদির ফলে মালিক শ্রেণীর হাতে অতিরিক্ত ক্ষমতা চলে যাওয়ার কারণেই শ্রমিকদের সুস্থ-স্বাভাবিক জীবন-যাপন কার্যত সংকটের মুখে।

দেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমিকদের বেতন ১০ হাজার টাকার নীচে, জানাল কেন্দ্রের ই-শ্রম পোর্টাল
Currency Notes: গত এক বছরে জাল ৫০০ টাকার নোট বেড়েছে ১০০%-র বেশি, ২০০০ টাকা প্রায় ৫৪%

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in