Modi 3.0: পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পার্থক্য কী? বেতন কত? কী কী বাড়তি সুবিধা পান?

People's Reporter: তিন ধরণের মন্ত্রী থাকে মন্ত্রিসভায়। যার মধ্যে সবথেকে ক্ষমতাশীল হল ক্যাবিনেট মন্ত্রী বা পূর্ণমন্ত্রী। এরপর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং সব শেষে প্রতিমন্ত্রী।
মোদীর নতুন মন্ত্রিসভা
মোদীর নতুন মন্ত্রিসভা ছবি - সংগৃহীত

রবিবার রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী। পাশাপাশি, এদিন মোদীর নতুন মন্ত্রিসভার ৭২ জন মন্ত্রীও শপথ গ্রহণ করেন। যার মধ্যে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। মোদী সরকারের সবচেয়ে বড়ো মন্ত্রিসভা এটাই। ইতিমধ্যে দপ্তরও বণ্টন হয়ে গেছে।

তিন ধরণের মন্ত্রী থাকে মন্ত্রিসভায়। যার মধ্যে সবথেকে ক্ষমতাশীল হল ক্যাবিনেট মন্ত্রী বা পূর্ণমন্ত্রী। এরপর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং সব শেষে প্রতিমন্ত্রী। আর প্রতিমাসে মন্ত্রীরা আলাদা করে ভাতা পান। এই তিন মন্ত্রীর মধ্যে কী কী পার্থক্য আছে –

ক্যাবিনেট মন্ত্রী – ক্যাবিনেট মন্ত্রীরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করেন। তাঁদের যে মন্ত্রকই দেওয়া হোক না কেন, পুরো দায়িত্ব তাঁদের ওপরই বর্তায়। একজন ক্যাবিনেট মন্ত্রীকে একাধিক মন্ত্রণালয় দেওয়া যেতে পারে। মন্ত্রিপরিষদ মন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকা আবশ্যক। সরকার মন্ত্রিসভার বৈঠকেই সব সিদ্ধান্ত নেয়।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী – ক্যাবিনেট মন্ত্রীর পর রয়েছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। এই মন্ত্রীরাও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করেন। রয়েছে তাঁদের নিজস্ব মন্ত্রণালয়। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা যোগ দেন না মন্ত্রিসভায়।

প্রতিমন্ত্রী – মন্ত্রিপরিষদকে সহায়তার জন্য এই মন্ত্রী পদ তৈরি করা হয়। এদের রিপোর্ট করতে হয় ক্যাবিনেট মন্ত্রীদের কাছে। মন্ত্রিপরিষদের অনুপুস্থিতিতে পুরো মন্ত্রণালয় বর্তায় প্রতিমন্ত্রীর উপর। প্রতিমন্ত্রীরাও মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন না।

কী কী সুবিধা পেয়ে থাকেন মন্ত্রীরা

প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিমন্ত্রী প্রত্যেকেই সাধারণ সাংসদের তুলনায় কিছুটা বাড়তি ভাতা পেয়ে থাকেন। প্রতি মাসে প্রধানমন্ত্রী ৩,০০০ টাকা, মন্ত্রিপরিষদ মন্ত্রী ২,০০০ টাকা, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ১,০০০ টাকা এবং প্রতিমন্ত্রী ৬০০ টাকা আতিথেয়তা ভাতা পান। এই ভাতা আসলে আতিথেয়তার জন্য। মন্ত্রীদের সঙ্গে দেখা করতে আসা লোকজনের আতিথেয়তার জন্য ব্যয় করা হয়। বাকি সমস্ত বেতন ও ভাতা অন্যান্য সাংসদদের মতোই।

অর্থাৎ একজন লোকসভা সাংসদ বেতন-ভাতা মিলিয়ে প্রতি মাসে মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা পান। যেখানে প্রধানমন্ত্রী পান ২ লক্ষ ৩৩ হাজার টাকা, মন্ত্রিপরিষদ মন্ত্রী পান ২ লক্ষ ৩২ হাজার টাকা, প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) পান ২ লক্ষ ৩১ হাজার টাকা। এবং প্রতিমন্ত্রী পান ২,৩০,৬০০ টাকা।

 

মোদীর নতুন মন্ত্রিসভা
Modi 3.0: ঘোষণা করা হল দপ্তর, পুরনো মুখেই ভরসা মোদীর! কার হাতে কোন মন্ত্রক? দেখুন তালিকা
মোদীর নতুন মন্ত্রিসভা
১০ থেকে ৭ - কমল মোদীর মন্ত্রিসভায় মহিলা সদ্যসের সংখ্যা! কারা রইলেন, কারাই বা বাদ পড়লেন?
মোদীর নতুন মন্ত্রিসভা
৭২ জনের মন্ত্রিসভায় যোগীরাজ্যের ১০, বিহারের ৮; বাকি কোন রাজ্যের কত? দেখে নিন সম্পূর্ণ তালিকা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in