Union Budget: আজ কেন্দ্রীয় বাজেট পেশ - তার আগে জেনে নিন বাজেটের ইতিহাসে কিছু চমকপ্রদ তথ্য

দেশের বাজেটের ইতিহাসে এমন কিছু চমকপ্রদ তথ্য আছে যা পড়তে পড়তে সেই উত্তেজনা হয়তো কিছুটা কমতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক দেশের বাজেটের ইতিহাসে কিছু চমকপ্রদ তথ্য।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণছবি সংগৃহীত
Published on

আর কিছুক্ষণের মধ্যেই ২০২২ সালের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক সপ্তাহ পরেই উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে বাজেটে কী বার্তা দেবে কেন্দ্র, সেদিকে তাকিয়ে আমজনতা। উত্তেজনাও রয়েছে তাঁদের মধ্যে। তবে দেশের বাজেটের ইতিহাসে এমন কিছু চমকপ্রদ তথ্য আছে যা পড়তে পড়তে সেই উত্তেজনা হয়তো কিছুটা কমতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক দেশের বাজেটের ইতিহাসে কিছু চমকপ্রদ তথ্য -

১) ভারতে বাজেটের ধারণা প্রথম আনে ব্রিটিশরা। প্রথম বাজেট পেশ হয় ১৮৬০ সালের ৭ এপ্রিল। পেশ করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্কটিশ অর্থনীতিবিদ জেমস উইলসন।

২) স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ হয় ১৯৪৭ সালের ২৬ নভেম্বর। তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আর কে সম্মুগম চেট্টি তা পেশ করেন।

৩) ব্রিটিশ আমল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বাজেট পেশ হতো ফেব্রুয়ারি মাসের শেষ কর্মদিবসে বিকেল ৫টা নাগাদ। এরপর যশোবন্ত সিং দিন একই রেখে সময় পরিবর্তন করে বেলা ১১টার সময় বাজেট পেশের রীতি চালু করেন। ২০১৭ সালে অরুণ জেটলি ফেব্রুয়ারি মাসের ১ তারিখে বেলা ১১টার সময় বাজেট পেশের রীতি চালু করেন। সেই রীতিই এখনও চলছে।

৪) এখনও পর্যন্ত সবথেকে বেশিবার বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই। মোট ১০ বার বাজেট পেশ করেছেন তিনি। পি চিদম্বরম ৯বার বাজেট পেশ করেছেন। প্রণব মুখার্জি এবং যশোবন্ত সিনহা ৮ বার করে এবং মনমোহন সিং ৬বার বাজেট পেশ করেছেন। বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নিয়ে চতুর্থবার বাজেট পেশ করবেন।

৫) ১৯৫৫ সাল পর্যন্ত কেবল ইংরেজিতেই বাজেট পেশ হতো। এরপর সেই রীতি পরিবর্তন করে ইংরেজি ও হিন্দিতে বাজেট পেশের রীতি চালু করা হয়।

৬) সবথেকে দীর্ঘতম বাজেট বক্তৃতার রেকর্ড রয়েছে নির্মলা সীতারামনের - ২ ঘণ্টা ৪২ মিনিটের, ২০২০ সালের বাজেট। তখনও দুটো পৃষ্ঠা পড়া বাকি ছিল বাজেটের। অসুস্থতার কারণে তা পড়তে পারেননি তিনি।

৭) দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেছিলেন ইন্দিরা গান্ধী, ১৯৭০-৭১ সালে।

৮) ২০১৯ সালে করোনা আবহে প্রথম পেপারলেস বাজেট পেশ হয়।

৯) ২০১৭ সাল পর্যন্ত কেন্দ্রীয় বাজেট ও রেল বাজেট পৃথকভাবে পেশ করা হত। এখন তা একসাথে পেশ করা হয়।

১০) ১৯৫০ সালে বাজেট ফাঁস হওয়ার আগে পর্যন্ত রাষ্ট্রপতি ভবনে তা পেশ হতো। এরপর দিল্লির মিন্টো রোডে বাজেট প্রিন্ট করার রীতি চালু হয়। ১৯৮০ সালে নর্থ ব্লকে বাজেট প্রিন্টের জন্য সরকারি প্রেস তৈরি হয়।

১১) ১৯৯১ সালে ১৮,৬৫০টি শব্দ সম্বলিত বাজেট পেশ করেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মনমোহন সিং। এটিই এখনও পর্যন্ত বাজেটের ইতিহাসে সবথেকে বেশি শব্দ সম্বলিত বাজেট।

১২) সবথেকে ছোট বাজেট পেশ করেন ১৯৭৭ সালে হিরুভাই মুল্লজিভাই প‍্যাটেল। মাত্র ৮০০টি শব্দ ছিল তাঁর বাজেটে।

১৩) ১৯৭৩-৭৪ সালের বাজেট 'ব্ল‍্যাক বাজেট' হিসেবে পরিচিত, কারণ এই বাজেটে ঘাটতির পরিমাণ ছিল‌ ৫৫০ কোটি।

১৪) ১৯৯৭-৯৮ সালে পি চিদম্বরমের পেশ করা বাজেটকে 'ড্রিম বাজেট' বলা হয়। কালো টাকা উদ্ধারে এই বাজেট কার্যকরী বলে মনে করা হয়।

১৫) ২০০০ সালে যশবন্ত সিনহার পেশ করা বাজেট মিলেনিয়াম বাজেট হিসেবে পরিচিত। আইটি শিল্পের প্রসারের রোড ম‍্যাপ ছিল এই বাজেটে।

১৬) ২০০২-০৩ সালের বাজেট 'রোলব‍্যাক বাজেট' হিসেবে পরিচিত। কারণ বেশ কয়েকটি প্রস্তাব এই বাজেটে প্রত‍্যাহার করা হয়েছিল।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ
Economy: ৫৭.৪%-র মতে গত ১ বছরে তাঁদের আয় কমেছে - সমীক্ষা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in