আর্থিক কারণে ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজন করার দায়িত্ব থেকে হাত তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এই সুযোগকেই কাজে লাগাতে পারে ভারত। সূত্রের খবর, কমনওয়েলথ গেমস আয়োজন করার জন্য আগ্রহ প্রকাশ করেছে গুজরাট। তবে এখনও কিছুই চূড়ান্ত নয়।
২০২৬ কমনওয়েলথ গেমস হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে। যার জন্য খরচ হবে হাজার হাজার কোটি টাকা (ভারতীয় মুদ্রার হিসেবে)। সেই পরিমাণ টাকা দিতে রাজি নয় ভিক্টোরিয়া প্রদেশের আধিকারিকরা। তাহলে কোথায় হবে কমনওয়েলথ গেমস? সূত্রের খবর, গুজরাটের আহমেদাবাদে হতে পারে এই ক্রীড়া প্রতিযোগিতা। গুজরাট সরকারও আগ্রহ প্রকাশ করেছে।
গুজরাট সরকারের এক আধিকারিকের দাবি, ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের লক্ষ্য নিয়ে আহমেদাবাদে কাজ চলছে। সাথে ২০৩০ সালের কমনওয়েলথ গেমসও আয়োজনের কথা চলছিল। কাজ যেভাবে চলছে তাতে ২০২৬ সালের মধ্যে আহমেদাবাদে কমনওয়েলথ গেমস আয়োজন করা যাবে। আশা করছি কেন্দ্রীয় সরকারও তাতে সাহায্য করবে।
প্রসঙ্গত, সোমবার ভিক্টোরিয়া প্রদেশের ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, 'প্রথমে ঠিক হয়েছিল ১১ হাজার কোটি টাকায় (ভারতীয় মুদ্রায়) গোটা টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হব। কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ পৃথক। এখন দেখা যাচ্ছে কমনওয়েলথ গেমসের জন্য সরকারি কোষাগার থেকে ৩৯ হাজার কোটি টাকা খরচ করতে হবে। যা কার্যত অসম্ভব। আর শিক্ষা ও স্বাস্থ্য খাত থেকে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য খরচ করাতে আমরা আগ্রহী নই। তাই ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজন করা ভিক্টোরিয়ার পক্ষে সম্ভব নয়'।
শেষ বার ভারত কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল ২০১০ সালে। ১৫ বছর পর ফের কি এই আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে? তা সময়ই বলবে। আর কোনও দেশ যদি কমনওয়েলথ গেমস আয়োজন না করে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম এই প্রতিযোগিতা বাতিল হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন