কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনা করলেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এদিন এক ট্যুইট বার্তায় ইয়েচুরি প্রশ্ন করেন - "কার জন্য এই বাজেট? সবচেয়ে ধনী ১০ শতাংশ ভারতীয় দেশের ৬৪.৬ শতাংশ সম্পদের মালিক। ৬০ শতাংশের হাতে ৫ শতাংশেরও কম সম্পদ রয়েছে। মহামারীতে বেকারত্ব, দারিদ্র্য এবং ক্ষুধা বেড়ে যাওয়ার সময়ও যারা অতি মুনাফা অর্জন করেছেন, তাঁদের ওপর কেন বেশি কর আরোপ করা হচ্ছে না?
অন্য একটি ট্যুইটে ইয়েচুরি বলেন, ভারতে বর্তমানে ২০ কোটি কর্মসংস্থান-এর সুযোগ কমে গেছে। কোনো শহুরে কর্মসংস্থানের নিশ্চয়তা ঘোষণা করা হয়নি। MGNREGA-তে বরাদ্দ গত বছরের মতোই ৭৩ হাজার কোটি টাকা রয়েছে, যা আগের বছরগুলির তুলনায় প্রায় ৫০ হাজার কোটি টাকা কম। এটি আমাদের যুব সমাজের জীবিকার ওপর অপরাধমূলক আক্রমণ।
কৃষকদের প্রসঙ্গ টেনে অন্য এক ট্যুইটে ইয়েচুরি বলেন - কৃষকদের আয় দ্বিগুণ করা নিয়ে প্রচার করা হচ্ছে। অর্থমন্ত্রী গর্বের সাথে ঘোষণা করছেন গম এবং ধানের ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার জন্য ২.৩৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি ২০২০-২১ সালের এমএসপি পেমেন্টের চেয়েও কম। ওই বছর এমএসপি দেওয়া হয়েছিলো ২.৪৭৮ লাখ কোটি টাকা। কৃষকদের ওপর অপরাধমূলক হামলা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এদিনই ২০২২-২৩ আর্থিক বছরের বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তাঁর দেড় ঘণ্টার বাজেট বক্তৃতার পরেই একাধিক বিরোধী দলের পক্ষ থেকে বাজেট নিয়ে সমালোচনা শুরু হয়েছে। কংগ্রেসের পাশাপাশি এদিন কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনা করেছেন এনডিএ জোটসঙ্গী জেডি(ইউ) নেতা উপেন্দ্র কুশহাওয়া।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন