Copa America 2024: লাতিন আমেরিকায় আর্জেন্টাইন কোচদের দাপট, ১০ দলে কমপক্ষে একজন লা লিগার ফুটবলার

Peoples Reporter: কোপা আমেরিকার ১৬ দলের মধ্যে ১০টি দলে কমপক্ষে একজন করে লা লিগা খেলার ফুটবলার রয়েছে।
Copa America 2024: লাতিন আমেরিকায় আর্জেন্টাইন কোচদের দাপট, ১০ দলে কমপক্ষে একজন লা লিগার ফুটবলার
ছবি - প্রতীকী
Published on

কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলভারেজ ও মার্টিনেজের গোলে জয় ছিনিয়ে নেয় লিও স্কালোনির দল। আর কোপা আমেরিকাতেও যে লা লিগার ছোঁয়া রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

কোপা আমেরিকার ১৬ দলের মধ্যে ১০টি দলে কমপক্ষে একজন করে লা লিগা খেলার ফুটবলার রয়েছে। যার মধ্যে ব্রাজিলে খেলছেন ৭ জন লা লিগায় খেলছেন এমন ফুটবলার। আর্জেন্টিনা এবং উরুগুয়ের দলে রয়েছে ৫ জন করে লা লিগা খেলছেন এমন প্লেয়ার। পাশাপাশি কোপা আমেরিকার ১৬ দলের মধ্যে এমন ৭টি দল আছে যাদের কোচ আর্জেন্টিনার।

ব্রাজিল: এন্ড্রিক (রিয়েল মাদ্রিদ), ভিনিসিয়াস জুনিয়র (রিয়েল মাদ্রিদ), রড্রিগো (রিয়েল মাদ্রিদ), এডের মিলিশাও (রিয়েল মাদ্রিদ), রাফিনহা (এফসি বার্সেলোনা), ইয়ান কুটো (জিরোনা এফসি), সাভিনহো (ব্রাজিল)।

আর্জেন্টিনা: নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), রড্রিগো দ্য পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), জার্মান পেজেলা (রিয়েল বেটিস), গুইডো রড্রিগেজ (রিয়েল বেটিস) এবং মার্কোস অ্যাকুনা (সেভিয়া এফসি)।

উরুগুয়ে: ফেদে ভালভার্দে (রিয়েল মাদ্রিদ), রোনাল্ড আরাউজো (এফসি বার্সেলোনা), হোসে মারিয়া গিমেনেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), ব্রায়ান ওকাম্পো (কাডিজ সি এফ) এবং ফ্যাকুন্ডো পেলিস্ট্রি (গ্রানাডা সি এফ)।

ভেনেজুয়েলা: ইয়াঙ্গেল হেরেরা (জিরোনা এফসি), জন আরামবুরু (রিয়েল সোসিয়াদাদ) এবং ডারউইন মাচিস (কাডিজ সি এফ)।

মার্কিন যুক্তরাষ্ট্র: জনি কার্ডোসো (রিয়েল বেটিস) এবং লুকা দে লা টোরে (আর সি সেল্টা)।

এছাড়া বলিভিয়ার জাউমে কুয়েলার খেলছেন বার্সেলোনার 'বি' দল থেকে। চিলির ক্লাউডিও ব্রাভো রিয়েল বেটিসের হয়ে খেলেন। কলোম্বিয়ার জোহান মোজিকা লা লিগার সি এ ওসাসুনার হয়ে খেলেন। প্যারাগুয়ের ওমর আলদেরেতে খেলেন গেটাফে সি এফ-র হয়ে। কানাডার সাইল লারিন খেলেন আরসিডি ম্যালোর্কাতে এবং মেক্সিকোর সেজার মন্টেস খেলেন ইউ ডি আলমেরিয়া ক্লাবের হয়ে।

অন্যদিকে কোপা আমেরিকায় এমন ৭ টি দেশ রয়েছে যাদের হেড কোচ একজন আর্জেন্টাইন:

আর্জেন্টিনা - লিওলেন স্কালোনি

উরুগুয়ে - মার্সেলো বিয়েলসা

প্যারাগুয়ে - ড্যানিয়েল গার্নেরো

ভেনেজুয়েলা - ফার্নান্দো বাতিস্তা

কোস্টারিকা - গুস্তাভো আলফারো

কলোম্বিয়া - নেস্টর লরেঞ্জো

চিলি - রিকার্ডো গ্যারেকা

Copa America 2024: লাতিন আমেরিকায় আর্জেন্টাইন কোচদের দাপট, ১০ দলে কমপক্ষে একজন লা লিগার ফুটবলার
রবার্তো বাজ্জিয়োর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব! আহত হয়ে হাসপাতালে ভর্তি ইতালির প্রাক্তন তারকা
Copa America 2024: লাতিন আমেরিকায় আর্জেন্টাইন কোচদের দাপট, ১০ দলে কমপক্ষে একজন লা লিগার ফুটবলার
UEFA EURO 2024: ফ্রান্সের মুখোমুখি নেদারল্যান্ডস, ডাচদের হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করতে মরিয়া এমবাপ্পেরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in