Paris Paralympics 24: ৬ দিনে ২১ পদক! প্যারালিম্পিক্সে দারুণ ছন্দে ভারতীয় অ্যাথলিটরা

People's Reporter: ৬ দিনে ৩টি সোনা, ৮টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। ভারতের হয়ে শেষ পদকটি জিতেছেন সচীন সার্জেরাও খিলাড়ি।
Paris Paralympics 24: ৬ দিনে ২১ পদক! প্যারালিম্পিক্সে দারুণ ছন্দে ভারতীয় অ্যাথলিটরা
ছবি - Sportwalk Media-র এক্স হ্যান্ডেল
Published on

৩০ বছরের ইতিহাসে এই প্রথম প্যারালিম্পিক্সে শট পুটে পদক জিতলেন কোনও ভারতীয়। শটপুটে রুপোর পদক জিতলেন সচীন সার্জেরাও খিলাড়ি। এই নিয়ে ৬ দিনে মোট ২১টি পদক জিতল ভারত।

অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে ২০২৪ প্যারালিম্পিক্স অভিযান শুরু হয়েছে ভারতের। ৬ দিনে ৩টি সোনা, ৮টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। ভারতের হয়ে শেষ পদকটি জিতেছেন সচীন সার্জেরাও খিলাড়ি। ১৬.৩২ মিটার লোহার বল থ্রো করে রুপোর পদক জিতেছেন তিনি। এই বিভাগে সোনার পদক জিতেছেন কানাডার গ্রেগ স্টুয়ার্ট। তিনি ছুঁড়েছেন ১৬.৩৮ মিটার।

এখনও পর্যন্ত ভারতের জেতা পদক তালিকা -

সোনার পদক -

অবনী লেখারা (১০ মিটার এয়ার রাইফেল)

নীতেশ কুমার (ব্যাডমিন্টন, পুরুষদের সিঙ্গেলস)

সুমিত (পুরুষদের জ্যাভলিন)

রুপোর পদক -

নিশাদ কুমার (পুরুষদের হাই জাম্প)

মনীশ নারওয়াল (পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল)

যোগেশ কাথুনিয়া (পুরুষদের ডিসকাস থ্রো)

তুলসীমাতী মুরুগেসন (ব্যাডমিন্টন, মহিলাদের সিঙ্গেলস)

সুহাস ( ব্যাডমিন্টন, পুরুষদের সিঙ্গেলস)

অজিত সিং (পুরুষদের জ্যাভলিন)

শরদ কুমার (পুরুষদের হাইজাম্প)

সচীন সার্জেরাও খিলাড়ি (শট পুট)

ব্রোঞ্জ পদক -

মারিয়াপ্পান থাঙ্গাভেলু (পুরুষদের হাইজাম্প)

সুন্দর সিং গুরুজার (পুরুষদের জ্যাভলিন)

দীপ্তি জিভাঞ্জি (মহিলাদের ৪০০ মিটার)

মনীশা রামাদাস (ব্যাডমিন্টন, মহিলাদের সিঙ্গেলস)

ভারত দলগত বিভাগ তিরন্দাজি মিক্সড বিভাগ

মোনা আগারওয়াল (মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল)

প্রীতি পাল (মহিলাদের ১০০ মিটার দৌড়)

রুবিনা ফ্রান্সিস (মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল)

প্রীতি পাল (মহিলাদের ২০০ মিটার দৌড়)

নিত্যা শ্রী সুমতী শিবন (মহিলাদের সিঙ্গেলস, ব্যাডমিন্টন)

গত প্যারা অলিম্পিক্সে ভারত জিতেছিল মোট ১৯টি পদক। যার মধ্যে ৫টি সোনা, ৮টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ পদক রয়েছে। ২০১৬ প্যারালিম্পিক্সে ভারত ২টি সোনা, ১টি রুপো এবং ১টি ব্রোঞ্জ পদক জিতেছিল। ২০১২ প্যারালিম্পিক্সে ১টি রুপো জিতেছিল ভারত।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in