Union Budget 2022: বাজেট বক্তৃতায় বরাদ্দ আড়াই মিনিট, সরকার প্রতিশোধ নিচ্ছে, বক্তব্য কৃষকদের

যোগেন্দ্র যাদব বলেন যে, কৃষকদের বেশ কয়েকটি মূল বিষয়ে সরকার নীরব। তারা বলছে আমাদের ১ লক্ষ কোটি টাকার কৃষি বিনিয়োগ তহবিল আছে। কিন্তু তারা এখন পর্যন্ত মাত্র ২,৫০০ কোটি খরচ করেছে।
বাজেট পেশ করার আগে অর্থমন্ত্রী
বাজেট পেশ করার আগে অর্থমন্ত্রী ছবি - সংগৃহীত
Published on

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় কৃষকদের জন্য মাত্র আড়াই মিনিট ব্যয় করেছেন। ক্ষুব্ধ একাধিক কৃষক নেতা। স্বরাজ ইন্ডিয়ার প্রধান তথা কৃষক আন্দোলনের অন্যতম নেতা যোগেন্দ্র যাদব বলেন – “ এই সরকার তাদের পরাজয়ের জন্য অপমানিত,ক্ষুব্ধ এবং কৃষকদের শাস্তি দিচ্ছে। আগের বাজেটে কৃষকরা কোনো টাকা না পেলেও, অন্ততপক্ষে কৃষকদের জন্য কিছু যৌক্তিক ঘোষণা ছিল। এই বাজেট কেন্দ্রের নীরবতা একটি স্পষ্ট বার্তা দিয়েছে - সরকার কৃষকদেরকে চাইছে না।”

ভারতীয় কিষান ইউনিয়নের সাধারণ সম্পাদক (BKU) যুধবীর সিং জানিয়েছেন – “কৃষিকাজে নিযুক্ত দেশের অর্ধেকেরও বেশি কর্মক্ষম জনসংখ্যা, তবুও কেন্দ্র খুব কম মনোযোগ দেয়। কৃষকদের আয় দ্বিগুণ করা সহ অন্যান্য প্রতিশ্রুতি পূরণ করেনি কেন্দ্র।” যুধবীর সিং কৃষক আন্দোলনের অন্যতম নেতা। কৃষকদের ইস্যুতে সরকারের সাথে একাধিক বৈঠকে ছিলেন তিনি।

আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি সম্পর্কে মিঃ সিং বলেন যে, “সরকার যখন ২০১৬ সালে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল তখন কৃষকদের আয় ছিল ৮,০৫৯ টাকা। ২০২২ সালের জন্য লক্ষ্যমাত্রা ২১,১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২০১৯ সালের একটি সরকারি প্রতিবেদনে কৃষকদের আয় দেখানো হয়েছে ১০ হাজার টাকা। সাম্প্রতিক তথ্যে কৃষকদের মোট আয় প্রায় ১২,২০০ টাকা। মাত্র ২,২০০ টাকা প্রায় বেড়েছে। এর চেয়ে হতাশার আর কী হতে পারে?”

যোগেন্দ্র যাদব বলেন যে, কৃষকদের বেশ কয়েকটি মূল বিষয়ে সরকার নীরব ছিল যা উদ্বেগজনক। “তারা বলছে আমাদের ১ লক্ষ কোটি টাকার কৃষি বিনিয়োগ তহবিল আছে কিন্তু তারা এখন পর্যন্ত মাত্র ২,৫০০ কোটি খরচ করেছে। তারা PM কিষাণ স্কিমের অধীনে প্রতি মাসে ৬,০০০ টাকা ঘোষণা করেছিল, যা মুদ্রাস্ফীতির কারণে ৫,০০০ টাকায় নেমে এসেছে। এটি বাড়ানোর কথা ছিল। শস্য বীমা প্রকল্পটি সমস্ত রাজ্য বাদ দিয়েছে, সুবিধাভোগীর সংখ্যা কমে গেছে।”

ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেছেন – “এমন সময়ে গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি (NREGA) স্কিমের জন্য বাজেট বরাদ্দ কমানো হল, যখন রাজ্যগুলির ১৫,০০০ কোটিরও বেশি বকেয়া আছে, MSP-র অধীনে ক্রয় হ্রাস এবং প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যাও হ্রাস পেয়েছে।”

অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ আজ কৃষকদের জন্য প্রাকৃতিক চাষের প্রচার, সেচের জন্য নতুন নদী সংযোগ প্রকল্প এবং ন্যূনতম সহায়ক মূল্য (MSP) প্রদানের জন্য প্রায় ২.৩৭ লক্ষ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন। যদিও কৃষকরা বলছেন যে বাজেটটি হতাশাজনক। সরকারের পূর্বের প্রতিশ্রুতি সত্ত্বেও MSP-এর মতো মূল সমস্যাগুলি এখনও অমীমাংসিত থেকে গেছে।

যোগেন্দ্র যাদব আক্ষেপ করে বলেন যে, কৃষকরা এমন ঘোষণার আশা করছিলেন যা তাদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি পূরণে সহায়ক হবে। স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করে MSP-র গ্যারান্টি দেবে। সাথে সাথে সরকার কৃষকদের স্বার্থে বাজার নিয়ন্ত্রণ করবে।.

প্রসঙ্গত, এবারের বাজেটে সার সহ বেশ কয়েকটি জিনিসের উপর প্রচুর পরিমানে ভর্তুকি হ্রাস হয়েছে। যা গত বছরে ছিল ১.৪০ লক্ষ কোটি। এবারের বাজেটে কমে ১.০৫ লক্ষ কোটিতে নেমে এসেছে। খাদ্য ও পেট্রোলের উপর ভর্তুকিও কমানো হয়েছে।

বাজেট পেশ করার আগে অর্থমন্ত্রী
Union Budget 2022: কোভিড সমস্যা মোকাবিলার জন্য এই বাজেটে কিছুই নেই - পিনরাই বিজয়ন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in