ADR: জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলায় শীর্ষে BJP! রাজ্য হিসেবে এগিয়ে বাংলা

People's Reporter: সম্প্রতি দেশের বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে থাকা নারী নির্যাতনের মামলা নিয়ে একটি রিপোর্ট পেশ করে এডিআর।
ADR: জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলায় শীর্ষে BJP! রাজ্য হিসেবে এগিয়ে বাংলা
ছবি - প্রতীকী
Published on

এই মুহূর্তে গোটা দেশের মোট ১৫১ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রয়েছে। রাজ্যভিত্তিক জনপ্রতিনিধিদের তালিকায় শীর্ষে পশ্চিমবঙ্গ এবং দলগত হিসেবে শীর্ষে বিজেপি। এই তথ্যই জানা যাচ্ছে এডিআর-র রিপোর্টে।

সম্প্রতি দেশের বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে থাকা নারী নির্যাতনের মামলা নিয়ে একটি রিপোর্ট পেশ করে এডিআর। ২০১৯-২০২৪ সাল পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে জমা পড়া প্রার্থীদের হলফনামা খতিয়ে দেখে সংস্থাটি। সেই হলফনামার ভিত্তিতে এই রিপোর্ট পেশ করেছে এডিআর।

বর্তমানে দেশে ১৩৫ জন জয়ী বিধায়ক ও ১৬ জন জয়ী সাংসদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। দলগত পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশে সবথেকে বেশি অভিযোগ রয়েছে বিজেপি সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে। ৪৪ জন জয়ী বিজেপি বিধায়ক এবং ১০ জন জয়ী বিজেপি সাংসদ মিলিয়ে মোট ৫৪ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। কংগ্রেসের ২৩ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে (২২ জন বিধায়ক ও ১ জন সাংসদ)। টিডিপির ১৭ জন বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ আছে।

আপের ১৩ জন বিধায়ক নিজেদের বিরুদ্ধে থাকা নারী নির্যাতনের অভিযোগের কথা জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের ১০ জন বিধায়কের বিরুদ্ধে এই একই অভিযোগ রয়েছে। ৫ জন নির্দল বিধায়ক এবং ১ জন নির্দল সাংসদের বিরুদ্ধেও নারী নির্যাতনের মামলা রয়েছে। আরজেডির ৪ জন বিধায়ক ও ১ জন সাংসদ একই মামলায় অভিযুক্ত। সিপিআইএম-র ১ জয়ী বিধায়কের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।

রাজ্যভিত্তিক সমস্ত দলের জনপ্রতিনিধির বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে শীর্ষে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ২৫ জন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের ২১ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রয়েছে। ওড়িশার ১৭ জন, দিল্লির ১৩ জন, মহারাষ্ট্রের ১৩ জন, বিহারের ৯ জন, কর্ণাটকের ৭ জন, রাজস্থানের ৬ জন, মধ্যপ্রদেশে, কেরালা এবং তেলেঙ্গানার ৫ জন করে, গুজরাট, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশের ৪ জন করে জনপ্রতিনিধির বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা আছে।

১৫১ জন জনপ্রতিনিধির মধ্যে ১৪ জন বিধায়ক ও ২ সাংসদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। মধ্যপ্রদেশের ২ জন বিধায়ক, পশ্চিমবঙ্গের ১ জন বিধায়ক ও ১ জন সাংসদ, অন্ধ্রপ্রদেশ, আসাম, দিল্লি, গোয়া, গুজরাট, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, ওড়িশা এবং তামিলনাড়ুরর ১ জন করে বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। তেলেঙ্গানার একটি সাংসদের বিরুদ্ধেও ধর্ষণের মামলা রয়েছে।

বিজেপির ৩ জন বিধায়ক ও ২ জন সাংসদ, কংগ্রেসের ৫ জন বিধায়ক এবং আপ, তৃণমূল, AIUDF, ভারত আদিবাসী পার্টি, বিজেডি এবং টিডিপির ১ জন করে বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে।

ADR: জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলায় শীর্ষে BJP! রাজ্য হিসেবে এগিয়ে বাংলা
বুদ্ধবাবুর স্মরণসভায় 'We Want Justice' স্লোগান! তিলোত্তমার বিচারে দাবিতে সরব বাম নেতারা
ADR: জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলায় শীর্ষে BJP! রাজ্য হিসেবে এগিয়ে বাংলা
R G Kar Hospital Case: ‘গত ৩০ বছরে এমন মামলা দেখিনি’ - আর জি কর কাণ্ডে একাধিক প্রশ্ন সুপ্রিম কোর্টের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in