IPL 2025: নিলামে উঠবেন ৪০৯ বিদেশি ক্রিকেটার, কোন দেশ থেকে কত জন অংশ নেবেন?

People's Reporter: দক্ষিণ আফ্রিকা থেকে ৯১ জন, অস্ট্রেলিয়া থেকে ৭৬ জন, ইংল্যান্ড ৫২, নিউজিল্যান্ড ৩৯ জন, ওয়েস্ট ইন্ডিজ ৩৩ জন, শ্রীলঙ্কা ও আফগানিস্তান থেকে ২৯ জন করে অংশ নেবেন আইপিএল নিলামে।
IPL 2025: নিলামে উঠবেন ৪০৯ বিদেশি ক্রিকেটার, কোন দেশ থেকে কত জন অংশ নেবেন?
ছবি - সংগৃহীত
Published on

চলতি মাসের শেষেই ২০২৫ আইপিএল-র মেগা নিলাম। নিলামে উঠবেন দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ সহ মোট ১৬টি অন্যদেশের ক্রিকেটাররা। এই তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় টাটা আইপিএল ২০২৫-র মেগা নিলাম অনুষ্ঠিত হবে। এবার ভারতীয় ও বিদেশি মিলিয়ে মোট ১৫৭৪ জন প্লেয়ার নিলামে উঠবেন। যার মধ্যে ভারতীয় প্লেয়ার রয়েছেন ১১৬৫ জন এবং বিদেশি ৪০৯ জন। ৩২০ জন ক্যাপড প্লেয়ার অর্থাৎ যাঁরা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১২২৪ জন প্লেয়ার আন্তর্জাতিক ম্যাচ খেলেননি (আনক্যাপড)। ৩০ জন অ্যাসোসিয়েট দেশের প্লেয়ার।

৪৮ জন ক্যাপড ভারতীয় প্লেয়ার নিলামে উঠবেন। ২৭২ জন বিদেশি ক্যাপড প্লেয়ারও নিলামে অংশগ্রহণ করবেন। এছাড়া ৯৬৫ জন ভারতীয় ক্রিকেটার যাঁরা আনক্যাপড এবং ১০৪ জন বিদেশি আনক্যাপড প্লেয়ারও নিলামে উঠবেন। এছাড়া ১৫২ জন আনক্যাপড ভারতীয় প্লেয়ার এবং ৩ জন বিদেশি আনক্যাপড প্লেয়ার রয়েছেন যাঁরা গত আইপিএল-এ অংশগ্রহণ করেছিলেন।

নিলামে অন্যান্য দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে সর্বাধিক প্লেয়ার অংশগ্রহণ করছেন। দক্ষিণ আফ্রিকা থেকে ৯১ জন, অস্ট্রেলিয়া থেকে ৭৬ জন, ইংল্যান্ড ৫২, নিউজিল্যান্ড ৩৯ জন, ওয়েস্ট ইন্ডিজ ৩৩ জন, শ্রীলঙ্কা ও আফগানিস্তান থেকে ২৯ জন করে, বাংলাদেশ থেকে ১২ জন, আমেরিকা থেকে ১০ জন, আয়ারল্যান্ড থেকে ৯ জন, জিম্বাবোয়ে থেকে ৮ জন, কানাডা থেকে ৪ জন, স্কটল্যান্ড থেকে ২ জন এবং সংযুক্ত আরব আমিরশাহী ও ইটালি থেকে ১ জন করে ক্রিকেটার নিলামে উঠবেন।

উল্লেখ্য, প্রতিটি ফ্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জনকে স্কোয়াডে রাখতে পারবেন। সমস্ত দল মিলিয়ে ২০৪টি শূন্যপদ রয়েছে। ফলে নিলাম থেকে ঐ সংখ্যক প্লেয়ারই নিলাম থেকে চূড়ান্ত হবেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in