CPIM: 'বাংলায় বদল আনতে' ডিজিটাল মার্কেটিং সহ একাধিক ক্ষেত্রে কর্মী নিয়োগ করছে রাজ্য সিপিআইএম

People's Reporter: ৫টি ক্ষেত্রে নিয়োগের কথা বলা হয়েছে। পলিটিক্যাল অ্যানালিস্ট (৪-৮ বছরের অভিজ্ঞতা), পলিটিক্যাল ইন্টার্ন (১-৩ বছরের অভিজ্ঞতা), কনটেন্ট রাইটার (মাস কম স্পেশালিস্ট) (২-৬ বছরের অভিজ্ঞতা)।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি - সংগৃহীত
Published on

এবার সম্পূর্ণ নতুন উদ্যোগ সিপিআইএম-এর? দলের নামে না হলেও শুক্রবার সকালে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ফেসবুক পেজ থেকে নতুন ধরণের এক পোষ্ট ইতিমধ্যেই সকলের কৌতূহল সৃষ্টি করেছে। যে পোস্টের শুরুতেই বলা হয়েছে, ‘বাংলায় বদল আনতে আমাদের শক্তিশালী দলে যোগ দিন’। যাকে কেউ বলেছেন ‘সাধু উদ্যোগ’ তো কেউ বলেছেন ‘অন্য আদলে যুগোপযোগী সিপিআইএম। সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে পোস্টটি।

এদিনের পোষ্টারে পাঁচটি ক্ষেত্রে নিয়োগের কথা জানানো হয়েছে। যার মধ্যে আছে পলিটিক্যাল অ্যানালিস্ট (৪ থেকে ৮ বছরের অভিজ্ঞতা), পলিটিক্যাল ইন্টার্ন (১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা), কনটেন্ট রাইটার (মাস কমিউনিকেশন স্পেশালিস্ট) (২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা), গ্রাফিক্স ডিজাইনারস (২ থেকে ৭ বছরের অভিজ্ঞতা) এবং ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ (৫ বছরের বেশি অভিজ্ঞতা)।

এই পোষ্টে মন্তব্য করতে গিয়ে অনেকেই সাধুবাদ জানালেও কেউ কেউ বিরূপ মন্তব্যও করেছেন। জনৈক অর্কপ্রভ চক্রবর্তী যেমন লিখেছেন, “অতএব, এতদ্বারা প্রমাণিত হইল “সবার ওপর বাজার সত্য”। দীপক ভট্টাচার্য এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে লিখেছেন, “একদম সময়োপযোগী সঠিক উদ্যোগ।”

মহম্মদ সেলিমের ফেসবুক পোষ্ট
মহম্মদ সেলিমের ফেসবুক পোষ্টছবি মহম্মদ সেলিমের ফেসবুক পেজ থেকে স্ক্রীনশট

যদিও ঠিক কী কারণে এই পোষ্ট অথবা কেন এইসব ক্ষেত্রে প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে নিয়োগের পথে হাঁটতে চলেছে তা এখনও স্পষ্ট নয়। দলের সোশ্যাল মিডিয়া পেজ থেকেও সেলিমের এই পোস্ট শেয়ার করা হয়েছে। উল্লেখ্য, এতদিন পর্যন্ত দলের ভেতর থেকেই বাছাই করে এইধরনের কাজ পরিচালনা করা হত। সেখানে দলীয় সদস্য হওয়াই প্রধান মানদণ্ড ছিল।

অনুমান করা যায়, ২০২৬ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই আঁটঘাট বেঁধেই নামতে চাইছে সিপিআইএম। সম্ভবত দলীয় প্রচারকে নতুন আঙ্গিকে পেশ করার জন্যই নিজেদের প্রচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছে আলিমুদ্দিন। যার অঙ্গ হিসেবেই উপরোক্ত পাঁচটি ক্ষেত্রে দক্ষ কর্মীর সন্ধান করছে বঙ্গ সিপিআইএম।

এর আগেই দলের সোশ্যাল মিডিয়া প্রচারে অনেকটাই অভিনবত্ব এনেছে সিপিআইএম। সপ্তাহে দু’দিন খবরের পাশাপাশি বর্তমান রাজনৈতিক ঘটনাবলীর ওপর আকর্ষণীয় ছোটো ভিডিও, রিলস প্রচারে নজর কেড়েছে। হয়তো নতুনভাবে কর্মী নিয়োগ করে সোশ্যাল মিডিয়াতে নিজেদের উপস্থিতি আরও জোরদার করতে চাইছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।  

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in