NCRB Report: রাষ্ট্রবিরোধী কাজ নিয়ে মামলা দায়েরের তালিকায় শীর্ষে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ

People's Reporter: ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) রিপোর্টে দেখা যাচ্ছে ২০২২ সালে শুধুমাত্র উত্তরপ্রদেশে রাষ্ট্রবিরোধী কাজের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ২২০৭টি।
যোগী আদিত্যনাথ
যোগী আদিত্যনাথফাইল ছবি
Published on

২০২২ সালে দেশের মধ্যে সবথেকে বেশি রাষ্ট্রবিরোধী কাজের মামলা দায়ের হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। যোগীরাজ্যের পরেই আছে তামিলনাড়ু। সম্প্রতি প্রকাশিত এনসিআরবি (NCRB) রিপোর্টেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) রিপোর্টে দেখা যাচ্ছে ২০২২ সালে শুধুমাত্র উত্তরপ্রদেশে রাষ্ট্রবিরোধী কাজের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ২২০৭টি। তারপরই আছে তামিলনাড়ু। স্ট্যালিনের রাজ্যে রাষ্ট্রবিরোধী ক্রিয়াকলাপের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৬১৮টি। কেরালাতে হয়েছে ২৯৭টি এবং আসামে হয়েছে ২৯৩টি। পশ্চিমবঙ্গে রাষ্ট্রবিরোধী ক্রিয়াকলাপের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে মাত্র ২১৬টি।

আবার আনলফুল অ্যাকটিভিটিস (প্রিভেনশন) আইন বা UAPA আইনে ২০২২ সালে সবথেকে বেশি মামলা হয়েছে মণিপুরে। সেখানে বিজেপির জোট সরকার রয়েছে। ওই রাজ্যে ইউএপিএ আইনে মামলা হয়েছে ১৬৭টি। আসামে হয়েছে ১৩৩টি মামলা এবং উত্তরপ্রদেশে দায়ের হয়েছে ১০১টি মামলা। পশ্চিমবঙ্গে এই মামলার সংখ্যা মাত্র দু'টি।

আবার ২০২১ সালের অনুপাতে ২০২২ সালে সাইবার ক্রাইমের ঘটনা বেড়েছে ২৪.৪ শতাংশ। ২০২১ সালে দেশে সাইবার ক্রাইমের ঘটনা ঘটেছিল ৫২,৯৭৪টি। যা ২০২২ সালে এই ঘটনা ঘটেছে ৬৫,৮৯৩টি। যার মধ্যে তেলেঙ্গানায় সবথেকে বেশি সাইবার ক্রাইমের ঘটনা ঘটেছে। ওই রাজ্যে সাইবার ক্রাইমের মামলা দায়ের হয়েছে ১৫২৯৭টি। কর্ণাটকে দায়ের হয়েছে ১২৫৫৬টি এবং উত্তরপ্রদেশে রয়েছে ১০১১৭টি মামলা। পশ্চিমবঙ্গে আবার ২০২১-র তুলনায় ২০২২ সালে সাইবার ক্রাইমের সংখ্যা কমেছে। ২০২১ সালে পশ্চিমবঙ্গে সাইবার ক্রাইমের সংখ্যা ছিল ৫১৩টি। ২০২২ সালে কমে হয় ৪০১টি।

এই নিয়ে বিরোধীদের দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে অপরাধের সংখ্যা সবথেকে বেশি। বিজেপির ডবল ইঞ্জিন সরকার বিকল হয়ে যাচ্ছে। সুষ্ঠুভাবে আইনশৃঙ্খলা পরিচালনায় ব্যর্থ বিজেপি সরকার। বিজেপির অবশ্য দাবি, কড়া হাতে আইন নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেই এত বেশি অভিযোগ সামনে আসছে।

যোগী আদিত্যনাথ
NCRB Report: ২২-এ দেশে মহিলা, শিশু, তফশিলি জাতি-উপজাতিদের ওপর অত্যাচারের সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি
যোগী আদিত্যনাথ
SSC Scam: ২০১৬তে নিয়োগপ্রাপ্ত সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীকে নোটিশ পাঠানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in