ZIM vs GAM: ৩৪৪ রানের রেকর্ড ব্রেকিং ইনিংস! টি-২০ ক্রিকেটে ইতিহাস জিম্বাবোয়ের

People's Reporter: এতদিন টি-২০ ক্রিকেটে সর্বাধিক রানের মালিক ছিল নেপাল। মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩১৪ রান করেছিল তারা। সেই রেকর্ড ভাঙলো জিম্বাবোয়ে।
সিকান্দর রাজা
সিকান্দর রাজাছবি - সংগৃহীত
Published on

টি-২০ ক্রিকেটে ইতিহাস লিখল জিম্বাবোয়ে ক্রিকেট দল। গাম্বিয়ার বিরুদ্ধে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ৩৪৪ রানের রেকর্ড গড়েছে তারা। ভাঙলো ভারতের রেকর্ডও।

বুধবার গাম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ ছিল জিম্বাবোয়ের। সেই ম্যাচেই একের পর এক রেকর্ড গড়েছে জিম্বাবোয়ে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সিকান্দর রাজা। ২০ ওভারে ৩৪৪ রান করে জিম্বাবোয়ে। ৪৩ বলে ১৩৩ রানের অনবদ্য ইনিংস খেলেন রাজা। ম্যাচের সেরাও হন তিনি। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানে শেষ হয়ে যায় গাম্বিয়ার ইনিংস। ২৯০ রানে ম্যাচ জেতে জিম্বাবোয়ে।

এতদিন টি-২০ ক্রিকেটে সর্বাধিক রানের মালিক ছিল নেপাল। মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩১৪ রান করেছিল তারা। সেই রেকর্ড ভাঙলো জিম্বাবোয়ে। এছাড়া টেস্ট খেলা দল হিসেবে টি-২০ ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে ২৯৭ রান করেছিল ভারত। সেই রেকর্ডও ভেঙেছে জিম্বাবোয়ে।

জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দর রাজা মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করেন। টি-২০ ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। সর্বাধিক ৬ মারার রেকর্ডও ভাঙলো জিম্বাবোয়ে। এতদিন একটি ম্যাচে ২৬টি ছয় মারার রেকর্ড ছিল নেপালের। গাম্বিয়ার বিরুদ্ধে জিম্বাবোয়ে ২৭টি ছয় মেরেছে। সর্বাধিক ব্যবধানে জয়ের রেকর্ডও এখন জিম্বাবোয়ের দখলে। গাম্বিয়াকে ২৯০ রানে পরাজিত করেছে তারা।

অন্যদিকে গাম্বিয়ার বোলার মুসা জোবার্তেও লজ্জার রেকর্ড গড়েছেন। বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে সর্বাধিক রান দিয়েছেন তিনি। ৪ ওভার বল করে ৯৩ রান দেন মুসা।  

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in