২০ অক্টোবর জন্মশতবর্ষে পা রাখলেন কেরালা তথা ভারতের প্রবাদপ্রতিম কমিউনিস্ট নেতা ভি এস অচ্যুতানন্দন। ১৯৬৪ সালে যে ৩২ জন নেতা সিপিআই ন্যাশনাল কাউন্সিল থেকে বেরিয়ে এসে সিপিআইএম প্রতিষ্ঠা করেছিলেন ভি এস অচ্যুতানন্দন তাঁদের মধ্যে অন্যতম। তিনিই এই মুহূর্তে জীবিত সিপিআইএম নেতৃত্বের মধ্যে বয়োজ্যেষ্ঠ।
কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন, যিনি ভি এস নামেই সর্বাধিক পরিচিত, গত চার বছর শারীরিক কারণে জনজীবন থেকে নিজেকে অনেকটাই সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। ২০০৬ থেকে ২০১১ তিনি কেরালার বাম সরকারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগের পাঁচ বছর তিনি রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন।
২০১৬ সালে তাঁরই নেতৃত্বে সিপিআইএম তথা বামফ্রন্ট নির্বাচনে লড়াই করলেও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন পিনারাই বিজয়ন। যদিও অচ্যুতানন্দনের সমর্থকরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন।
১৯২৩ সালের ২৩ অক্টোবর আলাপুঝার পুন্নপ্রাতে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ৪ বছর বয়সে মা এবং ১১ বছর বয়সে বাবাকে হারানোর পর তিনি লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হন। সংসার চালাতে দাদার সঙ্গে যোগ দেন দরজির কাজে।
১৯৩৮ সালে ট্রেড ইউনিয়ন আন্দোলনের মধ্য দিয়ে তিনি কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন। ১৯৪০ সালে সিপিআই সদস্যপদ লাভ করেন। ১৯৬৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১০ বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৭ বার জয়ী এবং ৩ বার পরাজিত হন। শেষবার ২০১৬ সালে তিনি মালামপুজা কেন্দ্র থেকে ২৭,১৪২ ভোটে জয়ী হয়েছিলেন।
১৯৬৫ সালে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি আম্বালাপুঝা কেন্দ্র থেকে পরাজিত হন। তিনি নির্বাচনে জয়ী হয়েছেন ১৯৬৭, ১৯৭০, ১৯৯১, ২০০১, ২০০৬, ২০১১ এবং ২০১৬ সালে। ১৯৮০ থেকে ১৯৯২ পর্যন্ত তিনি সিপিআইএম কেরালা রাজ্য কমিটির সম্পাদক ছিলেন ভি এস। ১৯৮৫ থেকে ২০০৯-এর জুলাই পর্যন্ত ছিলেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য ছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন