দেশের লাভজনক সম্পত্তি বিক্রির তালিকা প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোমবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, আগামী চার বছরের মধ্যেই এই সম্পত্তি বিক্রি করে ৬ লক্ষ কোটি টাকা তোলা হবে।
তালিকায় কী কী আছে? তালিকায় আছে সড়ক, বন্দর, রেল, স্টেডিয়াম, পেট্রো- পরিকাঠামো সবই। চেনা পিপিপি-সহ রকমারি মডেলের সম্পত্তি বিক্রি করে দেওয়া হবে। পোর্টাল খুলে অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকার ওয়ানস্টপ শপ খুলেছে। বেসরকারিকরণের অজুহাত হিসেবে শিল্প পরিকাঠামোর বিনিয়োগ নিয়ে যেসব ভাষণ বহুবার এর আগেও শোনা গিয়েছে, সেই একই ভাষণ এদিন তিনি আউরে গেলেন।
এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে সিপিআই(এম) নেতা সীতারাম ইয়েচুরি বলেন, 'এবার প্রকাশিত হল ভারতের জাতীয় সম্পত্তি লুটের নীলনকশা। অর্থমন্ত্রীর ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনে রয়েছে দেশ ও জনগণের সম্পদ লুটের তালিকা। দেশের সম্পদ বিক্রির প্রতিবাদ করতে হবে সবাইকে, যাতে মোদি সরকার বিক্রি প্রক্রিয়া বন্ধ করতে বাধ্য হয়।'
এনএমপিতে বলা হয়েছে, চারটি পদ্ধতিতে সম্পত্তি বিক্রি হবে। প্রথমত, বাজারদর, দ্বিতীয়ত, পিপিপি পথে, তৃতীয়ত, খাতায় কলমে যে দাম রয়েছে, চতুর্থত, কত আয় হয় তার ভিত্তিতে।
রেলের পরিকাঠামো বিক্রি করে তোলা হবে ১ লাখ ৫২ হাজার কোটি টাকা। ৪০০টি স্টেশন, ১৫০টি ট্রেন বিক্রি করা হবে। ১৫টি রেল স্টেডিয়াম, রেলের ২৪৪ কিলোমিটার লাইন, কঙ্কন রেলওয়ে ৭৪২ কিলোমিটার লাইন বিক্রি হবে। বিক্রির তালিকায় আছে সড়ক পরিকাঠামো, পেট্রোপণ্য, বিভিন্ন বন্দরও।
অর্থমন্ত্রী বাজেট ঘোষণার আগেই জানিয়েছিলেন, এই বছর সম্পত্তি বিক্রি করে আড়াই লক্ষ কোটি টাকা তোলা হবে। এদিন নীতি আয়োগ জানিয়েছে, দু-একটি স্ট্র্যাটেজিক সংস্থা ও সেগুলি পরিকাঠামো ছাড়া সবই বিক্রি করে দেওয়া হতে চলেছে। কোনগুলি স্ট্রাটেজিক সংস্থা হিসেবে বিবেচিত হবে, তাও ঠিক করে দিয়েছে নীতি আয়োগ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন