অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করতে গিয়ে শেষ প্রায় এক বছরে আটক হয়েছেন ৯০,৪১৫ জন ভারতীয়। ইউ এস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন-এর তথ্য অনুসারে ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে মেক্সিকো এবং কানাডা সীমান্ত অঞ্চল দিয়ে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন বিভিন্ন দেশের মোট ২৯,০১,১৪২ জন। যাদের মধ্যে ভারতীয়র সংখ্যা ৯০,৪১৫।
আমেরিকান সংস্থার এই তথ্য অনুসারে প্রতি ঘণ্টায় বৈধ অনুমতি ছাড়া মেক্সিকো এবং কানাডা সীমান্ত দিয়ে আমেরিকায় প্রবেশ করতে গিয়ে আটক হয়েছেন প্রায় ১০ জন ভারতীয়। গত বছর এই একই সময়কালে আটক হয়েছিলেন ৯৬,৯১৭ জন ভারতীয়। সেবার মোট আটক হয়েছিলেন ৩২,০১,১৪৪ জন। ২০২২ সালে এই সংখ্যা ছিল ২৭,৬৬,৫৮২ এবং ২০২১ সালে এই সংখ্যা ছিল ১৯,৫৬,৫১৯ জন। ২০২২ এবং ২০২১ সালে অবৈধভাবে আমেরিকা প্রবেশ করতে গিয়ে আটক ভারতীয়ের সংখ্যা ছিল যথাক্রমে ৬৩,৯২৭ এবং ৩০,৬৬২ জন।
আমেরিকান সংস্থার পক্ষ থেকে সর্বশেষ যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ২০২৩ এর অক্টোবরে ৮,৪৯৯ জন, নভেম্বরে ৭,৪৪০ জন, ডিসেম্বরে ৭,৯৫২ জন, ২০২৪-এর জানুয়ারিতে ৭,৪৯৪ জন, ফেব্রুয়ারিতে ৫,৫৫৮ জন, মার্চে ৬,১৮৯ জন, এপ্রিলে ৬,৯৩১ জন, মে তে ৮,৩৫৩ জন, জুনে ৮,৯৬৪ জন, জুলাইতে ৭,৬৯১ জন, আগস্টে ৭,৫২৮ জন এবং সেপ্টেম্বরে ৭,৮০৬ জন ভারতীয় আটক হয়েছেন। অর্থাৎ সবথেকে বেশি মানুষ আটক হয়েছে চলতি বছরের জুন মাসে।
গত এক বছরে যে সব ভারতীয় আমেরিকায় অবৈধভাবে ঢুকতে গিয়ে আটক হয়েছেন তাদের মধ্যে ২৫,৬১৬ জন আটক হয়েছেন মেক্সিকো দক্ষিণ পশ্চিম সীমান্ত অঞ্চল থেকে এবং ৪৩,৭৬৪ জন আটক হয়েছেন কানাডা উত্তর সীমান্ত অঞ্চল থেকে। বাকিদের অন্যান্য অঞ্চল থেকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত গত বছরের আগস্ট মাসে রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে বিদেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণ জানিয়েছিলেন ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত ২,৪৬,৫৮০ জন ভারতীয় তাদের পাসপোর্ট ত্যাগ করেছেন। যার মধ্যে দিল্লি থেকে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন। যে সংখ্যা ৬০,৪১৪ জন। এর পরেই তালিকায় আছে গুজরাটের নাম। যেখান থেকে ২২,৩০০ জন, গোয়া থেকে ১৮,৬১০ জন এবং কেরালা থেকে ১৬,২৪৭ জন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন।
গত বছরেরই জুন মাসে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক ইন্ডিয়ান এক্সপ্রেসের করা এক আরটিআই-এর উত্তরে জানিয়েছিল ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে ৭০ হাজার ভারতীয় নাগরিক তাদের পাসপোর্ট ত্যাগ করেছেন। ওই বছরের ২৪ মার্চ কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন এই সময়কালে ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন প্রায় ১৬ লক্ষ ভারতীয়।
চলতি বছরের আগস্ট মাসে ফিনান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন ২ লক্ষের বেশি ভারতীয়। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তথ্য উদ্ধৃত করে একথা জানায় ওই সংবাদমাধ্যম।
আপ সাংসদ রাঘব চাড্ডার করা এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কিরিটি বর্ধন সিং ওই সময় রাজ্যসভায় জানান, ২০২৩-এ নাগরিকত্ব ছেড়েছেন ২,১৬,২১৯ জন, ২০২২-এ ২,২৫,৬২০ জন, ২০২১-এ ১,৬৩,৩৭০ জন, ২০২০-তে ৮৫,২৫৬ জন এবং ২০১৯-এ ১,৪৪,০১৭ জন ভারতীয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন