World University Rankings: বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ৯১ প্রতিষ্ঠান, দেখুন তালিকা

People's Reporter: এবারের তালিকায় ভারতের ৯১টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নেওয়ায় বিশ্বের মধ্যে সেরা দেশের ক্রমতালিকায় দু ধাপ উঠে এসেছে ভারত। গত বছর ষষ্ঠ স্থান অধিকার করেছিল ভারত, এবার রয়েছে চতুর্থ স্থানে।
ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স
ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সফাইল ছবি
Published on

ব্রিটিশ ম্যাগাজিন টাইমস হাইয়ার এডুকেশন (THE) কর্তৃক প্রকাশিত বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় আবারও ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তকমা পেল ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স(IISc)। গত বছরের তুলনায় এবারে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির ফলাফল ভালো। গত বছর ওই তালিকায় ভারতের মোট ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছিল, কিন্তু এবছরের তালিকায় রয়েছে ৯১টি শিক্ষা প্রতিষ্ঠান।

প্রতিবছরই বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় নিয়ে একটি তালিকা প্রকাশ করে ইংল্যান্ডের শিক্ষামূলক ম্যাগাজিন টাইমস হাইয়ার এডুকেশন। এবারে সেই তালিকায় ভারতের ৯১টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নেওয়ায় বিশ্বের মধ্যে শিক্ষাক্ষেত্রে সেরা দেশের ক্রমতালিকায় দুই ধাপ উপরে উঠে এসেছে ভারত। গত বছর ষষ্ঠ স্থান অধিকার করেছিল ভারত। সেখানে এবারে ভারত রয়েছে চতুর্থ স্থানে। পাশাপাশি, ২০১৭ সালের পর আবার সেরা ২৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ‘কামব্যাক’ করেছে IISc (Indian Institute of Science)।

ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স-এর পাশাপাশি এবারের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে আন্না বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রভৃতি। অন্যদিকে, বিশ্বের সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে IIT গুয়াহাটি এবং IIT ধানবাদও। আবার প্রথমবারের জন্য সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে জয়পুরের মালব্য ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজিও।

অন্যদিকে, টানা চারবছর র‍্যাঙ্কিংয়ে স্বচ্ছতা ও মান নিয়ে প্রশ্ন তুলে এই র‍্যাঙ্কিংকে বয়কট করেছে ভারতের প্রথমসারির সাতটি ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স। তার মধ্যে রয়েছে আইআইটি বম্বে, দিল্লি, গুয়াহাটি, খড়গপুর, মাদ্রাজ, রুরকি এবং কানপুর। প্রসঙ্গত, গত বছরেই বয়কট ছেড়ে র‍্যাঙ্কিংয়ে যোগ দিয়েছে IIT গুয়াহাটি।

এই তালিকা অনুযায়ী এবছর বিশ্বসেরা হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে আছে স্ট্যানফোর্ড। তৃতীয় স্থানে আছে ম্যাসেচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। এরপর আছে যথাক্রমে হারভার্ড, কেমব্রিজ, প্রিন্সটন, ক্যালিফোর্নিটা ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং ইয়েল বিশ্ববিদ্যালয়।   

এখানে বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং ২০২৪-এ স্থান পাওয়া ভারতীয় প্রতিষ্ঠানগুলির তালিকা রয়েছে -

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর

আন্না বিশ্ববিদ্যালয়

জামিয়া মিলিয়া ইসলামিয়া

মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়

শূলিনি ইউনিভার্সিটি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সেস

আলগাপ্পা বিশ্ববিদ্যালয়

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়

ভরথিয়ার বিশ্ববিদ্যালয়

আইআইটি গুয়াহাটি

আইআইটি (ইন্ডিয়ান স্কুল অফ মাইনস) ধানবাদ

আইআইটি পাটনা

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, হায়দ্রাবাদ

জামিয়া হামদর্দ বিশ্ববিদ্যালয়

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়

কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, ভুবনেশ্বর

মালব্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি

মনিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রাউরকেলা

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শিলচর

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়

সাভিথা ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল সায়েন্স

থাপার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি

ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি

অ্যামিটি বিশ্ববিদ্যালয়

অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম

বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স, পিলানি

ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি

দিল্লি বিশ্ববিদ্যালয়

দিল্লি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, পুনে

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গান্ধীনগর

ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি দিল্লি

জওহরলাল নেহেরু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনন্তপুর (জেএনটিইউএ)

জেপি ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি

জেএসএস একাডেমি অফ হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ

কালাসালিঙ্গম একাডেমি অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন

লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তিরুচিরাপল্লী

পেট্রোলিয়াম এনার্জি স্টাডিজ বিশ্ববিদ্যালয়, দেরাদুন

সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়

শ্রী মাতা বৈষ্ণো দেবী বিশ্ববিদ্যালয়

শিক্ষা 'ও' অনুসন্ধান

ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স
"মুসলিম ঘৃণার পুরস্কার": সাংসদ রমেশ বিধুরিকে নির্বাচনে বড় দায়িত্ব দেওয়ায় বিজেপিকে কটাক্ষ বিরোধীদের
ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স
Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতিতে ফের তলব অভিষেককে, ইডির র‍্যাডারে তৃণমূল সাংসদের মা-বাবাও!
ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স
MS Swaminathan: ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন প্রয়াত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in