বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশীপে ইতিহাস! ভারতের হয়ে সোনা জয় ১৭ বছরের অদিতির

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশীপের ফাইনালের মোট পয়েন্ট ছিল ১৫০। যার মধ্যে অদিতি পান ১৪৯। মেক্সিকোর আন্দ্রেয়া বেকেরা অর্জন করতে পারেন ১৪৭ পয়েন্ট।
অদিতি গোপীচাঁদ স্বামী
অদিতি গোপীচাঁদ স্বামীছবি - ওয়ার্ল্ড আর্চারির ট্যুইটার
Published on

মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বসেরা অদিতি গোপীচাঁদ স্বামী। যুব বিশ্ব চ্যাম্পিয়নশীপে সোনা জেতার পর তিরন্দাজিতে ব্যক্তিগত বিভাগে ভারতের হয়ে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হলেন তিনি। মেক্সিকাআন প্রতিপক্ষকে হারিয়ে এই নজির গড়েছেন তিনি।

শনিবার মহিলাদের ব্যক্তিগত কমপাউন্ড ফাইনালে ইতিহাস সৃষ্টি করেছেন অদিতি। বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশীপের ফাইনালের মোট পয়েন্ট ছিল ১৫০। যার মধ্যে অদিতি পান ১৪৯। মেক্সিকোর আন্দ্রেয়া বেকেরা অর্জন করতে পারেন ১৪৭ পয়েন্ট।

খেলার শুরুতেই অ্যাডভান্টেজ পান ভারতীয় ক্রীড়াবিদ। প্রথম তিনটি তিরই তিনি বোর্ডের সেন্টারের খুবই কাছে রাখেন। তারপরই তিনি এক পয়েন্টের লিড নিয়ে নেন। প্রথম চারটি রাউন্ডে তিনি তিন পয়েন্টের লিড পান।

ঐতিহাসিক জয়ের পর অদিতি বলেন, 'আমার সমস্ত প্রচেষ্টা সফল হয়েছে। আমি শুধু পোডিয়ামে ৫২ সেকেন্ডের জাতীয় সঙ্গীত শোনার অপেক্ষায় ছিলাম। এটা সবে শুরু। এরপর আমি এশিয়ান গেমসে ভারতের হয়ে সোনা জিততে চাই'।

উল্লেখ্য, শুক্রবারই ভারতীয় মহিলা দল কম্পাউন্ড বিভাগে সোনা জিতেছিল। সেই দলেরও সদস্য ছিলেন অদিতি। মেক্সিকোকে ২৩৫-২২৯ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন তাঁরা। অদিতি ছাড়াও আরও দু'জন হলেন জ্যোতি সুরেখা ভেন্নাম এবং পরনীত কৌর।

অদিতি গোপীচাঁদ স্বামী
IND VS WI: শুবমন বা ঈশান নন, 'ভারতের ভবিষ্যত লুকিয়ে' এই তরুণের মধ্যে! দাবি প্রাক্তন তারকার
অদিতি গোপীচাঁদ স্বামী
মণিপুরে ৬৪৩ কোটির স্পোর্টস ইউনিভার্সিটি! জাতিগত দাঙ্গা থেকে নজর ঘোরাতেই কি নয়া অঙ্ক কেন্দ্রের?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in