Schillaci: প্রয়াত স্কিলাচি, ৯০ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী ইতালিয়ান ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া

People's Reporter: বুধবার সকালে সালভাতোরের মৃত্যুর খবর জানানো হয়। ২০২২ সাল থেকেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন ইতালিয়ান ফুটবলার।
সালভাতোর স্কিলাচি
সালভাতোর স্কিলাচিছবি - সংগৃহীত
Published on

প্রয়াত ১৯৯০ ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তথা প্রাক্তন ইতালিয়ান স্ট্রাইকার সালভাতোর স্কিলাচি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৯ বছর।

বুধবার সকালে সালভাতোরের মৃত্যুর খবর জানানো হয়। ২০২২ সাল থেকেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন ইতালিয়ান ফুটবলার। অবস্থার অবনতি হওয়ার কারণে তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

ইন্টার মিলানের পক্ষ থেকে এক্স মাধ্যমে (পূর্বতন ট্যুইটার) তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়েছে। সেখানে লেখা হয়, "১৯৯০ সালের রাতগুলিতে (বিশ্বকাপের ম্যাচে) ইতালিবাসীকে স্বপ্ন দেখিয়েছিলেন। তোতোর মৃত্যুতে ইন্টার মিলান পরিবার তাঁর পরিবারের পাশে আছে"।

ফুটবল মহলে সালভাতোর 'তোতো' নামেই পরিচিতি ছিলেন। দেশের হয়ে ১৯৯০ সালে অভিষেক হয় সালভাতোরের। জাতীয় দলের হয়ে ১৬ ম্যাচে ৭টি গোলও করেছেন। যার মধ্যে ৬টি গোল এসেছিল বিশ্বকাপের মঞ্চে। সর্বোচ্চ গোলদাতা হয়ে সোনার বুট জিতেছিলেন তিনি। পাশাপাশি টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসেবে গোল্ডেন বলও জিতেছিলেন স্কিলাচি। যদিও সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়নি ইতালি। সালভাতোরদের থামতে হয়েছিল তৃতীয় স্থানে।

জাতীয় দলের হয়ে বেশি সুযোগ না পেলেও ক্লাব কেরিয়ারে দাপটের সাথে খেলেছিলেন এই ফুটবলার। ১৯৮২-১৯৮৯ পর্যন্ত খেলেন মেসিনা ক্লাবে ২১৯ ম্যাচে ৬১টি গোল করেছিলেন। ১৯৮৯-১৯৯২ পর্যন্ত খেলেন জুভেন্তাসে। ইতালির এই ক্লাবের হয়ে ৯০ ম্যাচে ২৬টি গোল করেছিলেন। ১৯৯২-৯৪ পর্যন্ত খেলেন ইন্টার মিলানে। সেখানে ৩০ ম্যাচ খেলে ১১টি গোল করেছিলেন। জুবিয়ো ইওয়াতা ক্লাবের হয়ে ৭৮ ম্যাচে ৫৬টি গোল করেছিলেন। ১৯৯৪-৯৭ সাল পর্যন্ত এই ক্লাবে খেলেছিলেন।

সালভাতোর স্কিলাচি
যুবভারতীতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র অভিযান শুরু করছে মোহনবাগান, প্রতিপক্ষ রাভশন এফসি
সালভাতোর স্কিলাচি
Asian Champions Trophy: চীনা 'প্রাচীর' টপকে এশিয়া সেরা ভারতীয় হকি দল, তৃতীয় পাকিস্তান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in